যারা Darjeeling এ ঘুরতে যান তারা অবশ্যই দারজীলিং এ পর্যটকদের ভিড় সম্পর্কে জানেন,তাই অনেকে দারজীলিং এর কাছাকাছি অফবিট লোকেশান এর খোজ করেন যেখানে তারা শান্ত মনে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন ও তার সাথে রাজকীয় কাঞ্চঞ্জঙ্ঘার দর্শন পাওয়া গেলে তো কোন কোথায় হয় না ।
হ্যাঁ ঠিক এমনি একটি Offbeat Darjeeling এর স্থান Dawaipani সম্পর্কে আজকে আপানদের খোজ দেবো ।
দার্জিলিং শহর থেকে প্রায় ২০ কিমি দূরে অবস্থিত একটি অখ্যাত গ্রাম হল এই দাওয়াইপানি(Dawaipani), দাওয়াইপানি গ্রামটির উচ্চতা হল ৬৫০০ ফিট । Dawaipani গ্রামটি পর্যটকদের কাছে এখনও খুব একটি খ্যাতি না পাওয়ায় এই গ্রামটিতে অন্যান্য পর্যটক স্থান গুলির মত তেমন ভিড় পাবেন না।
দাওয়াইপানি কথাটির মানে হোল ঔষধের জল , এই গ্রামে একটি স্থানিয় নদি আছে যেটির নাম হোল ‘খোলা’ এই নদীর জল খনিজ পদার্থে পরিপুষ্ট , কোন ক্ষত স্থানে এই জল লাগালে সেটি নিরাময় হয়ে যায়। বহু কাল পূর্বে এক ইংরেজ অফিসার এই গ্রামে এই ঔষধীয় জলের আবিস্কার করেন তারপর থেকে এই স্থানটির নাম হয় দাওাইপানি।
দার্জিলিং জেলার মধ্যে একটি নিরিবিলি ও প্রাকৃতিক সুন্দরজে ঘেরা ছোটো একটি গ্রাম হোল এই দাওয়াইপানি , প্রকৃতির মাঝে কটা দিন কাটিয়ে যাওয়ার এক দুরদান্ত ঠিকানা। যারা দৈনিক জীবনের একঘেয়েমি কাটিয়ে একটু ফ্রেশ হয়ে নিতে চান তাদের কাছে এই স্থানটি একটি আদশ স্থান হতে পারে, হাতে দু-দিন সময় থাকলে তা অনায়াসে এখানে কেটে যাবে ।
চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা ,মেঘমুক্ত আকাশ, পাখিদের কোলারব এবং তার সাথে কাঞ্চজঙ্ঘার হাতছানি যা প্রকৃতি প্রেমিদের কাছে সর্গ থেকে কিছু কম নয় এইসব হোল এই দাওয়াইপানির মুল বৈশিষ্ট্য । এখানে দরকার পরবে না কোন alarm clock এর পাখিদের মিষ্টি কুঞ্জন আপনাদের ঘুম ভাঙ্গিয়ে তুলবে।
দাওাইপানির হমস্তে রুম থেকেই আকাশ পরিস্কার থাকলে দেখতে পাবেন কাঞ্চজঙ্ঘার গোটা পর্বতশৃঙ্খলা ও তার সাথে পাহাড়ি উপত্যকার এবং তার মাঝ দিয়ে খেলা করা মেঘেদের অসাধারন ভিউ ।
Table of Contents
দাওয়াইপানি কিভাবে আসবো ? । How To Reach Dawaipani

শিলিগুড়ি থেকে দাওয়াইপানির দূরত্ব প্রায় ৭০ কিমি এবং এনজেপি রেল স্টেশন থেকে দূরত্ব প্রায় ৭৬কিমি ও বাগদোগরা বিমানবন্দর থেকে দূরত্ব প্রায় ৭৫ কিমি. ।
দাওয়াইপানি আসার জন্য দুটি রাস্তা আছে প্রথম রাস্তা দিয়ে কুরসেওং> জরবাংলও > লামাহাত্তা ৬ মাইল> দাওাইপানি (দূরত্ব প্রায় ৮০ কিমি) পৌঁছে যাবেন
দ্বিতীয় রাস্তা, সেভক> কালিঝরা> তিস্তা বাজার> তাকদাহ > দাওয়াইপানি (দূরত্ব প্রায় ৭৬ কিমি) পৌঁছে যাবেন ।
প্রতিটি স্থান থেকে আপনারা গাড়ি ভাড়া করে চলে আস্তে পারেন দাওাইপানিতে, এক্ষেত্রে গাড়ি ভাড়া করলে গাড়ি ভাড়া পরবে ৩০০০-৩৫০০ টাকা ।
এছাড়া শেয়ার গাড়ি করেও আসতে পারনে , এক্ষেত্রে প্রথম রাস্তা দিয়ে আসলে জরবাংলও পর্যন্ত শেয়ার গাড়িতে এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে দাওাইপানি ।
দ্বিতীয় রাস্তা দিয়ে আসলে লামাহাত্তা ইকো পার্ক পর্যন্ত এসে গাড়ি ভাড়া করে আসতে পারেন। এছাড়াও হমস্তে মালিককে বললে তিনিও গাড়ির বেবস্থা করতে পারেন।
আরও দেখুন কিছু অপরিচিত ভ্রমন স্থানঃ–
Dawaipani Homestay | Dawaipani Homestay Contact Number
দাওাইপানিতে থাকার জন্য এখানে আপনারা হমস্তে পেয়ে যাবেন কিন্তু এখানে খুব বেশি হমস্তে নেই , এই হমস্তে গুলি প্রতিটি এমন ভাবে তৈরি করা যে হমস্তের জানলা দিয়ে খুব সহজেই কাঞ্চজঙ্ঘার দর্শন করতে পারবেন, রুম থেকে বসে বসেই প্রকৃতির সৌন্দর্য চোখ ভরে উপভোগ করতে পারবেন। কয়েকটি হমস্তের নাম্বার নিচে দেওয়া হোল
AddaHut Homestay | 9836499678 | 1000-1200/day/head |
Roverstay Homestay | 9007138504 | 1000-1200/day/head |
Biren Rai Homestay | 9641452718 | 1000-1200/day/head |
Kanchan View Homestay | 7908591372 | 1000-1200/day/head |
প্রতিটি হমস্তের খরচের সাথে থাকা ও খাওয়া অন্তর্ভুক্ত, খাওার মধ্যে থাকছে Breakfast , Lunch , Snacks & Dinner.
Dawaipani Sightseeign
দাওাইপানিতে দেখার মত হোল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য , অরণ্যে ঘেরা নিরিবিলি স্থানে হমস্তের বারান্দাতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার মজা পাবেন এই দাওাইপানিতে। এখান থেকে কাঞ্চজঙ্ঘার দুরদান্ত ভিউ পাওয়া যায় ।
এই স্থানটি সেনেচাল অরন্নের মধ্যে হওয়ায় এখানে আপানারা চাইলে হাটা পথে চরাই করে অরণ্যটা ঘুরে এখানকার বিভিন্ন পাখি ও দেখে নিতে পারেন , এছাড়া গাইড ভাড়া করে ট্র্যাকিং করে দেখে আসতে পারেন সেই ঔষধীয় জলের নদি ‘খোলা’।
এখানকার জৈবিক চাষের বাগান গুলিও ঘুরে দেখতে পারেন, এখানে একদম জৈবিক পদ্ধতিতে চাষ করা হয় ও হমস্তেতে সেই শাকসব্জি রান্না করা হয়।
এছাড়াও রাতের বেলা চাইলে Bonfire ও করতে পারেন যার জন্য আপানাকে আলাদা খরচ দিতে হবে। রাতের বেলা Bonfire এর সামনে বসে আগুন পহাতে ও চিকেন খেতে খেতে দূরে অবস্থিত দার্জিলিং শহর এর রাতে ফুতে ওঠা লাইট এর দৃশ্য দেখে মন ভরে উঠবে।
এছাড়াও দাওাইপানিতে থেকে আশেপাশের কয়েকটি স্থান দেখে নিতে পারেন যেগুলি হোল…
- Darjeeling : এখান থেকে দারজীলিং শহর মাত্র ২০ কিমি দুরে অবস্থিত,তাই চাইলে এখান থেকে খুব সহজে দারজীলিং ও তার আশেপাশের এলাকার একটা Day tour সেরে ফেলতে পারেন।
- Ghum Moanstery : দারজীলিং যাওয়ার পথ দেখে নিত পারেন পুরনো ঘুম মনাস্ত্রি ।
- Takdah: দেখে নিতে পারেন ব্রিটিশ সেনাদের পুরনো সেনাছাওনি তাকদা গ্রাম ও সেখানে বানানো ব্রিটিশদের বাংলো,যেগুলি এখন পর্যটকদের থাকার জন্য তাছাড়াও স্কুল ও হাসপাতাল হিসেবে ব্যাবহার হয় । এছাড়াও এখানের খ্যাত অর্কিড সেন্টার ও ঘুরে দেখতে পারেন।
- Lamahatta : ঘুরে দেখতে নিতে পারেন লামাহাট্টা গ্রাম,এখানে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গড়ে তোলা ইকোপার্কে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সময় কাটাতে পারেন।
- Rangaroon : দেখে নিতে পারেন দারজেলিং এর আর একটি সুন্দর গ্রাম রাঙ্গারুন ।
সব শেষে প্রকৃতিকে উপভোগ করার জন্য দাওাইপানিকে একটি উপযুক্ত স্থান হিসেবে বেছে নিতেই পারেন।
Dawaipani height/Altitiude ?
দাওয়াইপানির উচ্চতা প্রায় ৬৫০০ফিট
Sittong to Dawaipani Distance ?
শিটং থেকে দাওয়াইপানির দূরত্ব প্রায় ৫০ কিমি
Dawaipani to Lamahatta distance ?
দাওয়াইপানি থেকে লামাহত্তার দূরত্ব প্রায় ৫.৫ কিমি
Siliguri to Dawaipani distance ?
শিলিগুড়ি থেকে দাওয়াইপানির দূরত্ব প্রায় ৭০ কিমি
Darjeeling to Dawaipani Distance ?
দার্জিলিং থেকে দাওয়াইপানির দূরত্ব প্রায় ২০ কিমি
আশা করি দাওয়াইপানি সম্পর্কিত এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে ও আপনাদের ভ্রমনে সাহায্য করবে,যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই নিজের আত্মীয় ও বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেননা।