Essential Travel Accessories

আপনি কী পাহাড়ে অফবিট লোকেশান এ ঘুরতে জেতে চাইছেন ? যেহেতু পাহাড়ের অফবিট লোকেশান গুলি মুক্ষ জনবসতি থেকে কিছুটা দুরে হয় ফলে এখানে সাধারণত সেরকম সুযোগ সুবিধা থাকে না,ফলে দরকারের সময় সেগুলি পেতে গেলে অসুবিধার সম্মুখিন হতে হয় ।

বা আপনি পাহাড়ে ঘুরতে গেলে রাস্তা ঘাটে দরকার পরতে পারেন এমন কিছু জিনিস সহজে পাওয়া যায় না বা পাওয়া গেলে তার দাম খুব বেশি হয় ।

আজকে এমনি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সম্পর্কে আলোচনা করবো যেগুলি আপনাদের ভ্রমনে অনেক কাজে লাগবে চলুন দেখে নেই কি কি জিনিসপত্র আপনাদের কাজে লাগতে পারে পাহাড়ের অফবিট লোকেশান বা যেকোনো জায়গায় ভ্রমনের সময় ।

1.) Travel Pillow

TRAVEL PILLOW

কোথাও ঘুরতে গেলে অনেকেই Train এ জার্নি করেন, ট্রেন এ জার্নি অনেকটা আরামদায়ক হয়, তবে ট্রেন এর বার্থে ঘুমনোর সময় যার অভাব মনে হয় সেটা হল একটি বালিশ তবে বালিশ তো ব্যাগ এ ভরে নিয়ে যাওয়া সম্ভব নয় । এই ক্ষেত্রে কাজে আসে এই Travel Pillow, এই বালিশটি আপনি ব্যাগের ভেতরে ভাজ করে গুটিয়ে চলে যেতে পারবেন ।

মুলত এই বালিশটি হাওয়া দিয়ে ফোলাতে হয় ফলে আপনার যখন বালিশ এর প্রয়োজন হবে তখন আপনি এটি মুখ দিয়ে হাওয়া ভরে ব্যাবহার করতে পারবেন আবার জখন দরকার হবে না তখন আপনি এটির হাওয়া বের করে গুটিয়ে ব্যাগের ভেতরে রেখে দিতে পারবেন ।

সুবিধা কী কী

  • আরামদায়ক
  • ওজন কম প্রায় ১০০ গ্রাম
  • সহজেই এখান স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন
  • Compact হওয়ায় ব্যাগে জায়গা কম নেবে

2.) Travel Shoe Cover

যেকোনো স্থানে ঘুরতে যাওয়ার সময় আমরা এক্সট্রা বুট বা চপ্পল ক্যারি করে থাকি । তবে এই এক্সট্রা জুত ক্যারি করতে হলে আপনাদের ব্যাগের ভেতরে তা নিয়ে যেতে হয় সেক্ষেত্রে জুতোকে ভালো ভালে কোন প্লাস্টিক ব্যাগ দিয়ে কভার না করলে আপনার জামা কাপড় খারাপ হয়ে যেতে পারে ।

এই সমস্ত ক্ষেত্রে আপনি ব্যাবহার করতে পারেন এই Travel Shoe Cover এর , এই শু-কভারের মধ্যে জুতো প্যাক করে আপনি ভ্রমনের জন্য বেড়িয়ে পরতে পারেন ।

3.) Universal Travel Adapter

ঘুরতে গেলে মোবাইল ফনের ব্যাবহার বেশি হয় সে ছবি তোলা বা ভিডিও করা হোক বা দরকারি কোন কাজে ফোন আমাদের অবশ্যই লাগে ার এই ফোনকে সচল রাকাহ্র জন্য প্রয়োজন চার্জের ।

আপানারা যদি পরিবার নিয়ে ঘুরতে যান তবে আপনাদের কাছে একাধিক মোবাইল ফোন থাকতে পারে তবে যেখানে আপনারা থাকছেন সেখানে যদি মোবাইল চার্জ করার জন্য একটি মাত্র পোর্ট উপলব্ধ থাকে তখন আপনাদের মোবাইল চার্জে অসুবিধা হয় ।

এই অসুবিধা সমাধান করা যাবে এই Universal Travel Adapter এর মাধ্যমে, এই ডিভাইসটির সাহাজ্জে আপনারা একসাথে দু-তিনটি মোবাইল ফোন একসাথে চার্জ করে ফেলতে পারবেন ।

4.) Waist Bag

ঘুরতে গেলে আপনারা পরিচয়পত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড সাথে নিয়ে যান, এছাড়াও অতী প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আপনাদের সাথে থাকে । এইসব দরকারি কাজগপত্র আপনারা ক্যারি করার জন্য বা দরকারি জিনিস যেমন মোবাইল ,ওয়ালেট , ঔষধ ইত্যাদি ক্যারি করার জন্য আপনারা সবসময় বড় ব্যাগ ব্যাবহার করতে পারেননা

এই ক্ষেত্রে কাজে আসে এই Waist Bag( কোমর ব্যাগ) এই ব্যাগে আপনি সব দরকারি জিনিসপত্র রেখে দিতে পারেন এবং দরকার পরলে খুব সহজেই তা ব্যাবহার করতে পারেন । এই কোমর ব্যাগে আপনারা দরকারি জিনিসপত্র রেখে দিলে তা হারিয়ে যাওয়ার সুযোগ কম থাকে ।