চারখোল | Charkhole (Kalimpong) New Offbeat Destination

উত্তরবঙ্গের Offbeat Destination গুলির মধ্যে একটি স্থান হল এই Charkhole, কালিম্পং থেকে মাত্র ৩০ কিমি দুরে অবস্থিত এই স্থানটি,আজকে এই চারখোল সম্পর্কে আলোচনা করবো কিভাবে এখানে যাবেন ? কোথায় থাকবেন ? কি দেখবেন ? ইত্যাদি ।

উত্তরবঙ্গে পাহাড়ে ঘুরতে গেলে প্রথমে যে নামটি মনে আসে সেটা হল দারজীলিং, তবে দারজীলিং এর বাইরে যে অপূর্ব ছোটো ছোটো স্থানগুলি আছে তাদের নাম ও অবস্থান না জানা থাকার জন্য অনেকে এই সমস্ত স্থানগুলি ঘুরে দেখতে পারেন না । আজকে এমনি এক ছোটো নিরিবিলি পাহাড়ি গ্রাম চারখোল সম্পর্কে আলোচনা করবো ।

প্রকৃতির কোলে গড়ে ওঠা শান্ত ও নিরিবিলি একটি ছোটো পাহাড়ি গ্রাম এই চারখোল,সুমদ্রপৃষ্ঠ এই স্থানের উচ্চতা প্রায় ৫৫০০ ফিট । যারা Kalimpong Offbeat Places এর খোজ করছেন তারা এই স্থানটি ঘুরে দেখতে পারেন, কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব প্রায় ৩০ কিমি ও লোলেগাঁও থেকে দূরত্ব প্রায় ১৫ কিমি ।

যারা প্রকৃতি প্রেমি তাদের কাছে এই স্থানটি ভালো লাগবে কারন এখানকার দূষণমুক্ত পরিবেশ, নিস্তব্ধতা, পাহাড়ি উপত্যকার অসাধারন ভিউ , নানা পাহাড়ি পাখি ও ফুল,কোলাহল মুক্ত পাহাড়ি গ্রাম এসব আপনাদের আকৃষ্ট করবে ।

এই চারখোল বিখ্যাত এখান থেকে দেখতে পাওয়া কাঞ্চঞ্জঘার অপরুপ ১৮০ ডিগ্রি ভিউ ও সূর্যোদয় এবং সুরজয়াস্তের জন্য , এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আপনারা দেখতে পাবেন ।

যারা নিরিবিলি প্রকৃতি খুজছেন যেখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে সময় কাটাতে কোন ক্লান্তিবোধ অনুভব করবেননা এমনি একটি স্থান হল এই চারখোল । যারা দৌরঝাপ এর জীবন থেকে কিছুটা মুক্তি পেতে এমন কোথাও ঘুরতে যেতে চান যেখানে কোন রকম চিন্তা আপনার মনে থাকবেনা,শান্তিতে দু-এক দিন কাটাতে পারবেন তাদের কাছে এই স্থানটি আদর্শ ।

Where is Charkhole Located ?

চারখোল কালিম্পং শহর থেকে মাত্র ৩০ কিমি দুরে ও সিলিগুরি ও এনজেপি থেকে প্রায় ৭০ কিমি দুরে অবস্থিত ।

How to Reach Charkhole

চারখোল আশার জন্য আপনারা শিলিগুড়ি বা এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন যা আপনাকে ৩-৩.৫ ঘণ্টার মধ্যে সেখানে পৌঁছে দিবে এই যাত্রা পথের রাস্তা হবে siliguri>sevok>kalijhora>testa hydro project > charkhole

এছাড়াও আপনারা শিলিগুড়ি বা এনজেপি থেকে কালিম্পং পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে ফেলতে পারেন চারখোলের জন্য বা শেয়ার গাড়ি করে চলে আসতে পারেন এখানে ।

NJP to Charkhole Car Fare

শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকর চারখলের জন্য ছোটো গাড়ির ভাড়া পরবে আনুমানিক ৩৫০০-৪০০০ টাকা (সময় সাপেক্ষে ভাড়া কমবেশি হতে পারে ),গাড়ি ভাড়া করার পূর্বে দরদাম করে নেবেন ।

Best Time to visit Charkhole

বছরের যেকোনো দিন আপনি এখানে আসতে পারেন , তবে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিও পাওার জন্য October-April এই সময় আপনারা এখানে আসতে পারেন।

আরও দেখুনঃ

Charkhole Homestay Number | Charkhole Hotels | Charkhole Resort

এবার আসি চারখোলে থাকার বেপারে, চারখোলে থাকার জন্য এখানে আপনারা অনেক Homestay, Resort এসব পেয়ে যাবেন ।এদের মাঝে কিছু বিখ্যাত নাম হল যেমন Charkhole Blue Pine Retreat, charkhole kanchen resort ইত্যাদি । নিচে এমনি কিছু হমস্তের নাম ও নাম্বার দেওয়া হল আপনারা চাইলে এখানে থাকতে পারেন।

Charkhole Blue Pine Retreat | Charkhole resort
Cost:1600-2000/head
094324 06006
Parijat Homestay
Cost:1200/head
7076872964/8900536053
Window View Homestay
Cost:100-1400/head
9476361583
*উপরে দেওয়া নাম্বারে ফোন করে জাচাই করে নেবেন,সময় সাপেক্ষ নাম্বার পরিবর্তন হতে পারে ।

উপরে দেওয়া হমস্তের খরচের মধ্যে থাকা ও খাওয়া অন্তর্ভুক্ত থাকবে, এছাড়াও আপনারা রাতে বনফায়ার ও বারবিকু চিকেন এর স্বাদ ও গ্রহন করতে পারেন তবে তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে ।

What to see in Charkhole

কী কী দেখেবন এখানে ? , এখানে দেখার মতো আছে প্রাকৃতিক পরিবেশ ও তার সৌন্দর্য ও তার সাথে নানা প্রজাতির পাখি, বিভিন্ন ফুল এসব তাছাড়া এখানে দেখার মতো বিশেষ কিছু নেই । যারা প্রকৃতি প্রেমি তাদের কাছে এই স্থানটি অবশ্যই ভালো লাগবে । এই চারখোল গ্রামে আপনারা যেসব কিছু দেখতে ও করতে পারেন তাহল…

  • সকালে ঘুম থেকে উঠে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ ও সূর্যোদয় উপভোগ করুন ।
  • গ্রামটিকে পায়ে হেটে ঘুরে দেখুন ।
  • এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাওয়া যায় তা আপনারা দেখতে পারেন ।
  • গ্রামের লোকেদের প্রধান জীবিকা জৈব চাষ দেখতে পারেন।

Charkhole Sightseeing

এই স্থানের আশেপাশে ঘুরে দেখার মতো অনেক স্থান আপনারা পেয়ে যাবেন যেমন…

  • Pabong: চারখোল থেকে মাত্র ৩ কিমি দুরত্তে অবস্থিতি এই ছোটো গ্রাম পাবং আপনারা ঘুর দেখতে পারেন । এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাবেন ।
  • Lolegaon: চারখোল থেকে মাত্র ১৫ কিমি দুরে অবস্থিত লোলেগাঁও ঘুরে দেখতে পারেন এখানে কানপি ওয়াল্ক এ হাটতে পারেন।
  • Kaffer Gaon: কালিম্পং এর অপর একটি সুন্দর অফবিট স্থান কাফের গাঁও এখান থেকে বেই দূর নয় এই স্থানটিও ঘুরে দেখতে পারেন।
  • Lava & Rishop : কালিম্পং এর খুব পরিচিত এই লাভা ও রিশপ এখান থেকে প্রায় ৪০ কিমি দুরে অবস্থিত এই স্থানগুলিও ঘুরে দেখতে পারেন ।
  • Kolakham & Changey Falls: লাভা ও রিসপ এর পাশাপাশি এই স্থানগুলি ঘুরে দেখে নিতে পারেন।
  • Kalimpong town : কালিম্পং শহর এখান থেকে প্রায় ৩০ কিমি দুরে অবস্থিত চাইলে খান থেকেও ঘুরে আসতে পারেন ।

Frequently Asked Questions

Charkhole Height ?

চারখোলের উচ্চতা প্রায় ৫৫০০ ফিট

Njp to Charkhole Distance ?

Njp থেকে চারখোলের দূরত্ব প্রায় ৭৩ কিমি

charkhole to lolegaon distance ?

চারখোল থেকে ললেগাও এর গাড়িপথে দূরত্ব ৩৫ কিমি

charkhole to darjeeling distance

চারখোল থেকে দারজীলিং এর গাড়িপথে দূরত্ব ৬৯ কিমি

charkhole to kolakham distance

চারখোল থেকে কোলাখাম এর গাড়িপথে দূরত্ব ৫৯ কিমি

charkhole to sitong distance

চারখোল থেকে সিটং এর গাড়িপথে দূরত্ব ৯০ কিমি

আশা করি আপনাদের এই আর্টিকেলটি ভালো লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে , আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।

আরও কিছু অফবিট স্থানঃ

Leave a Comment