শিলিগুড়ির আশেপাশে ঘুরতে যাবেন ভাবছনে তবে ডুয়ার্স এর নামটি স্বভাবতই প্রথমে আসে, আজকে এই ডুয়ার্স এর একটি অফবিট স্থান Jhandi (ঝান্ডি) সম্পর্কে আপানাদের জানাবো ।
সমতলের শেষ ও পাহাড়ের শুরু এমনি একটি স্থান এই ঝান্ডি, সুমদ্রপৃষ্ঠ থেকে এই স্থানের উচ্চতা প্রায় ৬০০০ ফিট । গরুবাথান হয়ে লাভা যাওয়ার পথে পরে এই ঝান্ডি ।

পাহাড়ের বুকে এক সুন্দর শান্ত নিরিবিলি স্থান এই ঝান্ডি , অফবিট স্থান হওয়ায় বহু লোকেদের কাছে এখন অজানা এই স্থান, ফলে এখানে পর্যটকদের ভিড় ও স্বাভাবিকভাবে কম ।
এই স্থানের মুল আকর্ষণ হল এখান থেকে দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য ও তার সাথে সমতলে অবস্থিত ব্রিস্তিত ডুয়ার্সের ঘন সবুজ জঙ্গল ও তার মাঝ দিয়ে বয়ে চলা মহানন্দা ও অন্যান্য নদীর আকাবাকা পথ যা দেখতে কোন রুপ কথার থেকে কম মনে হবে না । এছাড়াও রাতের বেলা এখান থেকে সমতলের জ্বলে ওঠা আলো দেখতে দারুন লাগে ।

এছাড়াও এখানে দেখতে পাবেন নানা ধরনের পাহাড়ি পাখিদের সমাহার, যারা Bird Watching পছন্দ করেন তাদের কাছেও এই স্থানটি ভালো লাগবে ।
ঝান্ডি থেকে সামান্য উচ্চতাই অবস্থিত এখানকার ভিউ পয়েন্ট যা ঝান্ডি দ্বারা নামে পরিচিত , এই ভিউ পয়েন্ট থেকে দারুন সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় ।

এই ঝান্ডি থেকে লাভা এর দূরত্ব মাত্র ১৩ কিমি ফলে এখান থেকে খুব সহজে লাভা ও তার আশেপাশের স্থান ঘুরে দেখতে পারবেন । এমনকি এই স্থানের পাশেই অবস্থিত সামাবিয়ং চা বাগান যা দেখতে দারুন লাগে । গরুবাথান পিকনিক স্পটটিও এখান থেকে খুবি কাছে এই স্থান গুলি আপনি এখান থেকে খুব সহজে দেখে ফেলতে পারবেন।
পাইন ও অন্যান্য পাহাড়ি গাছ দ্বারা বেষ্টিত উচু পাহাড়ি গ্রাম এই ঝান্ডি, যারা পাহাড়ে সময় কাটানোর জন্য শান্ত নিরিবিলি স্থানের খোজ করছেন তাদের কাছে এই ঝান্ডি ভালো লাগবে । সাপ্তাহিক ছুটি কাটানোর জন্য এখানে অনায়াসে চলে আসতে পারেন ।
Table of Contents
Where Is Jhandi Located
এই ঝান্ডি গরুবাথান হয়ে লাভা যাওয়ার পথে পরে, লাভা থেকে এই স্থানের দূরত্ব প্রায় ১৩ কিমি । শিলিগুড়ি ও এনজেপি থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৮০ কিমি ।
How to Reach Jhandi | NJP to Jhandi Car Fare
এবার আসি ঝান্ডি পৌছনোর বেপারে, ঝান্ডি পৌঁছতে গেলে আপানরা শিলিগুড়ি বা এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে ফেলতে পারেন । গাড়ি ভাড়া পরবে আনুমানিক ৩০০০-৩৫০০ টাকা ও সময় নেবে প্রায় ৩ ঘণ্টা ।
ঝান্ডি থেকে সবচেয়ে কাছের রেল স্টেশন হল নিউ মাল জংশন, ট্রেন করে এলে আপনারা এই স্টেশন এ নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন । নিউ মাল জংশন থেকে ঝান্ডি এর দূরত্ব মাত্র ৩৬ কিমি ফলে আপনাদের গাড়ি ভাড়া কম লাগবে ।
এছাড়াও এপানারা যেখানে থাকবেন সেখানে যোগাযোগ করে ঝান্ডি পৌছনোর জন্য গাড়ীর বেবস্থা করে ফেলতে পারেন ।
Best Time to visit Jhandi
বছরের যেকোনো দিন আপনি ঝান্ডি আসতে পারেন, এক এক ঋতুতে পাহাড়ের ভিন্ন ভিন্ন রুপ দেখতে পাবেন । তবে পরিস্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা ও তার সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে হলে October – March এই টাইম এ আসতে পারেন ।
আরও দেখুন-
Jhandi Homestay | Jhandi Homestay contact number | Jhandi Eco hut Number | Jhandi sunview kanchan homestay Number
ঝান্ডি এলে থাকবেন কোথায় ভাবছেন, ঝান্ডিতে থাকার জন্য আপনারা এখানে হমস্তে , রিসোর্ট , ইকো হাট ইত্যাদি পেয়ে যাবেন । ঝান্ডিতে থাকার জন্য খ্যাত একটি স্থান হল Jhandi Eco Hut এছাড়াও এখানে অনেক হমস্তে পেয়ে যাবেন Jhandi sunview kanchan homestay । নিচে এমনি কিছু হমস্তের নাম ও ফোন নাম্বার,আনুমানিক খরচ দেওয়া হল ।
Jhandi Eco Hut Cost:1850-3500/head | 9434116325 |
Jhandi sunview kanchan homestay Cost:1200-1500/head | 8126538518 |
Sherpa Homestay Cost:1200-1500/head | 8670607882/8670533772 |
Sangam Homestay | 09008776996 |
উপরে হমস্তের খরচ সম্পর্কে আনুমানিক হিসাব দেওয়া হল সময় সাপেক্ষে তা পরিবর্তন হতে পারে, উপরে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে জেনে নেবেন ।
Jhandi Outdoor Activity
এবার আসি আপনারা ঝান্ডিতে কী কী করতে পারেন, আপানারা যেগুলি করতে পারেন তা হল –
- চায়ের কাপে চুমুক দিতে দিতে ঝান্ডির প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করুন ও নিজের বিচলিত মনকে শিথিল করুন ।
- বেরিয়ে পরুন বিভিন্ন নাম না জানা হিমালায়ান পাখি দেখতে ।
- এখানকার ভিউ পয়েন্ট থেকে উপভোগ করুন সূর্যোদয় , সূর্যাস্ত দুরে অবস্থিত তুষারাবৃত রাজকীয় কাঞ্চনজঙ্ঘা , সমতলের বিস্তৃত ডুয়ার্স এর ঘন জঙ্গল ও সমতলের উপর দিয়ে বয়ে চলা নদীর আকাবাকা পথ ।
- সন্ধ্যের সময় গরম গরম পকরা , বারবিকু চিকেন ও বনফায়ারের সাথে সুন্দর একটা সন্ধে উপভোগ করুন ।
- এখানকার স্থানিয় খাওয়ার ও ওয়াইন ও টেস্ট করে দেখতে পারেন ।
Jhandi Sighteeing
ঝান্ডি থেক আশেপাশের কিছু স্থান আপনারা সহজে ঘুরে দেখে নিতে পারেন যেমন-
- Lava ও Loleygaon, Rishop: লাভা এখান থেকে মাত্র ১৩ কিমি দুরে অবস্থিত তাই এখান থেকে আপনারা লাভা ও লাভা মনাস্ত্রি দুটোই ঘুরে দেখতে পাবেন । পাশাপাশি আপনারা ললেগাও ও রিশপ ঘুরে নিতে পারেন ।
- Gorubathan : গরুবাথান পিকনিক স্পট ও এখান থেকে খুব কাছে খুব সহজে এটিও ঘুরে দেখতে পারেন ।
- Kolakham & Changey Falls : চলে আসতে পারেন কোলাখাম এ কালিম্পং এর অপর একটি অফবিট স্থান ও কোলাখাম থেকে কিছুটা দুরে অবস্থিত এক সুন্দর পাহাড়ি ঝর্না ছাঙ্গে ফলস এই স্থান গুলিও ঘুরে দেখতে পারেন ।
- Sillery Gaon ও Icche Gaon : কালিম্পং এর খুব পরিচিত অফবিট লোকেশান সিলেরি গাঁও ও ইচ্ছে গাঁও এই স্থান গুলিয় ঝান্ডি থেকে খুব একটা দুরে নয় ফলে এই স্থান গুলিয় সাইটসিন এর মধ্যে রাখতে পারেন।
- Dalim Fort : ডুয়ার্স এর জঙ্গলে অবস্থিত ভুটানিস রাজার প্রাচীন দুর্গ ডালিম ফর্ট এখান থেক সামান্য দুরত্তে অবস্থিত , তাই চাইলে এই প্রাচীন রাজ দুর্গ ঘুরে আসতে পারেন ।
- GeetKhola Three sister waterfalls : ঝান্ডি থেকে মাত্র ৩ কিমি দুরে অবস্থিত এই স্থানটিও ঘুরে দেখতে পারেন , এখানে একই সঙ্গে তিনটি পাহাড়ি ঝর্না দেখত পাবেন ।
Frequently Asked Question
Jhandi To Siliguri Distance ?
ঝান্ডি থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় ৭৮ কিমি
Jhandi To NJP Station Distance
ঝান্ডি থেকে এনজেপি এর দূরত্ব প্রায় ৮০ কিমি
আশা করি আপনাদের ঝান্ডি সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে । আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ও প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।
অফবিট দার্জিলিং এর কিছু স্থান –