ধোত্রে | Dhotrey Offbeat Darjeeling Place Near Sandakphu

যারা Sandakphu Trek করতে যান তাদের কাছে মানেভঞ্জন নামটি খুব পরিচিত কিন্তু Dhotrey নামটি হয়তো অনেকেই জানেন না, আজ Offbeat Darjeeling এর এই Dhotrey সম্পর্কে আমরা আলোচনা করবো।

Singalila National Park এর মধ্যে অবস্থিত এই স্থানটি Manebhanjan থেকে মাত্র ১৯ কিমি ও দারজীলিং থেকে মাত্র ১১ কিমি দুরে অবস্থিত। এই স্থানটির উচ্চতা প্রায় ৮৫৫০ ফিট যা দারজীলিং থেকে বেশি । সিঙ্গালিলা জাতিয় উদ্যানের মধ্যে অবস্থিত এই স্থানটি পর্যটকদের মধ্যে বেশি খ্যাত না হওয়ায় এখানে পাবেন এক শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশ।

পাইনের জংলে ঘেরা এই ধোত্রের মুল আকর্ষণ হল এখান থেকে দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্য যা পর্যটকদের মনে দাগ কেটে যাবে । তাছাড়াও এখানকার শান্ত স্নিগ্ধ একাকি পরিবেশ, পাখিদের ডাক, নানা রকম ফুল যেমন rododendron, magnolia প্রভৃতি ফুলের সম্ভার ও এখানকার বাড়তি আকর্ষণ। এছাড়াও সিঙ্গালিলা জাতিয় উদ্যানে নানা পউ পাখিদের বাস যেমন Red panda,Lepard প্রভৃতি ভাগ্যে থাকলে এগুলো দেখা মিলতে পারে।যারা পাহাড়ে শান্ত পরিবেশ তার সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে চান তারা সময় বের করে এখানে চলে আসতেই পারেন ।

Sandakphu Trek করার পূর্বে মানেভঞ্জনে না থেকে এখানে থেকে যেতে পারেন, এখানে থেকে পাহাড়ের উচ্চতার সাথে নিজের শরীরকে মানিয়ে নিয়ে পরে এখান থেকে সান্দাকফুর উদ্দেশে ট্রেক শুরু করতে পারেন। এই ধোত্রে থেকে পাহাড়ি পথে ট্রেক করে Tonglu পৌছতে দূরত্ব অতিক্রম করতে হয় মাত্র ৭ কিমি ফলে এখান থেকে ট্রেক করে খুব সহজেই টংলু থেকে ঘুরে আসতে পারবেন ।

ধোত্রের উচ্চতা অনেক হওয়ায় এখানে প্রায় সারা বছর শীত থাকে,গ্রীষ্মকালে সমতলে প্রচণ্ড গরম থেকে বাচতে ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চলে আসতে পারেন এখানে । শীতকালে এখানে আসলে দেখতে পাবেন বরফের চাদরে ঢাকা ধোত্রে ।

Dhotrey Distance From Siliguri | NJP | Bagdogra

  • Dhotrey to Siliguri distance is 94 km
  • Dhotrey to Siliguri distance is 104 km
  • Dhotrey to Siliguri distance is 100 km

How to Reach Dhotrey

ধোত্রে আসার জন্য শিলিগুড়ি,এনজেপি বা বাগদরগা থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন, গাড়ি ভাড়া পরবে প্রায় ৪০০০-৫০০০ টাকা এবং সময় লাগবে ৪-৫ ঘণ্টা ।

কম খরচে আসতে চাইলে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে চলে আসুন ঘুম পর্যন্ত এবং সেখান থেকে সুখিয়া হয়ে মানেভঞ্জন, মানেভঞ্জন থকে গাড়ি ভাড়া করে চলে আসুন ধোত্রেতে ।

আরও দেখুনঃ

Best Time to visit Dhotrey

ধোত্রে আসার ভালো সময় হল October- december এই সময় আকাশ পরিস্কার থাকে এবং কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে ভিউ পাওয়া যায় । january-february সময় আসলে দেখতে পাবেন বরফের চাদরে মোড়া এক অন্য রুপ,এছাড়া march-may সময় আসলে এখানে দেখতে পাবেন নানা ধরেন ফুল ও অর্কিড এর সমাহার্‌। প্রায় সারা বছর এখানে আসা যায় ।

Hotels In Dhotrey | Dhotrey Homestay Conact Number

ধোত্রেতে সেভাবে হোটেল এখন গড়ে ওঠেনি, তবে এখানে থাকার জন্য কিছু হমস্তে পেয়ে যাবেন জেমন Sherpa Homestay , Padma Homestay প্রভৃতি , এই সমস্ত হমস্তে গুলির আতিথেয়তা খুব ভালো ও হমস্তে গুলির রুম পরিস্কার পরিচ্ছন্ন। হমস্তের ঘর থেকে ও Balcony থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ও সামনের সবুজে ঘেরা পাহাড়ি উপত্যকা খুব ভালো দেখা যায় । সকালে পাখিদের মিষ্টি কুঞ্জনে ঘুম ভেঙ্গে সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে । হমস্তে গুলিতে Dormitory room এর বেবস্থাও আছে যারা গ্রুপে ট্রেকিং করতে যান তারা এই সমস্ত রুমেও থাকতে পারেন । নিচে কিছু হমস্তের নাম ও ফোন নাম্বার দেওয়া হল ।

Padma Homestay Dhotrey8768873121/800186370
Sherpa Homestay Dhotrey9476386379/9733048579
Green Valley Homestay6294719353
Orchid Dell Homestay99330 43051

Homestay গুলির খরচ প্রায় ৮০০-১৪০০ টাকার মধ্যে এবং এই খরচ এর মধ্যে Fooding & Lodging Included থাকে ।

Dhotrey Sightseeing | What to see in Dhotrey

যারা প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে চান কোন রকম বেস্ততা ছাড়া তাদের কাছে এই ধোত্রে একটি আদর্শ স্থান হতে পারে। হাতের কাছে এমন সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ছেড়ে কোথাও যেতে মন চাইবে না। তবুও যাদের ইচ্ছে একটি নতুন স্থানকে ঘুরে আবিস্কার করা তারা যা যা করতে পারেন ধত্রেতে তা হল…

  • গ্রামটিকে ভালো মতো ঘুরে দেখতে পারেন ।
  • ধোত্রের পুরনো বুদ্ধ Monasteri ঘুরে দেখতে পারেন ।
  • যারা Sandakphu trek করবেন তারা এখানে treking এ যাওয়ার আগে Practice করে নিতে পারেন ।
  • জঙ্গলের রাস্তা ধরে ৭ কিমি ট্রেক করে পৌঁছে যেতে পারেন টংলুতে ।
  • স্থানিয় মন্দির ঘুরে দেখতে পারেন।
  • এখানের ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা ও বিভিন্ন দৃশ্য দেখে নিতে পারেন।

এছাড়াও এখান থেকে ঘুরে আসতে পারেন কিছু স্থান যেমন…

  • Sandakphu : পশ্চিমবঙ্গের উচুতম স্থান এই সান্দাকফু যেখান থেক একদম হাতের নাগালে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘাকে, তাছাড়াও Mount everest , Makalu , Lodse ও হিমালয় পর্বত শৃঙ্খলার ৩৬০ ডিগ্রি ভিউ । ধোত্রে থেকে ট্রেক করে বা ল্যান্ডরভার করে এখান থেকে ঘুরে আসতে পারেন ।
  • Tumling : সান্দকাফু যাওয়ার পথে পরবে এই Tumling যা নেপালের একটি গ্রাম, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভালো দৃশ্য দেখতে পাওয়া যায়,চাইলে আপানরা এখানে থেকেও যেতে পারেন।
  • Tonglu : সান্দাকফু যাত্রা পথে এই গ্রামটিও দেখতে পারেন , এই টংলু গ্রামের কথা আগেউ বলা হয়েছে ধোত্রে থেকে মাত্র ৭ কিমি জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে পৌঁছে যেতে পারেন ।
  • Shrikhola : Sandakphu trek মুলত যেখানে শেষ হয় সেই শ্রীখোলা গ্রাম এখান থেকে খুব দুরে নয়, এখান থেকে শ্রীখোলাও ঘুরে দেখে নিতে পারেন।

Frquently asked Questions

Dhotrey to tonglu trek distance ?

ধোত্রে থেকে টংলু ট্রেক দূরত্ব প্রায় ৭ কিমি

Dhotrey to tumling trek distance ?

ধোত্রে থেকে tumling ট্রেক দূরত্ব প্রায় ১০ কিমি

Dhotrey to sandakphu trek distance

ধোত্রে থেকে sandakphu ট্রেক দূরত্ব প্রায় ১৯ কিমি

Dhotrey to manebhanjan distance

ধোত্রে থেকে মানেভঞ্জন এর দূরত্ব প্রায় ১৯ কিমি

আশা করি আপনাদের এই আরতিকেলতি ভালো লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে , যদি আর্টিকেল ভালো লাগে তবে অবশ্যই প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মন্তব্য কমেন্ট করে জানাবেন।

Leave a Comment