ইচ্ছেগাঁও | Icche Gaon Tour Plan , Icche Gaon Best Homestay

ইচ্ছে গাঁও কালিম্পং এর একটি ছোট গ্রাম , যারা Kalimpong Offbeat destinations এর খোজ করছেন তারা এই Icche Gaon ঘুরে দেখতে পারেন। কালিম্পং থেকে মাত্র ১৭ কিমি দূরে অবস্থিত এই গ্রামটির উচ্চতা সুমদ্রপৃষ্ঠ থেকে ৫৮০০ ফিট । সৌন্দর্যের নিরিখে কোন ঘাটতি নেই এই গ্রামে, চারিদিকে সবুজে ঘেরা এই গ্রামটি ছবির ন্যায় সুন্দর।

স্থানিয়দের ভাষায় এই গ্রামটির নাম Echey Gaon যা লোকের মুখে পরিবর্তিত হতে হতে Icche Gaon তে এসে ঠেকেছে।হয়তো বা আপানদের ইচ্ছেও পুরন হতে পারে এই গ্রামে ।

কাঞ্চনজঙ্ঘার অপরুপ নৈসর্গিক সূর্যোদয় ও সূর্যাস্ত পরিলক্ষিত হয় এই গ্রাম থেকে , এছাড়াও মেঘেদের আনাগোনা তো লেগেই রয়েছে যা মুহূর্তের মধ্যে সমস্ত পাহাড়ি চুড়াকে নিজের ছায়ায় ঢেকে দেয় এবং প্রকৃতির এক অন্য রুপ সৃষ্টি করে।

তাছাড়াও এখানে নানা প্রকারের রং-বিরঙ্গি ফুল ,অর্কিড ,পাখি , সিঙ্কনা গাছ প্রভৃতি দেখতে পাবেন,এমনকি এখান থেকে সিকিম এর পাহাড় ও দার্জিলিং শহর দেখতে পাওয়া যায় যা রাতের অন্ধকারে জোনাকি পোকার আলো বা তাঁরাদের মতো দেখতে লাগে ,তবে কাঞ্চনজঙ্ঘা ও চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যই হল এখানকার মুল আকর্ষণ।

অফবিত স্থান হওয়ায় এখানে তেমন পর্যটকদের ভিড় পাবেন না , ফলে শান্ত নিরিবিলি পরিবেশে মন ভরে এই পাহাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চায়ের কাপে চুমুক দিয়ে পাখিদের ডাক শুনতে শুনতে সময় কেটে যাবে এমন একটি শান্ত পরিবেশ ছেড়ে অন্য কোথাও যেতে মন চাইবে না, হাতে ২-৩ দিন সময় থাকলে পরিবার বা বন্ধুবান্ধবের সাথে অনায়াসে সময় কাটাতে পারেন এই ইচ্ছে গাঁও তে।

Icceh Gaon Distance

  • Siliguri to Icceh Gaon distance 82 km
  • NJP to Icche Gaon Distance 88 km
  • Bagdogra to Icceh Gaon Distance 94 km

How to reach Icche Gaon

ইচ্ছে গাঁও পৌছনোর জন্য আপনারা শিলিগুড়ি , এনজেপি , বাগদগ্রা থেকে থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন যার আনুমানিক খরচ পরবে ৩০০০-৪০০০ টাকা ।

যদি শেয়ার গাড়ি করে আসতে চান তবে প্রথমে শিলিগুড়ি থেকে কালিম্পং এর গাড়ি চেপে কালিম্পং পৌঁছান তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে বা শেয়ার গাড়ি করে চলে আসুন ইচ্ছে গাঁও তে , কালিম্পং পর্যন্ত গাড়ি খরচ পরতে পারে ১২০-১৫০ টাকা এবং সেখান থেকে গাড়ি ভাড়া করলে ১০০০ টাকা বা শেয়ার গাড়ি করলে ২৫০-৩০০ টাকা আনুমানিক খরচ পরবে।

এছাড়াও যে হমস্তেতে থাকবেন তার ওনারকে বলে রাখলে তিনিও গাড়ীর বেবস্থা করে দিতে পারেন।

Best Time to visit Icche Gaon

বছরের যেকোনো দিন ইচ্ছে গাঁও তে আপনারা চলে আসতে পারেন বছরের ভিন্ন ভিন্ন ঋতু তে পাহাড় আলাদা রুপ ধারন করে, তবে যাদের মুল আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা, ভোর বেলা কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের লাল আভা পরতে দেখা যাদের ইচ্ছে তাদের জন্য ইচ্ছে গাঁও আসার ভালো সময় হল October – December মাস কারন এই সময় আকাশে ধুলকনা কম থাকায় খুব সহজেই এই দৃশ্য দেখা যায় ।

Where to Stay In Icche Gaon | Icche Gaon Homestay List & Number

এই সমস্ত পাহাড়ি গ্রাম খুব একটা খ্যাত না হওয়ার জন্য এখানে থাকার জন্য কোন হোটেল বা রিসোর্ট পাবেন না , এখানে থাকতে গেলে এখানকার Homestay গুলি একমাত্র ভরসা । তবে হমস্তে থাকার এক আলাদা অনুভুতি হয় , নিজের বাড়ির মতো খাওয়ার ও আতিথেওতা এখানে পাওয়া যায় এমনকি পাহাড়ি লোকেদের সংস্কৃতি , তাদের স্থানিয় খাওয়ার প্রভৃতি সম্পর্কেউ যান যায় ।

আরও দেখুন-

এখানে স্থানিয় লোকেদের বাড়ী গুলি এক একটি হমস্তে ফলে এখানে থাকার জন্য হমস্তের অভাব হবে না । প্রতিটি হমস্তে খুব খুব ভালোভাবে সাজানো গোছানো ও রুম থেকে পাহাড়ের ভিউ ভালো পাওয়া যায় , হমস্তে গুলির নিজস্ব বাগান আছে যেখানে জৈবিক উপায়ে শাক-সব্জি উৎপন্ন হয় এবং হমস্তেতে থাকা অতিথিদের খাওয়ানো হয় । এমনি কিছু হমস্তের নাম ও নাম্বার নিচে দেওয়া হল…

Khamboo Homestay Icceh Gaon
Cost: 1100-1500/head
7602977918
9830458238
Merigold Homestay Icche Gaon9818827720
Tashi Homestay Icche Gaon9800747077
Khawas Homestay8017917008
Pankarma Homestay9002790443
Yenzon Homestay6296535689
* ঊপরে দেওয়া নাম্বারে ফোন করে রুম ঊপলব্ধতা ও খরচ সম্পর্কে জেনে নিবেন, এখানে আনুমানিক খরচ দেওয়া হল যা সময়ের সাথে পরিবর্তন হতে পারে।

প্রতিটি Homestay এর খরচ আনুমানিক ১০০০-১৫০০ এর মধ্যে , এই খরচের মধ্যে আপনি পেয় যাবেন তিন বেলার খাওয়া ( Breakfast , Luanch, Dinner) ও সকালের চা ও সন্ধ্যের sancks ।

Icche Gaon Sightseen | Places to Visit In Icche Gaon

ইচ্ছে গাঁও তে দেখার মতো আছে এখানকার প্রকৃতি , চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভরিয়ে দিবে । ইচ্ছে গাঁও কে ট্রেক ভিলেজ ও বলা যায় কারন এখানে আছে অনেক ট্রেক রুট যে গুলি দিয়ে ট্রেক করে আপনি পাশাপাশি অবস্থিত অন্য পাহাড়ি গ্রামে পৌঁছে যেতে পারেন । এছাড়াও ট্রেক করে দেখে নিত পারেন ঘন পাইনের জঙ্গল সিঙ্কনা গাছ এলাচ গাছের বাগান প্রভৃতি ।

এর পাশাপাশি ইচ্ছে গাঁও থেকে দেখে নিতে পারেন আশেপাশের কিছু স্থান যেমন…

  • Sillery Gaon : ইচ্ছে গাঁও থেকে ট্রেক করে চলে যাওয়া যায় পাহাড়ের অপর ঢালে অবস্থিত আর একটি সুন্দর গ্রাম সিলেরি গাঁও তে এখান থেকেও খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায় । ট্রেক করে গেলে এর দূরত্ব পরবে ৩-৫ কিমি , গাড়ি কর গেলে এর দূরত্ব পরবে প্রায় ১৬ কিমি।
  • Ramdhura : ইচ্ছে গাঁও থেকে মাত্র ২.৫ কিমি দূরে অবস্থিতএই গ্রামটিও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর , খুব সহজেই হাটা পথে ট্রেক করে চলে আসতে পারবেন এখানে।
  • Delo Park : ইচ্ছে গাঁও থেকে মাত্র ১১ কিমি দূরে অবস্থিত কালিম্পং এর বিখ্যাত ডেলো পার্ক , এই ডেলো পার্কে ঘুরে দেখে নিতে পারেন এমনকি এখানে Paragliding ও করা হয় চাইলে সেটিও করতে পারেন।
  • Jalsha Banlgow : ব্রিটিশদের তৈরি পুরনো যুগের এই বাড়িটি দেখে নিতে পারেন এবং এখান থেকে দেখতে পাওয়া পাহাড়ের ভিউ টাও দুর্দান্ত।
  • Ramitay Viw Point : ট্রেক করে চলে যেতে পারেন রামিতে ভিউ পয়েন্ট এ এখান থেকে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা তিস্তার আকাবাকা রুপ ও বিভিন্ন পাহাড়ি চুড়ার দুর্দান্ত ভিউ পেয়ে যাবেন।
  • Kalimpong City : ইচ্ছে গাঁও কালিম্পং শহর থেকে মাত্র ১৭ কিমি দূরে অবস্থিত তাই এখান থেকে খুব সহজেই কালিম্পং শহর ও বিভিন্ন স্থান দেখে নিতে পারেন .

Frequently Asked Questions

Icche gaon to sillery gaon trek distance

ইচ্ছে গাঁও থেকে সিলেরি গাঁও এর ট্রেক distance ২.৫-৩ কিমি

Icche gaon to lava distance

ইচ্ছে গাঁও থেকে লাভা এর দূরত্ব প্রায় ২৫ কিমি

icche gaon to rishop distance

ইচ্ছে গাঁও থেকে রিসপ এর দূরত্ব প্রায় ২৬ কিমি

icche gaon to zuluk distance

ইচ্ছে গাঁও থেকে যুলুক এর দূরত্ব প্রায় ৭৭ কিমি

Icche gaon to darjeeling distance

ইচ্ছে গাঁও থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ৬৭ কিমি

Icche gaon to kolakham distance

ইচ্ছে গাঁও থেকে কোলাখাম এর দূরত্ব প্রায় ৩৪ কিমি

Icche gaon to sikkim distance

ইচ্ছে গাঁও থেকে সিকিম এর দূরত্ব প্রায় ৯২ কিমি

How to Reach Icche Gaon from Darjeeling

দার্জিলিং থেকে ইচ্ছে গাঁও পৌঁছতে গেলে প্রথমে দার্জিলিং থেকে শেয়ার গাড়ি বা গাড়ি ভাড়া করে কালিম্পং পৌঁছন তারপর সেখান থেকে গাড়ি পালটে ইচ্ছে গাঁও যাওয়ার জন্য গাড়িতে উঠে পরুন।

আশা করি উপরে দেওয়া তথ্য আপানদের কাজে লাগবে এবং আপনাদের ইচ্ছে গাঁও ভ্রমনে সাহায্য করবে , যদি এই আর্টিকেলটি ভালো লাগে তবে অবশ্যই নিজদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।

Leave a Comment