চটকপুর । Chatakpur EcoVillage – Cost, Homestay , How to reach

Chatakpur

সুমদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৮৮৭ ফিট উচ্চতায় অবস্থিত প্রাকিতিক সুন্দরজে ঘেরা একটি ছোট পাহাড়ি গ্রাম হল চটকপুর(Chatakpur) । চটকপুর গ্রামটি সেনেচাল wildlife sanctuary এর মধ্যে অবস্থিত , এই গ্রামটি হাতে গোনা কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠেছে । শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য চটকপুর একটি উপযুক্ত স্থান হিসেবে আপনারা বেছে নিতে পারেন।

এখানকার প্রাকৃতিক সুন্দরজ ও এখান থেকে দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘাই হল এখান কার মূল আকর্ষণ, শীলিগুরি থেক অনতি দূরে অবস্থিত এই স্থানটি সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য আপনারা বেছে নিতে পারেন।

হোমস্টের ঘরে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে পাখিদের আওাজে ও কাঞ্চনজঙ্ঘার দর্শনে আপনার মন ভরে উঠবে। এছাড়াও এখানকার আর একটি বৈশিষ্ট্য হল এখানকার হমস্তে গুলিতে যেসব শাক -সব্জি খওয়ানো হই সেগুলি সব তাদের নিজের বাগানে চাষ করা হয় যা একদম জৈব পদ্ধতিতে উৎপাদিত কোনরকম কেমিক্যাল যুক্ত সাড় ব্যবহার করা হয়না।

How To Reach Chatakpur | How Can I Reach Chatakpur

Chatakpur Distance From Siliguri

চটকপুর পৌঁছানর জন্যয আপনারা শিলিগুড়ি বাসস্ট্যান্ড বা NJP station থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন এ ক্ষেত্রে আপনাদের গাড়ি ভাড়া লাগবে আনুমানিক ২৫০০-৩০০০ টাকা । অথবা শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি ধরে সনাদা পর্যন্ত আস্তে পারেন সেখান থেক গাড়ি ভাড়া করে চটকপুর চলে আসতে পারেন । এছাড়াও হমস্তে মালিক কে বললে তিনি গাড়ির বেবস্থা করে দিবেন।

যেহেতু এই স্থানটি একটি অভয়অরণ্যএর মাঝে অবস্থিত তাই এখানে প্রবেশ করতে গেলে আপনাদের অভয়আরণ্যর অফিস থেকে পারমিট নিতে হবে যার খরচ ১০০-১৫০ প্রতিজন এবং এই পারমিটটি ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য, এছাড়া গাড়ির জন্য ২০০-৪০০ টাকা লাগবে পারমিট এর জননো

আরও দেখুন-

Chatakpur Homestay | Chatakpur Homestay Number

যেহেতু চটকপুর একটি ছট পাহাড়ি গ্রাম এবং এখানকার কয়েকটি পরিবার নিয়ে এই গ্রামটি সেহেতু এখানে থাকার জন্য আপনারা হমস্তে পাবেন হমস্তে ছাড়া এখানে থাকার অন্য কোন বেবস্থা নেই । কয়েকটি হমস্তের নাম্বার এখানে দেওয়া হল…

Sherpa Homestay7908676763/62962270461000-1200/head/day
Akriti Homestay8207221164/9933104230 1000-1200/head/day
Pema Sherpa9609717651 1000-1200/head/day
Chetan Homestay6297938870 1000-1200/head/day
Eco Village Homestay8967936712 1000-1200/head/day
Prem Homestay6354961534 1000-1200/head/day
উপরিউক্ত নাম্বারে ফোন করে হমস্তে খরচ ও উপলব্ধতা যাচাই করে নেবেন।

প্রতিটি হমস্তের খরচের সাথে থাকা ও খাওয়া অন্তর্ভুক্ত যার মধ্যে থাকছে Breakfast , Launch, Evening Snacks ও Dinner. এছাড়াও রাতের বেলা bonfire ও করতে পারেন যার জন্ন এক্সট্রা টাকা খরচ করতে হবে, হমস্তে মালিককে বললে তার বেবস্থা করে দিবেন।

Chatakpur Sightseeing | what to See in Chatakpur

অন্য সব স্থান থেকে ভিন্ন এই জাইগাই আলাদা করে আশেপাশে দেখার মত তেমন কিছু নেই, কিন্তু এখানকার প্রাকৃতিক সুন্দরজ ও নিরিবিলি পরিবেশ আপনার মন ভরিয়ে তুলবে তাছারাও আকাশ পরিস্কার থাকলে এখান থেকে খুব সহজেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন।

chatakpur viewpoint

হমস্তের জানলা থেকে খুব সহজেই কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবেন, ভোঁরবেলা চটকপুর ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় ও সাথে কাঞ্চনজঙ্ঘার উপর পরা সুরজের সোনালি আভা আপনার মনকে ভরিয়ে তুলবে। চটকপুর এর উচ্চতা দার্জিলিং এর থেকে বেশি হওয়াই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব ভাল দেখা যাই ।

এছারাও পাহাড়ি পথে হেটে দেখে আসতে পারেন কালিপোখরি ,এটি চতকপুর এর একটি পবিত্র জলাশয় ।

সব মিলিয়ে শান্ত পরিবেশ এ প্রকিতিকে উপভোগ করতে চাইলে চটকপুর একটি উপযুক্ত জাইগা হতে পারে।

chatakpur to darjeeling distance ?

শিলিগুড়ি থেকে চটকপুরের দূরত্ব প্রায় ৫৪ কিমি

Chatakpur Distance From Sonada ?

সোনাদা থেকে চটকপুর এর দূরত্ব প্রায় ৭ কিমি

Chatakpur To Bijanbari Distance ?

চটকপুর থেকে বিজনবারির দূরত্ব প্রায় ৩৬ কিমি

What is the Altitude/Height of Chatakpur?

চটকপুরের উচ্চতা প্রায় ৭৮৮৭ ফিট

How To Reach Chatakpur/How Can I Reach Chatakpur

শিলিগুড়ি থেকে NH110 কুরসেওং এর রাস্তা ধরে প্রথমে সোনাদা পৌছতে হবে এবং সোনাদা থেকে ডানদিকে ফরেস্ট অফিস এর রাস্তা ধরলে পৌঁছে যাবেন চটকপুর এ।

Leave a Comment