শহুরে কোলাহলে থেকে থেকে র ভালো লাগছে না , সপ্তাহের কয়েকটা দিন একদম নির্জনে কোন রকম তাড়াহুড়ো ও কোলাহল ছাড়া প্রকৃতির বুকে কাটাতে চান তবে আপনি আসতে পাড়েন অহলদারা তে (Ahaldara) ।
শিলিগুড়ি থেকে অনতিদুরে সেল্পু হীলে অবস্থিত একটি পাহাড়ি চুড়া হল Ahalara view Point ।এই পাহাড়ি চুড়াটির একদিকে পাইনের গাছ ও অপর দিকে দিগন্ত বিস্ত্রিত ঢেউ খেলান পাহাড় ও সমতলে বয়ে চলা তীস্তা নদীর অপরুপ দৃশ্য।

এই অহলদারার মূল আকর্ষণ হল এখানকার ৩৬০ডিগ্রি পাহারের ভিউ তার সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত এবং আকাশ পরিস্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য যা আপনার মনকে প্রফুল্লিত করে তুলবে
পাহাড়ের চুড়াতে অবস্থিত হওয়াতে ও আশেপাশে কোন কোলাহল না হওয়ার কারনে এখানে বসে প্রকৃতির রুপ উপভোগ করতে করতে ও কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে অনায়াসে দিন কাটিয়ে ফেলতে পারবেন
Table of Contents
আসবেন কিভাবে ? | How to Reach Ahaldara ?
শিলিগুড়ি থেকে সেভক ও কালিঝরা হয়ে অহালদারা পৌঁছে যেতে পারেন, Siliguri To Ahaldara Distance প্রায় ৪৫ কিমি।
অহালদারা পৌঁছানোর জন্য সব থেকে কাছের রেল station হল NJP station , এই NJP station এ নেমে আপনারা প্রিপেইড ট্যাক্সি বা কোন গাড়ি ভাড়া করে নিতে পারেন অহালদারার জন্য বা homestay তে বললে তারা গাড়ির বেবস্থা করে দিবেন।
এই ক্ষেতরে আপনাদের গাড়ি ভাড়া পরে যাবে আনুমানিক ২৫০০-৩০০০ টাকা।
একই ভাবে আপনারা বাস বা ফ্লাইট এ করে এলে গাড়ি ভাড়া করে নিতে পারেন অহালদারার জন্য।
এই রুটে তেমন শেয়ার গাড়ি না চলাই এখানে আপানারা শেয়ার গাড়ি করে পৌছতে পারবেন না
(* অহালদাড়া ভিউ পয়েন্ট এ এন্ট্রি করার জন্য আপনাদের ১০ টাকা দিয়ে এন্ট্রি পাস নিতে হবে)
Ahaldara Homestay | Ahaldara chamling homestay
যেহেতু অহালদাড়া একটি পাহাড়ি চুড়া এখানে থাকার জন্য আপনারা বেশি অপশন পাবেননা, এখানে থাকার জন্য আপানারা homestay পেয়ে যাবেন যেটা একদম অহালদারা ভিউ পয়েন্ট এ অবস্থিতি।
অহালদারা তে থাকার বেশি অপশন না থাকাই আপনাদের আগে থেকে এই homestay গুলি বুক করে আসতে হবে। homestay গুলির চার্জ আনুমানিক ১২০০-১৪০০ টাকা / হেড/ দিন।
এখানে আপানারা tenting করেও থাকতে পারেন সে ক্ষেত্রে আপনাদের homestay মালিকের সাথে আগে থেকে কথা বলে নিতে হবে তারা সেই বেবস্থাও করে দিবেন।
রাতের বেলা bonfire এর বেবস্থাও পেয়ে যাবেন সে ক্ষেত্রে আপানাদের এক্সট্রা টাকা দিতে হবে।
প্রতিটি homestay তে আপনারা breakfast , launch , evening snacks, dinner পেয়ে যাবেন।
Ahaldara Homestay Number | Ahaldara homestay contact number
অহালদারা ভিউ পয়েন্টটি পাহারেরে চুড়াতে অবস্থিত হওয়াই এখানে থাকার অপশন খুব সীমিত. এখানে থাকার জন্য যে homestay গুলি আছে তাদের নাম্বার ও আনুমানিক খরচ দেওয়া হল
Gurung Homestay | 9475959974 | 1300-1400/day/head |
Chamling Homestay | 7019592753 | 1300-1400/day/head |
প্রতিটি homestay তে bearkfast , launch, evening snacks, dinner, included পেয়ে যাবেন।
আর দেখুন –
মূল আকর্ষণ ও ঘোরার জাইগা | Ahaldara Sightseeing
অহালদারার মূল আকর্ষণ হল এখানকার পাহারেরে ৩৬০ ডিগ্রী ভিউ ও এখান থেকে দেখতে পাওয়া বরফ আশ্রিত কাঞ্চঞ্জঙ্ঘস্রিতরুপ দৃশ্য এবং সূর্যোদয় ও সূর্যাস্ত সাথে ঠাণ্ডা হিমেল হাওয়া ।
আকাশ পরিস্কার থাকলে এই অহলদারা থেকে কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং , চিমনি , প্রভিতি অঞ্চলের পাহাড় ও সমতলে বয়ে চলা তিস্তা নদি ও তরাই দুয়ারস ও অঞ্চল ও দেখতে পারবেন।
অহালদারাতে আপনারা বিভিন্ন প্রজাতির প্রজাপতি ও পাখি ও দেখতে পারবেন, এছাড়া এখানে সিঙ্কনা গাছের চাষ ও হই।
এছাড়াও অহালদারার আশেপাশে দেখতে পারেন…
- লাতপাঞ্চার(Latpanchar)– অহালদারা থেকে মাত্র ৫ কিমি দূরে অবস্থিত এই লাতপাঞ্চার , এই লাতপাঞ্চার হল পাখি প্রেমি দের জন্য সর্গরাজ্য, এটি Mahananda Wildlife Sanctuary এর একটি পার্ট । এখানে আপনারা দেখতে পাবেন ২৪০ ধরনের বিরল প্রজাতির পাখি যেমন Sultan Tit, Red-headed Trogan, Orient Hornbill, Rufous Hornbill, প্রভিতি। এছাড়াও এখানে দেখতে পাবেন Cinchona Plantation এর কারখানা যেখানে Quinine তইরি করা হয়।
- ণাম্থিং পোখরি(Namthing pokhri) – সেল্পু হীল এ অবস্থিত একটি প্রাচিন জলাশয় , এটি বছরের ৬ মাস শুকন থাকে বর্ষা কাল বাদে। এই নাম্থিং পোখরিতে এক ধরনের বিরল প্রজাতির Himalayan Salamander দেখতে পাওয়া যাই । এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির পাখি ও প্রজাপতি দেখতে পাবেন। অহালদারা থেকে এই স্থানটি খুব একটা দুরে নই হাটা পথে এখানে পৌঁছে যেতে পারেন।
- সিটং(sittong) – অহালদারা থেকে প্রায় ৩২ কিমি দূরে অবস্থিত এই গ্রাম টি কমলালেবুর জন্য বিখ্যাত , সিটং কে কমলালেবুর গ্রামও বলা হয় , আপানারা এই সিটং থেকেউ ঘুরে আসতে পারেন।
- টেগোর হীল – অহালদারা থেকে অনতি দূরে অবস্থিত এই পাহাড়টিকে স্থানিওরা টেগোর হীল নামেউ ডেকে থাকে । এই পাহাড়ের আকর্ষণ হল এই পাহাড়টির আকৃতি কবিগুরু রবিন্দ্রনাথ এর মুখের মত , দূর থেকে দেখলে মনে হবে যেন কবিগুরু শায়িত অবস্থাই আছেন।
Ahaldara to Darjeeling distance ?
Ahaldara থেকে Darjeeling এর দূরত্ব প্রায় ৬০ কিমি
Ahaldara to Kalimpong distance ?
Ahaldar থেকে kalimpong এর দূরত্ব ৪১ কিমি
Ahaldara to Lepchajagat distance ?
অহলদারা থেকে লেপচাজগত এর দূরত্ব প্রায় ৬২ কিমি
ahaldara to sitong distance
অহলদারা থেকে সিটং এর দূরত্ব প্রায় ১৩ কিমি
Ahaldara distance from siliguri
অহলদারা থেকে শিলিগুড়ি এর দূরত্ব প্রায় ৪৩ কিমি