চুইখিম | Chuikhim Kalimpong – An Untouched Place In North Bengal

উত্তরবঙ্গের পাহাড় প্রেমীদের কাছে আজ এক নতুন অফিবিট স্থান এর খোজ দিতে চলেছি, সেই স্থানটি হল Chuikhim( চুইখিম ) এই চুইখিম স্থানটি কালিম্পং পাহাড়ের দক্ষিন প্রান্তে অবস্থিত একটি ছোটো নিরবিলি গ্রাম ।হয়তো অনেকই এই স্থানটির নাম প্রথম শুনে থাকবেন কারন এই স্থানটি অন্যান্য পর্যটক স্থানগুলির মতো তেমন খ্যাত নয়।

Chuikhim kalimpong
Image Credit : Chuikhim Homestay

ফলে এখানে পাবেন একদম শান্ত নিরিবিলি পরিবেশ, সবুজে ঘেরা পাহাড়, পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসা সূর্যোদয় ও সাথে সূর্যাস্ত, চা বাগান ও দুর্দান্ত পাহাড়ের ভিউ । এই কালিম্পং এর এই ছোটো গ্রামটির উচ্চতা প্রায় ৩৫০০ ফিট এবং এই স্থানটির স্থানিয়দের বসবাসের সঙ্খাও খুব বেশি নয় , প্রায় ২০০-২৫০ টি পরিবার থাকে এই ছোটো গ্রামটিতে , যাদের বেশীরভাগ লোকের জীবিকা চাষ করা ।

এনজেপি স্টেশন ও শিলিগুড়ি থেকে চুইখিম এর দূরত্ব প্রায় ৬০ কিমি , ফলে যারা শিলিগুড়ির আশেপাশে পাহাড়ে নিরিবিলি তে সময় কাটানোর জন্য অফবিট স্থান খুজছেন তারা অবশ্যই এখানে একবার আসতে পারেন , এবং মন খুলে শান্ত নিরিবিলি পাহাড়ি পরিবেশে সময় কাটিয়ে ফেলতেই পারেন ।

Where Is Chuikhim Located | Chuikhim Location and Distance

শিলিগুড়ি থেকে প্রায় ৬০ কিমি দুরে Kalimpong এর পাহাড়ের দক্ষিন প্রান্তে অবস্থিত এই চুইখিম । Kalimpong শহর থেকে এই গ্রামের দূরত্ব প্রায় ৫০ কিমি ।

How to Reach Chiukhim North Bengal

এই চুইখিমে এ পৌছনোর জন্য আপনারা সরাসরি গাড়ি পাবেন না ফলে এখানে আসার জন্য আপনাদের শিলিগুড়ি থেকে বা এনজেপি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে , গাড়ি ভাড়া পরবে প্রায় ২০০০-৩০০০ টাকা । এই গ্রামে পৌঁছতে সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ।

এছাড়াও আপনারা নিউ মাল জংশন এ নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে ফেলতে পারেন , নিউ মাল জংশন থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৩০ কিমি , সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ও ভাড়া পরবে আনুমানিক ১৫০০-২০০০ টাকা ।

Where to Stay in Chuikhim Village | Chuikhim Homestay , Chuikhim Hotels

চুইখিম একটি অফবিট ছোটো গ্রাম ফলে এখানে থাকার জন্য হোটেল এর সুবিধা পাবেন না । এখানে স্থানীয়রা তাদের বাসভবন গুলি হমস্টে হিসেবে ব্যাবহার করে ফলে এখানে থাকার জন্য আপনারা হমস্টে পেয়ে যাবেন । নিচে কিছু হমস্টে এর নাম ও নাম্বার দেওয়া হল আপনারা এখানে বুক করে থাকতে পারবেন ।

Humro Home09733071716
Chukihim Homestay8509945575
Vailey View Homestay7031518397/9563664825

হমস্টে গুলির খরচ প্রায় ১০০০-১৫০০ টাকা যার মধ্যে তিন বেলার খাওয়া ও থাকার বেবস্থা থাকে ।

আর দেখুন – Lepchajagat Offbeat Darjeeling

What to See in Chukihim | Chuikhim Outdoor Activity

চুইখিম গ্রামটি তে ঘুরতে এলে এখানে দেখতে পাবেন এক অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পাহাড়ি গ্রামের পরিবেশ , সবুজ চা বাগান এই সব । এছাড়াও যারা পাখি প্রেমী তাদের তাদের কাছে এই স্থানটি ভালো লাগবে কারন এখানে দেখতে পাবেন নানা ধরনের বিভিন্ন প্রজাতির হিমালায়ান পাখি ও প্রজাপতি । এই সবে বাইরে এখানে দেখার মতো তেমন কিছু নেই ।

এছাড়াও এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য যা যা করতে পারেন তা হল …

  • সুন্দর এই গ্রামটি পায়ে হেটে ঘুরে দেখুন ।
  • পাখি দেখতে বেরতে পারেন ।
  • গ্রামের ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করুন ।
  • গ্রামের মধ্যে বয়ে চলা লিস নদীর ধারে ঘুরে আসুন ।
  • হমস্টে কাউকে সাথে নিয়ে পাহাড়ে জঙ্গলের মাঝে ছোটো একটা ট্রেক করে আসতে পারেন ।
  • এই স্থানের খুব কাছে অবস্থিত ইয়েলবং – উত্তরবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন এই সুন্দর স্থানটিও ঘুরে আসতে পারেন ।

Chuikhim Sightseeing

চুইখিম এর কাছাকাছি অবস্থিত কিছু স্থান আপানারা চাইলে ঘুরে দেখতে পারেন, যেমন-

  • Yelbong : উত্তরবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় এই ইয়েলবং কে , কারন এখানে পাহাড়ের মাঝে দিয়ে বয়ে যাওয়া নদী পাহাড়কে দুই ভাগে ভাগ করে একটি ক্যানিয়ন এর সৃষ্টি করেছে যা দেখতে অপূর্ব সুন্দর । এই স্থানটি শজেই এখান থেকে ঘুরে আসতে পারেন ।
  • Lava & Loleygaon , Charkhole , এই সমস্ত স্থানগুলি চুইখিম থেকে প্রায় ২৫-৩০ কিমি দুরে অবস্থিত আপনারা চাইলে এই সমস্ত স্থানগুলিও ঘুরে দেখতে পারেন ।

Best Time to visit Chuikhim Village

বছরের প্রায় সব দিন এখানে আসা যেতে পারে, তবে রাস্তার অবস্থা খুব ভালো না হওয়ায় বর্ষাকালে এখানে এলে একটু সাবধানতা অবলম্বন করতে হবে । October-April এই সময়ে আসতে পারেন ।

বন্ধুবান্ধব হোক বা পরিবার বা একাকি এই শান্ত নিরিবিলি পরিবেশ সময় কাটাতে যদি আপানাদের ভালো লাগে তবে অবশ্যই এখানে চলে আসতে পারেন এবং এক-দুদিন কাটিয়ে যেতে পারেন । যদি চুইখিম সম্পর্কে এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনাদের প্রিয়জনের মাঝে এটি শেয়ার করতে ভুলবেন না ।

Offbeat Kalimpong এর আর কিছু স্থান :

Leave a Comment