ভূটান বর্ডারের কাছে একটি ছোটো অচেনা গ্রাম হল Chisang , ডুয়ার্স এর অফবিট স্থান গুলির মধ্যে একটি স্থান হল এই চিসাং । অফবিট হওয়ায় এখানে তেমন পর্যটকদের ভিড় নেই ফলে যারা পাহাড়ে একদম শান্ত নিরিবিলি স্থান খুজছেন তাদের কাছে এই স্থানটি আদর্শ হতে পারে ।

এই স্থানে জনবসতি ও খুব বেশি না হওয়ায় এখানে প্রকৃতিকে নিজস্ব ছন্দে পাওয়া যায় । দূষণহীন শান্ত নিরিবিলি এক সুন্দর পরিবেশ এখানে , প্রকৃতির কোলে গড়ে উঠেছে এই সুন্দর গ্রামটি । এখানে এলে নিজেকে প্রক্রিত খুব কাছে অনুভব করতে পারবেন ।
এই চিসাং গ্রামের মুল আকর্ষণ হল এখানকার অসাধারন সৌন্দর্য , সামনে ভুটানের পাহাড় ও দুরে বরফে ঢাকা পাহাড়ের দেখা মিলে এখান থেকে ।
ভূটান বর্ডারের কাছে অবস্থিত হওয়ায় এখান থেকে ভুটানের পাহাড় এমনকি ভুটানের গ্রাম তেন্দু দেখা যায় ও ভুটানের মিলিটারি ক্যাম্প ও দেখা যায় । এছাড়াও এখন থেকে দেখা যায় ডকালাম(চিন ও ভুটানের সীমা ) এছাড়াও দুরে সিকিমের নাথুলা পর্বতশৃঙ্খলার বরফ ঢাকা পাহাড় ও এখান থেকে দেখা যায় ।

নানা রকম হিয়ামালায়ান পাখিদের ও দেখা মিলে এই স্থানে । তোদে-টাংতা এর মতো সেই স্থানেও দেখতে পাবেন এলাচ গাছের চাষ ।
নববিবাহিত দম্পতিদের জন্য সাথের সময় কাটানোর জন্য এক আদর্শ স্থান হতে পারে এই চিসাং । শান্ত প্রকৃতির মাঝে প্রিয়জনদের সাথে খুব ভালো সময় কাটবে এখানে ।
Where is Chisang Located
এই চিসাং ইন্ডিয়া-ভূটান সিমান্তে লাগোয়া একটি গ্রাম , ডুয়ার্স এর বিন্দু থেকে এই স্থানের দূরত্ব প্রায় ১৮ কিমি । শিলিগুড়ি ও এনজেপি জংশন থেকে এই স্থানের দূরত্ব প্রায় ১১০ কিমি ।
How to Reach Chisang
শিলিগুড়ি বা এনজেপি জংশন থেকে চিসাং পৌছনোর জন্য সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন চিসাং এর জন্য ভাড়া পরবে প্রায় ৪০০০-৫০০০ টাকা । বা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে চালসা ও সেখান থেকে অন্য গাড়ি করে চিসাং পৌঁছন , চিসাং পর্যন্ত যাওয়ার সরাসরি শেয়ার গাড়ি পাবেন না ।
চিসাং থেকে সব থেকে কাছের রেল স্টেশন হল নিউ মাল জংশন, সেখান থেকে চিসাং এর দূরত্ব প্রায় ৫৫ কিমি । এই নিউ মাল জংশন থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন চিসাং এ ।
Best Time to visit Chisang
বছরের যেকোনো দিন চিসাং এ আসতে পারেন , তবে পরিস্কার আকাশ, ভুটানের পাহাড়ের ভিউ ও দুরে নাথুলা পাহাড়ের বরফ ঢাকা ভিউ পেতে নভেম্বার-এপ্রিল এই সময় আসতে পারেন ।
Chisang Homestay Number | Wildwood Homestay Chisang
চিসাং এ থাকার জন্য খুব বেশি হমস্টে নেই, এখানে থাকার জন্য দুটি হমস্টে পেয়ে যাবেন । তবে এখানে যেটি বেশি খ্যাঁত সেটি হল এখানকার Chiasang Wildwood Retreat Homestay । এছাড়াও অপর হমস্টেটি হল Serene Acress Homestay । নিচে এই হমস্টে গুলির নাম্বার ও তাদের খরচ দেওয়া হল আপনারা এখানে ফোন করে হমস্টে বুক করে নিতে পারেন ।
Chiasang Wildwood Retreat Homestay Cost:1700-2300/head | 89003 70801 |
The Senere Acres Homestay Cost:1500/head | 09475217042 |
হমস্টে গুলি থেকে দারুন ভিউ পাওয়া যায় । হমস্টের খরচের মধ্যে সকাল থেকে রাতের খাওয়া ও চা সন্ধ্যের টিফিন শব অন্তর্ভুক্ত ।
Chisang Sighteeing
এবার আসি চিসাং বা তার আশেপাশে কী কী দেখতে পারেন বা সাইটসিন করতে পারেন …
- চিসাং এ হমস্টে রুম থেকে দারুন পাহাড়ের দারুন ভিউ পাওয়া যায় , হমস্টের রুম বা বালকনিতে বসে প্রিয়জনের সাথে প্রকৃতি দেখতে দেখতে একান্তে সময় কাটাতে পারেন।
- এখানকার ভিউ পয়েন্ট এ গিয়ে সেখান থেকে পাহাড়ের ভিউ উপভোগ করতে পারেন ।
- দাওয়াই খোলা নদীর ধারে ঘুরে আসতে পারেন সেখানে পিকনিক করতে পারেন ।
- চলে আসতে পারেন পার্শ্ববর্তী গ্রাম Todey-Tangta তে সেখানে অবস্থিত পুরনো মনাস্ত্রি ঘুরে দেখতে পারেন ।
- বিন্দু ঝালং দলগাঁও এই সব স্থানগুলিও ঘুরে দেখে নিতে পারেন এখান থেকে ।
Chisang to darjeeling distance ?
চিসাং থেকে দারজীলিং এর দূরত্ব প্রায় ১৪৭ কিমি ।
chisang to lataguri distance
চিসাং থেকে লাটাগুরি এর দূরত্ব প্রায় ৬৫ কিমি ।
chisang to njp distance
চিসাং থেকে এনজেপি জংশন এর দূরত্ব প্রায়সন ১০৮ কিমি ।
new mal junction to chisang distance
নিউ মাল জংশন থেকে চিসাং এর দূরত্ব ৫৫ কিমি ।
jhalong to chisang distance
ঝালং থেকে চিসাং এর দূরত্ব প্রায় ১৫ কিমি
chisang to malbazar distance
চিসাং থেকে মালবাজার এর দূরত্ব প্রায়সযার ৫৩ কিমি ।
আশা করি আপনাদের চিসাং সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লাগবে , যদি আর্টিকেলটি ভালো লাগে তবে প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করতে ও নিজেদের মতামত কমেন্টে লেখে জানাতে ভুলবেন না ।