চারিদিকে ছবির ন্যায় সবুজ চাগাছের বাগানে ঘেরা ও মেঘে ঢাকা এবং নানা প্রকার রঙ বিরং এর অর্কিড এর গাছএ ভরপুর একটি ছোট পাহাড়ি জনপদ হল তাকদা(Takdah)। এই তাকদা গ্রামটি উচ্চতা প্রায় ৪০০০ ফিট , স্থানিয় ভাষায় তাকাদা বা তুকদা কথার অর্থ হল মেঘে ঢাকা , প্রকৃতপক্ষেই পাহাড়ের ঢালে মেঘে ঘেরা এই গ্রামটি।
তাকদা গ্রামে স্বাধীনতার পূর্বে ব্রিটিশ অফিসারদের সেনানিবাস ছিল ফলে তাকদাতে ব্রিটিশ সেনাদের পুরনো বাংলো দেখতে পাওয়া যায় যা এক ঐতিহাসিক নিদর্শন বহন করে । এছাড়াও এখাকার প্রাকৃতিক সুন্দরজ ও নিতান্তই দারুন , চারিকদিকে সবুজে ঘেরা চা বাগান , বিভিন্ন পাখিদের সুমিষ্ট ডাক , বিভিন্ন প্রজাতির হরেক রঙের অর্কিড , শান্ত নির্জন পরিবেশ প্রভৃতি তাকদার প্রাকৃতিক সুন্দরজ বর্ণনা করে।
পরিবার নিয়ে ঘুরতে এলে বা অফিসের কাজের পর সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য শান্ত পরিবেশের একটি পাহাড়ি গ্রাম হিসেবে তাকদাকে অবশ্যই বেছে নিতে পারেন। তাকদা পর্যটক স্থান হিসেবে খ্যাত না হওয়ায় এখানে তেমন ভিড় পাবেননা ফলে খুব শান্ত একটি পরিবেশে প্রকৃতিকে উপভগ করতে পারবেন।
Table of Contents
How to Reach Takdah

তাকদা গ্রামটি শিলিগুড়ি থেকে প্রায় ৬০কিমি , এনজেপি থেকে প্রায় ৬৫ কিমি ও দার্জিলিং থেকে প্রায় ২৭ কিমি দূরত্বে অবস্থিত আপানারা এই সমস্ত স্থান থেকে তাকদা পৌছনোর জন্য সরাসরি গাড়ি পেয়ে যাবেন । শিলিগুড়ি বা এনজপি থেকে গাড়ি ভাড়া করলে ছোট গাড়ির ভাড়া পরবে ২৫০০-৩০০০ টাকা(আনুমানিক) এবং বড় গাড়ির ভাড়া পরবে ৩৫০০-৪০০০ টাকা(আনুমানিক)।
এছাড়াও চাইলে শেয়ার গাড়ি করে গাড়ি রুট বদলে বদলে চলে আসতে পারেন তাকদাতে সেক্ষেত্রে গাড়ি ভাড়ার খরচ কম লাগতে পারে।
Where to stay in Takdah | Takdah Homestay Number & List
তকাদা একটি ছোট অখ্যাত ছোট পাহাড়ি গ্রাম হওয়ায় এখানে থাকার জন্য কোন হোটেল পাবেনন, তবে এখানে থাকার জন্য আপানারা হমস্তে পেয়ে যাবেন যেগুলির বেশীরভাগ পাবেন ব্রিটিশদের তৈরি সেই পুরনো বাংলোগুলি । স্বাধীনতার পর এই সব পরিতাক্ত পুরনো ব্রিটিশ বাংলোগুলি স্থানীয়রা অধিগ্রহণ করে আধুনিকরন করে সেগুলিকে পর্যটকদের থাকার জন্য হমস্তে হিসেবে ব্যাবহার করছে ।
পুরনো দিনের ব্রিটিশদের তৈরি ওইসব বাংলোতে থাকতে এবং তাদের তৈরি বিভিন্ন স্থাপত্য দেখে এক মনে এক আলাদা রাজকীয় আনুভুতির সৃষ্টি হবে।
এখানে তাকদার সেইসব কিছু হমস্তের ও ব্রিটিশ বাংলর নাম ও তাদের ফোন নাম্বার দেওয়া হল
Takdah Homestay | 8116869700/9593950146 | 1000-1500/head/day + 600 food |
Saino Heritage Banglow | 9434462806/9735953404 | 1800-2000/head/day +600 food |
Heritage Colonial Banglow | 8617821169 | 1800-2000/head/day +600 food |
Takdah Club House | 9830534781 | 2000-4000/head/day +600 food |
Solacestone | 8250916884 | 1800-2000/head/day +600 food |
আরো দেখুনঃ-
Takdah Sightseeing & Outdoor Activity
তাকদা একটি ছোট পাহাড়ি জনপদ হলেউ এখানকার প্রাকৃতিক সুন্দরজ চোক ভরে উপভগ করার মত, ফলে এখানে ঘুরতে এলে এখানকার প্রাকৃতিক সুন্দরজ দেখে মনে প্রশান্তি আসবে। দার্জিলিং এর কিছু অন্যতম সুন্দর চা বাগান গুলি দেখতে পাবেন এই তাকদাতে যা দেখে সেই সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে ইচ্ছে করবে। এছাড়াও পেয়ে যাবেন পাখিদের সুমিষ্ট কুঞ্জন যা সকালে আপনাকে ঘুম থেকে জাগিয়ে তুলবে।
তাকদাতে ও তার আশেপাশে কিছু দর্শনীয় স্থান আছে যা সহজেই দেখে নিতে পারেন যেগুলি হল
তাকদা অর্কিড সেন্টার : তাকদা অর্কিড সেন্টারটি তাকদা থেকে প্রায় ২কিম দূরে যা সহজেই হাটা পথে ঘুরে আসতে পারেন। এই তাকদা অর্কিড সেন্টারটিতে দেখতে পাবেন বিভিন্ন ধরনের রংবাহারি দুর্লভ অর্কিডের সমাহার যা দেখতে মন্দ লাগবেনা , এছাড়াও সেই সমস্ত অর্কিড সম্বন্ধে জানতে পারবেন এমনকি আপনারা সেখান থেকে অর্কিড কিনে নিয়ে যেতে পারেন নিজের বাড়ির জন্য । বিভিন্ন প্রজাতির অর্কিড দেখতে ও তার সাথে চারপাশের প্রকৃতি উপভোগ করতে করতে সময় অনায়াসেই কেটে যাবে।
তাকদা হাঙ্গিং ব্রিজ : তাকদা থেকে প্রায় ৫ কিমি দূরে চলে আসতে পারেন এই পুরনো দিনের কাঠের তৈরি হাঙ্গিং ব্রিজ দেখতে যদিও বা এই ব্রিজটিতে আপনি উঠতে পারবেননা কারন এটি এখন পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, তাকদা থেকে বেসি দূরে না হাওয়াই এই স্থানটি দেখে নিতে পারেন।
ব্রিটিশ বাংলো ও স্থাপত্য : তাকদাতে এককালিন ব্রিটিশদের সেনানিবাস ও বসবাস থাকায় এখানে ব্রিটিশদের দারা তৈরি বাংলো ও বিভিন্ন স্থাপত্য আজও বিদ্যমান সেগুলি সহজেই ঘুরে দেখে নিতে পারেন।
চা বাগান : তাকদাতে মুল আকর্ষণ হল এখানকার সুদুর বিস্তৃত সবুজে ঘেরা চা বাগান যা দেখে তার মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করবে, এই চা বাগান গুলির মধ্যে অন্যতম হল রংলি রাংলিওত চা বাগান , তিস্তা ভ্যালী চা বাগান , গিল্লে চা বাগান , নাম্রিং চা বাগান এই সমস্ত চা বাগান গাড়ি ভাড়া করে গুলি ঘুরে দেখতে পারেন এবং দেখে নিতে পারেন চা ফ্যাক্টারি যেখানে এই সমস্ত চা বাগানের চা পাতা প্রসেস করে চা বানানো হয়।
তিনচুলে : তাকদা থেকে প্রায় ৪ কিমি দূরে অবস্থিত আর এক অনবদ্য প্রাকৃতিক সুন্দরজে ঘেরা গ্রাম হল তিনচুলে , এখানে থেকে মেঘমুক্ত আকাশে সহজেই কাঞ্চনজঙ্ঘা দেখত পাবেন, চাইলে তিনচুলেতেও আপানারা থাকতে পারেন ।
লামহাটা ইকো পার্ক : তাকদা থেকে প্রায় ১২ কিমি দূরে এই স্থানটিও ঘুরে আসতে পারেন , ঘন পাইনের জঙ্গলে ঘেরা মনরম প্রাকৃতিক দৃশে ভরপুর এই পার্কে বসে কাঞ্চনজঙ্ঘার শোভা উপভোগ করতে করতে বিভিন্ন প্রজাপতি ও ফুল দেখে সময় কেটে যাবে।
ত্রিবেনি : তিস্তা ও রঙ্গিত নদির মিলন স্থল হোল এই ত্রিবেনি যা দেখতে দুরান্ত লাগে তাকদা থেকে ২০ কিমি দূরে এই স্থানটি , ত্রিবেনিতে দুটি নদির মিলন স্থলের পাশে সাদা বালুর চরের উপর কাম্পিং করে থাকার বেবস্থা আছে , এছাড়াও এখানে রিভার রাফতিং ও করতে পারবেন।
Frequently asked Questions
Siliguri to Tkadah Ditance
তাকদা থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় ৬০ কিমি
Njp to Takdah distance
তাকদা থেকে এনজপি এর দূরত্ব প্রায় ৬৫ কিমি
Takdah to Darjeeling distance
তাকদা থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ২৭ কিমি
Takdah to Kalimpong distance
তাকদা থেকে কালিমপং এর দূরত্ব প্রায় ৩৮ কিমি
takdah to lamahatta distance
তাকদা থেকে লামাহাট্টার দূরত্ব প্রায় ১৫ কিমি
Takdah to Tinchuley distance
তাকদা থেকে তিনচুলের দূরত্ব প্রায় ৫ কিমি
Takdah altitude/
Takdah height in feet
তাকদা দার্জিলিং জেলার একটি ছোট গ্রাম এর উচ্চতা প্রায় ৪০০০ ফিট
Is Kanchenjunga visible from Takdah?
তাকদা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়ে না , তবে তিনচুলে বা দুরপিন দারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে নিতে পারেন।
আশা করি উপরে দেওয়া তথ্য আপনাদের কাজে লাগবে ,যদিএই আর্টিকেলটি ভালো লাগে তবে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।