বিদ্যাং ভ্যালী | Bidyang Valley A Silent Valley Beside Reli River

ঘুরতে যাবেন ভাবছেন তবে দার্জিলিং বা গ্যাংটকে যা ভিড় তা দেখে ওইসব স্থানে যেতে মন চাইছে না, তবে আজকে আপনাদের জন্য একটি নির্জন অফবীট স্থান Bidyang Valley এর খোজ দেবো ।

এই Bdiyang Valley বা Bidhyang Valley গ্রামটি কালিম্পং এর একটি ছোটো অফবিট পাহাড়ি গ্রাম, যারা Offbeat Kalimpong Places এর খোজ করছেন তারা এই বিদ্যাং গ্রামটি ঘুরে দেখতে পারেন । কালিম্পং থেকে এই স্থানের দূরত্ব প্রায় ১৭ কিমি ।

প্রায় ৩০০০ ফিট উচ্চতায় অবস্থিত এই ছোটো পাহাড়ি উপত্যকাটি অসাধারন প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া , চারিদিকে পাহাড়ের দেওয়ালে ঘেরা ও সবুজ অরণ্যে মোড়া এই পাহাড়ি উপত্যকার মাঝ বরাবর বয়ে চলেছে রেলি নদী যার স্রোতের কুল কুল ধ্বনির আওয়াজে মুখরিত হয়ে ওঠে পুরো উপত্যকা ।

হমস্তের সামনে দিয়ে বয়ে চলেছে রেলি নদী ও এই নদীর উপড়েই তৈরি এক ঝুলন্ত ব্রিজ যা দেখেতে দারুন লাগে এই ব্রিজ এই পাহাড়ি উপত্যকার এক প্রান্তকে অপর প্রান্তর সাথে যুক্ত করছে ।এবং এই উপত্তকার মাঝেই রয়েছে এক পাহাড়ি ঝর্না ।

বিদ্যাং এমন এক পাহাড়ি উপত্যকা যেখানে পাবেন না কোন শহুরে কোলাহল , এই শান্ত পরিবেশে শুধু শুনতে পাবেন নদীর বয়ে চলা আওয়াজ ও তার সাথে পাখিদের মিষ্টি কুঞ্জন , ঘুম থেকে উঠে দেখতে পাবেন মেঘে মাখা পাহাড়, বয়ে চলা নদী, বিভিন্ন পাখি প্রজাপতি ও পাহাড়ি উপত্যকার এক মন ভোলানো দৃশ্য ।

অনুভব করতে পারবেন এক অবর্ণনীয় শান্তি যা আপনার বেস্ত জীবনের সমস্ত চিন্তা মন থেকে সরিয়ে ফেলবে । যারা পাহাড়ের লোকজনহীন শান্ত পরিবেশের খোজ করছেন যেখানে বসে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়, এমনি একটি স্থান হল এই বিদ্যাং । হাতে দু-এক দিন সময় থাকলে এখানে তা অনায়াসে কাটিয়ে যেতে পারেন ।

চলুন এবার দেখে নেই কীভাবে এখানে পউছাবেন ? কোথায় থাকবেন ? কত খরচ হবে কী কী ঘুরবেন ইত্যাদি ।

Where is Bidyang valley Located

এই বিদ্যাং ভ্যালী কালিম্পং শহর থেকে 17 কিমি দুরে অবস্থিত লোলেখাসমহল এর অন্তর্গত একটি ছোটো স্থান । NJP Station থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৮৮ কিমি ও শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ৮৩ কিমি ।

How to reach Bidyang valley | NJP to Bidyang car fare

বিদ্যাং পৌছনোর আপানরা শিলিগুড়ি /NJP Station/বাগদগ্রা থেকে সরাসরি গাড়ি ভাড়া করে ফেলতে পারেন , গাড়ি ভাড়া পরবে আনুমানিক ৩০০০-৪০০০ টাকা ও সময় লাগবে প্রায় ৩-৩.৫ ঘণ্টা । বড় গাড়ির ভাড়া একটু বেশি লাগবে , তবে ভাড়া করার পূর্বে দরদাম করে নেবেন ।

এছাড়াও যেখানে থাকবেন তার ওনারের সাথে কথা বলে আপনারা হমস্তে থেক সরাসরি গাড়ির বেবস্থা করে নিতে পারেন ।

কম খরচে পৌঁছতে গেলে আপনাদের প্রথমে সিলিগুরি থেকে কালিম্পং পৌঁছতে হবে শেয়ার গাড়ি বা বাস করে এক্ষেত্রে খরচ হতে পারে আনুমানিক ১৫০ টাকা এরপর কালিম্পং থেকে গাড়ি ভাড়া করে ফেলতে হবে বিদ্যাং এর জন্য এর জন্য খরচ পরবে আনুমানিক ১৫০০-২০০০ টাকা ।

Best Time to Visit Bidyang Valley

বছরের প্রায় যেকোনো দিন আপনি এখানে আসতে পারেন ,তবে বর্ষাকালে এলে একটু সাবধানতা অবলম্বন করবেন ।

Bidyang valley Homestay | Bidyang Homestay Conatct Number

এখানে থাকার জন্য আপনারা কোন হোটেল পাবেন না তবে এখানে থাকার জন্য আপনারা হমস্তে পেয়ে যাবেন । এখানের কিছু নাম করা হমস্তে হল Reli Riverside Homestay ও Bidyang Doon Valley nature retreat ।এই হমস্তেগুলি নদীর ধারে অবস্থিত এখান থেকে খুব সহজে নদীতে যেতে পারবেন । হমস্তের রুম থেকে এই ভ্যালীর ভালো ভিউ পাওয়া যায় ।

নিচে এই হমস্তে গুলির নাম্বার ও সেখানে থাকার আনুমানিক হিসাব দেওয়া হল আপনারা চাইলে এখানে রুম বুক করে থাকতে পারেন ।

Reli Riverside Homestay
cost : 1200/head
8670057310
Doon Valley Nature Retreat
Cost:1200-1500/head
7908154984
সময়সাপেক্ষে নাম্বার পরিবর্তন হতে পারে, ফলে বুকিং করার আগে জাচাই করে নেবেন ।

হমস্তের রুমগুলি সুন্দর ও গোছানো, যদিও হোটেল এর মতো রুম পাবেন না তবে অফবিট লোকেশান হিসেবে ভালো । হমস্তের খরচের মধ্যে আপনাদের থাকা খাওয়ার বেবস্থা আছে, তবে আপনারা চাইলে রাতের বেলা বারবিকু চিকেন ও বনফায়ার করতে পারেন তবে তার জন্য অতিরিক্ত টাকা দিতে হবে ।

Outdoor Activity to do in Bidyang Valley

এবার আসি এখানে আপনারা কি করবেন বা কীভাবে সময় কাটাবেন । স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য দারুন হওয়ায় এখানে সময় কখন কেটে যাবে তার টের পাবেন না ।

এখানে আপনারা যেসব কিছু করতে পারেন তা হল –

  • সমস্ত চিন্তামুক্ত হয়ে হমস্তের সামনে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন ।
  • হমস্তের সামনে রেলি নদী হাটতে হাটতে নদীর ধারে ঘুরে আসুন খুব ভালো লাগবে ।
  • নদীতে চাইলে স্নানও করে ফেলতে পারেন ।
  • দেখে নিন সুন্দর ঝুলন্ত ব্রিজটি ও সেখান থেকে দেখতে পাওয়া উপত্যকার দৃশ্য ।
  • এখানকার গ্রামের বাসিন্দাদের মুল জীবিকা চাষ করা , তাই এখানে বিভিন্ন শাক-সব্জির বাগান দেখতে পাবেন এগুলি ঘুরে দেখতে পারেন ।
  • এই উপত্যকার থেকে সামান্য দুরে আছে এক পাহাড়ি ঝর্না ঘুরে আসুন সেখান থেকে ।
  • সন্ধের সময় বারবিকু চিকেন ও বনফায়ারের সাথে বন্ধুরা বা পরিবারের সদস্যরা মিলিত হয়ে আড্ডা দিন ।

Bidyang Valley Sightseeing

এই বিদ্যাং ভ্যালী থেকে দিনের ট্যুরে আশেপাশের কিছু স্থান ও ঘুরে আসতে পারেন যেমন –

  • Kaffer Gaon: বিদ্যাং থেকে কাফের গাঁও এর দূরত্ব মাত্র ১৩ কিমি , কালিম্পং এর অফবিট এই স্থানটি খুব সহজেই এখান থেকে ঘোরা যায় ।
  • Icche Gaon: কালিম্পং এর অপর একটি সুন্দর গ্রাম ইচ্ছে গাঁও এখান থেকে বেশি দুরে নয় , এই স্থানটিও ঘুরে দেখতে পারেন ।
  • Delo Park : কালিম্পং এর ডেলো পার্ক এর দূরত্ব এখান থেকে প্রায় ২৩ কিমি দুরে অবস্থিত চাইলে এই স্থান থেকে ঘুরে আসতে পারেন ।
  • kalimpong : কালিম্পং থেকে এই থানের দূরত্ব প্রায় ১৮ কিমি তাই চাইলেই এখান থেকে কালিম্পং শহর খুব সহজে ফেলতে পারেন ।

এছাড়াও এখান থেকে লাভা,রিসপ, কোলাখাম ,ছাঙ্গে ফলস ইত্যাদি স্থানগুলিও ঘুর দেখতে পারেন ।

Frequently Asked Questions

Bidyang to Njp distance ?

বিদ্যাং থেকে এনজেপি এর দূরত্ব প্রায় ৮৮ কিমি ।

Bidyang to Darjeeling distance ?

বিদ্যাং থেকে দারজীলিং এর দূরত্ব প্রায় ৬৮ কিমি ।

আশা করি আপনাদের বিদ্যাং সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে , আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেননা ও কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ।

Leave a Comment