দারাগাঁও| Daragaon Kalimpong offbeat Village NearBarmek/Burmaik

কালিম্পং এ ঘুরতে যাওয়ার অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে আজকে তেমনি একটি Offbeat Kalimpong এর গ্রাম দারাগাঁও(Daragaon Kalimpong) যেটি অবস্থিত বারমেক এ (Barmek) এই সম্পর্কে আলোচনা করবো । কালিম্পং থেকে প্রায় ১৪ কিমি দুরে অবস্থিত এই গ্রাম উচ্চতা প্রায় ৪৮০০ ফিট । কালিম্পং এর কিছু পরিচিত অফবিট গ্রাম যেমন Icche Gaon , Ramdhura থেকে সামান্য দূরত্বে অবস্থিত এই স্থানটি ।

fikkalay gaon kanchonjungha view

স্থানিয় বাসিন্দাদের ভাষায় স্থানটিকে বারমেক বা বুরমেক(Burmaik) নামে ডেকে থাকে এই বারমেক এর নিচের দিকে অবস্থিত এই দারাগাঁও । শান্ত নিরিবিলি এই এই স্থানটির বৈশিষ্ট্ হল এখান থেকে একই ফ্রেমে দেখতে পাওয়া যায় অপরুপ সুন্দরী তিস্তা ও রাজকীয় কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্খলা যা দেখে আপনার মন আপ্লুত হয়ে যাবে, এছাড়াও এই স্থানের ৩৬০ ডিগ্রি পাহাড়ি ভিউ মন কারার মতো । অনেকেই এই স্থানটিকে ” Balcony Of Kanchenjunga ” বলে থাকে ।

এবং তারই সাথে শান্ত কোলাহল মুক্ত পাহাড়ি উপত্যকা ও অসাধারন সূর্যোদয় আপনার বিচলিত মনে শান্তির প্রভা এনে দিবে । এই স্থানের ভিউ পয়েন্ট থেকে পরিস্কার আকাশে এক সাথে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ি্‌, উপত্তকার মাঝ বরাবর বয়ে চলা তিস্তা নদী ও দুরে অবস্থিত সিকিম এর রংপ শহর,দারজীলিং ও দেখা যায় । যারা সিল্করুট ভ্রমন করতে যান তারা অবশ্যই এখানে একবার থেকে যেতে পারেন ।

where is Daragaon Located ? | Daragaon Location

এই দারাগাঁও কালিম্পং থেকে মাত্র ১৫ কিমি দুরে অবস্থিত , কালিম্পং থেকে মাত্র ৩০ মিনিট যাত্রাপথে এই স্থানে আপনি পৌঁছে যেতে পারেন । শিলিগুড়ি থেকে ইএ স্থানের দূরত্ব প্রায় ৮৩ কিমি ।

How to Reach Daragaon from Siliguri/NJP

শিলিগুড়ি থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৮৩ কিমি আপনারা শিলিগুড়ি থেকে বা এনজেপি স্টেশন থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন এই স্থানে পৌছনোর জন্য , গাড়ি ভাড়া পরবে আনুমানিক ৩৫০০ টাকা । অথবা আপানারা শেয়ার গাড়ি করে প্রথমে পৌঁছতে পারেন কালিম্পং এ তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে বা শেয়ার গাড়ি করে পৌঁছে যান দারাগাঁও ।

Best Time To Visit Daragaon

বছরের প্রায় সবকটি দিন এখানে আশা যায় তবে পাহাড়ের ভালো ভিউ পেতে ও কাঞ্চনজঙ্ঘার সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে october-february এই সময় এখানে আশা ভালো হবে ।

Daragaon Kalimpong Homestay | Daragaon Homestay number

দারাগাঁও তে থাকার জন্য অনেক হমস্টে পেয়ে যাবেন তাদের মধ্যে কিছু হমস্টের নাম্বার নিচে দেওয়া হল আপনারা এখানে ফোন করে রুম বুক করতে পারেন ।

Anumika Homestay9609916031
Ekta Homestay9830764503

হমস্টে গুলির খরচ প্রায় ১০০০-১৫০০ টাকা প্রতিজন , এবং এই খরচ এর মধ্যে আপনাদের তিনবেলার খাওয়া অন্তর্ভুক্ত ।

Daragaon Kalimpong sightseeing

দারাগাঁও ঘুরে দেখতে পারেন এখানকার ছোটো গামটি ও এখানে অবস্থিত মনাস্ট্রী, এছাড়াও এই স্থানের আশেপাশে ঘুরে দেখার মতো আছে …

  • Jalsa Banglow : দারাগাঁও থেকে সামান্য দুরে অবস্থিত এই ব্রিটিশদের তৈরি পুরনো জালসা বাংলো , ফলে আনায়াসে এখান থেকে ঘুরে আসতে পারেন ।
  • Ramdhura : কালিম্পং এর অফবিট স্থানগুলির মধ্যে একটি এই রামধুরা , দারাগাঁও থেকে সামান্য দুরত্তে অবস্থিত ।
  • Icche Gaon : কালিম্পং এর অপরুপ সুন্দরী গ্রামের মধ্যে একটি এই ইচ্ছে গাঁও এটিও সামান্য দুরত্তে অবস্থিত।
  • Sillery Gaon : এই স্থানটিও হাতের নাগালে , চাইলে এখান থেকেও আপনারা ঘুরে আসতে পারেন ।

Frequently Asked Question

Daragaon Kalimpong to NJP Distance ?

দারাগাঁও থেকে এনজেপি স্টেশন এর দূরত্ব প্রায় ৯০ কিমি ।

Daragaon Kalimpong to Rishikhola Distance ?

দারাগাঁও থেকে ঋষিখোলার দূরত্ব প্রায় ৩৮ কিমি ।

আশা করি আপনাদের দারাগাঁও সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লেগে থাকবে , ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করতে ভুলবেননা ।

Leave a Comment