দারজীলিং এর কিছু অফবিট স্থানগুলির মধ্যে একটি নাম হল Chitrey, Sandakphu Trek এর শুরু হয় এই চিত্রে গ্রাম দিয়ে আজ এই চিত্রে সম্পর্কে আলোচনা করবো কিভাবে চিত্রে যাবেন? কোথায় থাকবেন ? Chitrey Homestay Contact Number প্রভৃতি সম্পর্কে নিন্মে আলোচনা করা হবে ।
যারা সান্দাকফু ঘুরতে যান তারা মানেভঞ্জন নামটি শুনে থাকবেন, এই মানেভঞ্জন থেকে মাত্র ৩ কিমি দূরত্বে অবস্থিত এই ছোটো পাহাড়ি গ্রাম চিত্রে, দারজীলিং থেকে দূরত্ব প্রায় ২৮ কিমি। গ্রামটির উচ্চতা প্রায় ৮৪৩০ ফিট বা ২৫২৪ মিটার ।
যারা সান্দাকফু ঘুরতে যান তাদের প্রথম stoppage হয় এই গ্রাম, মুলত এখানে পর্যটকরা থেমে সকালের breakfast সেরে নেন । এই গ্রামের মুল আকর্ষণ হল এখানকার পুরনো বুদ্ধ মন্দির (যা প্রায় ১৯১০ সালে নির্মিত) ও তার সাথে বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য, এছাড়াও চারপাশের পাহাড়ের ভিউ শান্ত নিরিবিলি পরিবেশ অন্য মাত্রা যোগ করে । এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাওয়া যায়, যারা শান্ত পাহাড়ি পরিবেশে থাকতে চান তারা এই স্থানে থেকে দেখতে পারেন।
যারা সান্দাকফু ট্রেক করেন তারা মানেভঞ্জনে না থেকে এখানে এক রাত কাটিয়ে ফেলতে পারেন, মানেভঞ্জন থেকে এই চিত্রে পর্যন্ত রাস্তা খুব খাড়া ফলে ট্রেক শুরুতে অসুবিধা হয়, যারা এই খাড়া চরাই এড়িয়ে চলতে চান তারা সরাসরি গাড়ি করে চিত্রে পৌঁছে এখানে থেকে পাহাড়ের উচ্চতার সাথে শরীরকে মানিয়ে নিয়ে পরের দিন সান্দাকফুর উদ্দেশে যাত্রা শুরু করতে পারেন।
Distance From Siliguri | NJP | Bagdogra
- Chitrey to Siliguri Distance is 77 km
- Chitrey to NJP Distance is 88 km
- Chitrey to Siliguri Distance is 84 km
How to Reach Chitrey
চিত্রে আআর জন্য শিলিগুড়ি,এনজেপি,বাগদগ্রা থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিন মানেভঞ্জন পর্যন্ত যার খরচ পরবে ৩৫০০-৪০০০ টাকা এবং মানেভঞ্জন থেকে গাড়ি ভাড়া করে চলে আসুন চিত্রেতে যার খরচ পরবে ৫০০-১০০০ টাকা। সময় লাগবে প্রায় ৩.৫- ৪ ঘণ্টা ।
শেয়ার গাড়ি করে এলে শিলিগুড়ি থেকে ঘুম>সুখিয়াপোখরি>মানেভঞ্জন>চিত্রে আসতে পারেন ।
যারা চিত্রে ট্রেক করে যেতে চান তারা মানেভঞ্জন পৌঁছে সেখান থেকে পাইনের জঙ্গলে মধ্যে দিয়ে ট্রে করেও পৌঁছে যেতে পারেন । মানেভঞ্জন থেকে গাড়ি করে গেলে সময় লাগবে ২০ মিনিট ও হাটা পথে গেলে সময় লাগবে ১.৫-২ ঘণ্টা ।
তবে চিত্রে পৌছনোর আগে আপনাদের মানেভঞ্জন থেকে Singalila National park প্রবেশ এর জন্য পাশ করিয়ে নিতে হবে যার খরচ পরবে ১২০ টাকা, এই পাস করানোর জন্য আপনাদের অবশ্যই নিজেদের ভোটার বা আধার কার্ড ও ফটো কপি সাথে রাখতে হবে । দুপুর ২ টোর পর মানেভঞ্জন থেকে কোন গাড়ি সান্দাকফু পর্যন্ত যেতে দেওয়া হয় না
Best time To Visit
বর্ষাকাল বাদে বছরের প্রায় যেকোনো দিন এখানে আসা যায় ,তবে শীতকালে এখানে এলে বরফ দেখতে পাবেন।
Chitrey Homestay contcat Number | Where to stay
চিত্রেতে মাত্র ৬-৭ টি প্রবার থাকে ফলে এখানে থাকার জন্য বেশি অপসান পাবেন না, এখানে থাকার জন্য হমস্তে পেয় যাবেন কিন্তু আগে থেকে বুক করে আসতে হবে । নিচে কিছু হমস্তের নাম্বার দেওয়া হল ।
Hawks’s nest Homestay Cost:1000-1200 | 7319591836/9733081184 |
Adventure Hub | 9933091609/9773848831 |
Homestay তে থাকা ও খাওয়ার বেবস্থা পেয়ে যাবেন, হমস্তে রুমগুলি পরিস্কার, গরম জলের বেবস্থাও এখানে পেয়ে যাবেন । এছাড়াও হমস্তেতে Dormatory room এর বেবস্থাও আছে ।
আরও দেখুনঃ
What to see | Chitrey Sightseeing
চিত্রের মুল আকর্ষণ হল এখানকার প্রকৃতি,কাঞ্চনজঙ্গার অপূর্ব দৃশ্য ও তার সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত । চিত্রেতে দেখার মতো হল এখানকার পুরনো বুদ্ধ মনাস্ত্রি, মনাস্ত্রিটি খুব সুন্দর ও শান্ত, মনাস্ত্রির সামনে ১৮টি বুদ্ধ স্তূপা আছে এবং পাথরের গায়ে লেখা বুদ্ধ মন্ত্র যা দেখতে বেশ ভালো লাগে । এছাড়াও এখানে দেখত পাবেন বুদ্ধ ধর্মের বিভিন্ন পতাকা যা এখানকার স্থানিয় লোকেরা ও বাইরের লোকেরা এখানে লাগায় তাদের মনস্কামনা পুরনের জন্য আপানরা চাইলেও তা করতে পারবেন।
চিত্রে থেকে রাতের বেলা দুরে দারজীলিং শহরকে দেখতে জয়াঙ্কির আলোর মতো দেখায়, এছাড়াও রাতের আকাশে অসংখ্য তারা দেখতে পাওয়া যায় এখান থেকে ।
এছাড়াও চিত্রের আশেপাশে দেখার মতো স্থান হল –
Sandakphu : পশ্চিমবঙ্গের উচুতম স্থান এই সান্দাকফু যেখান থেক একদম হাতের নাগালে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাকে, তাছাড়াও Mount everest , Makalu , Lodse ও হিমালয় পর্বত শৃঙ্খলার ৩৬০ ডিগ্রি ভিউ । ধোত্রে থেকে ট্রেক করে বা ল্যান্ডরভার করে এখান থেকে ঘুরে আসতে পারেন ।
Tumling : সান্দকাফু যাওয়ার পথে পরবে এই Tumling যা নেপালের একটি গ্রাম, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভালো দৃশ্য দেখতে পাওয়া যায়,চাইলে আপানরা এখানে থেকেও যেতে পারেন।
Tonglu : সান্দাকফু যাত্রা পথে এই গ্রামটিও দেখতে পারেন
Chitrey to Darjeeling distance
Chitrey to Darjeeling distance is 28 km
Chitrey to Tumling distance
চিত্রে থেকে Tumling এর দূরত্ব প্রায় 9 km
Chitrey to Tonglu distance
Chitrey to Tonglu distance is 7.4 km
Chitrey to Meghma distance
Chitrey to Meghma distance is 6.8 km
Chitrey to Gurdum Backpacker camp distance
Chitrey to Gurdum Backpacker camp distance is 7 km
Chitrey to sanakphu distance
Chitrey to sanakphu distance is 29 km
আশা করি আপনাদের এই আরতিকেলতি ভালো লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে , যদি আর্টিকেল ভালো লাগে তবে অবশ্যই প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন।