বিজনবারি | Bijanbari Tour Plan In Bengali, Bamboo Resort Atv, Baasbari

দার্জিলিং শহরের কাছাকাছি একটি Offbeat স্থান হল বিজনবাড়ী(Bijanbari) যার উচ্চতা প্রায় ২৫০০ ফিট ,আজকে এই ব্লগে আমরা বিজনবাড়ী ভ্রমন(Bijanbari Tour Plan) সম্পর্কে আলোচনা করব ।

দার্জিলিং থেকে মাত্র ৩০ কিমি দূরে এই ছোট পাহাড়ি গ্রামটি অবস্থিত , চারিদিকে সবুজে ঘেরা এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্য নিতান্তই দারুন, উচু উচু পাহাড়ের গায়ে যেন সবুজ চাদরের মতো জড়িয়ে আছে চা গাছের বাগান , এছাড়াও পাখিদের কুঞ্জন , নদির বয়ে চলা জলের কলকল আওয়াজ চারিদিকে নিস্তব্ধতা সব মিলিয়ে এক মনরম পরিবেশ যা মনে প্রশান্তি এনে দেয় ।

পাহাড়ে তো অবশ্যই হোটেল বা হমস্তে তে কখনো থেকেছেন, কিন্তু বাঁশ দিয়ে তৈরি কটেজে কী থেকেছেন কোন দিন ? যদি না থেকে থাকেন তবে তা পেয়ে যাবেন এই বিজনবাড়ীতে, বাঁশের তৈরি কটেজে রাত কাটানোর অভিজ্ঞতা ও ভোরবেলা অজানা পাখির কুঞ্জনে ও বয়ে চলা নদির আওয়াজে ঘুম ভাঙ্গা সব মিলিয়ে এক আলাদা অনুভুতির সৃষ্টি করবে।

বিজনবাড়ীতে থাকার জন্য পেয়ে যাবেন কিছু রিসোর্ট যার কটেজের রুমগুলি মুলত তৈরি বাঁশ দিয়ে এবং এই কটেজের পাশদিয়ে বয়ে চলেছে ছোট রঙ্গিত নদি, কটেজের বাল্কনিতে মিষ্টি রোদে বসে হাতে চায়ের কাপ নিয়ে চুমুক দিতে দিতে ও পাহাড়ি নদির স্রোত ও কলকল আওয়াজ শুনতে শুনতে অনায়াসে সময় কেটে যাবে।

এই বিজনবাড়ীরতে বা তার আশেপাশে ঘোরার মতো তেমন কিছু নেই, যারা শুধু মাত্র প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে চান ও পাহাড়ে কিছু দিন চিন্তামুক্ত হয়ে পরিবারের সাথে বা বন্ধুবান্ধবদের সাথে সময় কাটাতে চান তাদের কাছে এই বিজনবাড়ী স্থানটি একটি আদর্শ স্থান হতে উঠতে পারে।

Bijanbari Distance From Siliguri/Njp Station

Siliguri to Bijanbari Distance ৮৬ কিমি পরবে হিলকার্ট রোড ধরে এগোলে এবং NJP Station To BijanBari Distance পরবে প্রায় ৯৭ কিমি হিলকার্ট রোড দিয় গেলে।

Bijanabri Distance From Darjeeling

Darjeling to Bijanbari Distance প্রায় ২৫ কিমি।

How to Reach Bijanbari

বিজনবাড়ী পৌঁছানর জন্য আপনারা Siiliguri Bus stand বা NJP Junction থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন বিজনবাড়ী । ছোট গাড়ি ভাড়া নেবে প্রায় ২৫০০-৩০০০ টাকা ও বড় গাড়ি ভাড়া পরবে প্রায় ৩৫০০-৪০০০ টাকা ।

আপানরা চাইলে শেয়ার গাড়ি করেউ বিজনবাড়ী আসতে পারেন এক্ষেত্রে শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে বা দার্জিলিং মোড় থেকে দার্জিলিং গামী গাড়ি চেপে দার্জিলিং পৌঁছান তারপর দার্জিলিং স্ট্যান্ড থেকে বিজনবাড়ী গামী গাড়িতে উঠে পরুন , শেয়ার গাড়িতে এলে আনুমানিক ভাড়া পরবে ৩০০-৫০০ টাকা প্রতিজন।

এছাড়াও বিজনবাড়ীতে যেখানে থাকবেন তার ওনারকে বললে তিনি গাড়ীর বেবস্থা করে দিবে।

আরও দেখুন –

Bijanbari Homestay Number | Bijanbari Bamboo Resort

প্রথমেই বলেছি বিজনবাড়ীতে থাকার জন্য কোন হোটেল পাবেননা তবে এখানে থাকার জন্য পেয়ে যাবেন রিসোর্ট যেগুলির আতিথেওতা কোন Homestay থেকে কম নয় । এখানে বিজনবাড়ির কিছু রিসোর্ট ও তাদের contact Number দেওয়া হল।

Relling Rangit River Resort

বিজনবাড়ীতে থাকার জন্য এই রেলিং রঙ্গিত রিসোর্টটি দেখতে পারেন , এই রিসোর্টটির কিছু রুম ছোট রঙ্গিত নদির ধারে বানানো সেই সব রুমের বারান্দা থেকে বসে বসে রঙ্গিত নদির অনন্তহিন প্রবাহ ও কলতান শুনতে পাবেন। ও কিছু রুম নদি থেকে একটু দূরে বানানো । এছাড়াও এই রিসোর্টে পেয়ে যাবেন একটি বড় আকারের Swiming Pool যেখানে স্নান করতে করতে প্রকৃতি উপভোগ করতে পারেবেন।

এই রিসোর্টে পেয়ে যাবেন বাঁশদিয়ে বানানো কটেজ যেখানে থাকার আলাদা অনুভুতি এনে দিবে, এছাড়াও এই রিসোর্টের নিজস্ব ফার্ম আছে যেখান থেকে উৎপন্ন ষাঁড় মুক্ত সাক-সব্জি আপনাদের খাওয়ানো হয়। এছাড়াও Barbique & Bonfire এর বেবস্থা আছে। এই রিসোর্টের নিজস্ব ফার্মে Trout মাছের চাষ হয়, এই Trout মাছ খেয়ে দেখতে পারেন।

Contact Number : 9800315340/6294168549

এখানে রুম ভাড়া পরবে ১৫০০ টাকা প্রতিজন, যার মধ্যে তিন বেলা খাওয়া ও সন্ধেবেলা Sancks Include থাকবে। এছাড়া Barbique & Bonfire করতে গেলে তার জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে যা প্রায় ৮০০ টাকার মত পরবে।

Bamboo Resort & Atv Park

বিজানবাড়ির আর একটি রিসোর্ট হল বাম্বু রিসোর্ট , নাম শুনেই বোঝা যায় যে এই রিসোর্টটি ও গড়ে উঠেছে বাঁশ দিয়ে এখান কার কটেজগুলিও সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি ,এবং এই রিসোর্টটিরও অবস্থান রঙ্গিত নদির ধারে ও এখানেও রিসোর্টের ভেতোরে Swiming Pool পেয়ে যাবেন।

এসব ছাড়া এই রিসোর্টের অন্য আকর্ষণ হল এখানে আপানরা পেয়ে যাবেন ATV Bike , রিসোর্টের মধ্যে ATV Bike চালিয়ে আপনারা মজা নিতে পারবেন।

Contact Number : 8597759361/8588827280

এই রিসোর্টের কটেজের ভাড়া পরবে প্রায় ১৫০০-১৮০০ টাকা প্রতিজন, যার মধ্যে তিন বেলার খাওয়া এবং চা ও Sancks Include থাকবে।

Baashbari ( Bamboo Retreat)

বাকি সব রিসোর্ট গুলির মতো এখানেউ বাঁশের তৈরি কটেজ পাবেন , কিন্তু এই কটেজের মুল বৈশিষ্ট্য হল যে এই বাঁশের কটেজটি পাহাড়ের ঢালে তৈরি একটি Hanging Bamboo কটেজ ,যার বারান্দা থেকে প্রকৃতির দৃশ্য দুর্দান্ত লাগে।

জনমানবহীন পাহাড়ি জঙ্গলের মাঝে এই ঝুলন্ত বাঁশের কটেজটিতে রাত কাটানোর অভিজ্ঞতা এক আলাদা রোমাঞ্চ সৃষ্টি করে ।

এছাড়াও এখানে Tent এ থাকার বেবস্থা আছে , চাইলে আপনারা সেখানেউ থাকতে পারেন।

Conatct Number : 9932240537

এই রিসোর্টের কটেজের ভাড়া পরবে প্রায় ১৫০০-১৮০০ টাকা প্রতিজন, যার মধ্যে তিন বেলার খাওয়া এবং চা ও Sancks Include থাকবে।

Bijanbari Sightseeing | Binajbari Outdoor Activity

প্রকৃতপক্ষে বিজনববাড়ীর আশেপাশে ঘোরার মতো তেমন কিছু নেই , যারা শুধু মাত্র পাহাড়ে কিছু সময় নিরিবিলতে কাটাতে চান তাদের কাছে এই স্থানটি শ্রেয় হতে পারে। তবে এখানে আপনাদের সময় কিভাবে কেটে যাবে তার টের পাবেননা। এখানে সময় কাটানোর জন্য যেগুলি করতে পারেন…

  • নদীর ধারে বসে হাতে চায়ের কাপ নিয়ে চুমুক দিতে দিতে নদির অবিরাম সুনুনবয়ে যাওয়া জলের কলকল আওয়াজ শুনতে পারেন।
  • চাইলে এই নদিতে স্নান ও শেরে নিতে পারেন।
  • রিসোর্ট এর ফার্মে ঘুরে তাদের উৎপাদিত সাক-সব্জি দেখত পারেন।
  • Swiming pool সাতার কেটে সময় কাতান।
  • রিসোর্টের আশেপাশে হেটে ঘুরে দেখতে পারেন।

অবশেষে বলা যায় প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য ও চিন্তামুক্ত হয়ে পরিবারের বা প্রিয়জনদের সাথে কয়েকটা উপভোগ করার জন্য বিনাবাড়ীকে একটি আদর্শ স্থান হিসেবে বেছে নিতে পারেন।

আশাকরি উপরে দেওয়া তথ্য আপনাদের কাজে লাগবে , আর্টিকেলটি ভালো লেগে থাকে নিজেদের প্রিয়জন ও বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেননা।

Leave a Comment