শিলিগুড়ি উত্তরবঙ্গের পাহাড়ের প্রবেশদ্বার আর এই শিলিগুড়িরর কাছেই আছে অনেক সুন্দর পাহাড়ী গ্রাম যার মধ্যে একটি হল এই Jogighat । এই যোগীঘাট দার্জিলিং এর লোয়ার sittong এ অবস্থিত একটি ছোট পাহাড়ী গ্রাম ।

সবুজ পাহাড় দিয়ে ঘেরা পরিবেশ নদী , ঝর্ণা, শান্ত নিরিবিলী পরিবেশ সব মিলিয়ে এক দুর্দান্ত পরিবেশ এই যোগীঘাট এ। যারা শিলিগুড়ির আশেপাশে কম খরচে ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য এই যোগীঘাট এক অনবদ্য স্থান হতে পারে ।
শান্ত পাহাড়ী পরিবেশ, নদীর কলকল শব্দ সাথে ঝর্ণা সব মিলিয়ে এক দুর্দান্ত পরিবেশ , এছাড়াও সিটঙ পরিচিত এখনকার কমলা লেবুর জন্য তাই এখানে আপনার কমলা লেবুর বাগানও দেখতে পাবেন।
গ্রীষ্মকালের দাবদহ থেকে থেকে বাচতে পাহাড়ের উপত্তকার মাঝে নদীর ঠান্ডা জলে গা ভাসিয়ে এক দারুন সময় উপভোগ করতে পারেন এখানে ।
রিয়াং নদীর ধারে অবস্থিত এই যোগীঘাট মঙ্গপু ও সিটঙ এই দুটি পাহাড় কে যুক্ত করেছে একটি লোহার ব্রিজ দিয়ে , যা এই যোগীঘাটের আকর্ষণীয় জিনিস গুলির মধ্যে একটি । এই ব্রিজ এর চারপাশেই গড়ে উঠেছে কিছু হোমস্টে ও জনবসতি , ফলত এখানে মনভোরে কোলাহল মুক্ত প্রকৃতিকে উপভোগ করতে পারবেন ।
এই যোগীঘাট থেকে আশেপাশে ঘুরে দেখে নিতে পারেন মঙ্গপু রবীন্দ্রনাথের বাড়ি , আহলদারা , লাট্পাংচার এই সব স্থানগুলি ।
চলুন দেখে নেই এখানে এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন ইত্তাদি ।
Table of Contents
Jogighat Location | Jogighat Distance From Siliguri/NJP
শিলিগুড়ি থেকে প্রায় 55 কিমি দূরে সিটঙ খসমহল এর অন্তর্গত একটি ছোট স্থান এই যোগীঘাট । এনজেপি স্টেশন থেকে এখানকর দুরত্ত প্রায় 60 কিমি ।
How to Reach Jogighat ?
যোগীঘাট পৌছনোর জন্য আপনার শিলিগুড়ি/এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে ফেলতে পারেন , যার খরচ আসবে প্রায় 3500 – 4000 টাকা । অথবা আপনার শেয়ার গাড়ি করে মঙ্গপু পৌছে সেখান থেকে যোগীঘাট পৌছনোর জন্য গাড়ি করে ফেলতে পারেন ।
Best Time to Visit Jogighat
বছরের প্রায় যেকোনো দিন এখানে আসা যেতে পারে , তবে নভেম্বর থেকে জানুয়ারী এই সময় এলে এখানে কমলালেবু দেখতে পাবেন । আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার ও দর্শন পেতে পারেন সিটঙ ও আহলদারা থেকে ।
Jogighat Homestay | Jogighat Homestay number
পাহাড়ে থাকার ভালো ঠিকানা হলো পাহাড়ের হমস্টে , এখানে আপনার থাকার জন্য অনেক গুলি হমস্টে পেয়ে যাবেন , হমস্টে গুলির খরচ প্রায় 1200-1600 টাকা প্রতিজন সীজন অনুযাই দাম কম বেশি হতে পারে । এখানে থাকার জন্য কিছু ভালো হমস্টে হল Mukhiya Homestay, Sittong River Crab Homestay ইত্তাদি ।
Jogighat Sightseeing
যোগীঘাটে ও তার আশেপাশে ঘুরে দেখার মত অনেক স্থান আছে যেগুলি হল ….
Jogighat Wooden Bridge: যোগীঘাটের মূল আকর্ষণ গুলির মধ্যে একটি হল যোগীঘাটের নতুন ও পুরোনো দুটি ব্রিজ , যোগীঘাটের নতুন লোহার ব্রিজের ঠিক পাশেই অবস্থিত এখানকর পুরোনো কাঠের তৈরি ব্রিজ দুটোই ঘুরে দেখতে পারেন ।
Riyang River: যোগীঘাটের ব্রিজ এর নিচ দিয়ে বয়ে চলেছে রিয়াঙ নদী , এই নদী তীরে বসে সময় কাটাতে পারেন , এমনকি স্নান ও করে নিতে পারেন , শীতকালে এই নদীর ধারে পিকনিক ও হয় ।
Lepcha Waterfall: জঙ্গলের পথে ট্রেক করে ঘুরে দেখে নিতে পারেন লেপচা ওয়াটারফল , পাহাড়ের জঙ্গলের মাঝে দারুন একটি ওয়াটারফল এটি ।
Mongpu Rabindranath House: যোগীঘাট থেকে সামান্য দূরে অবস্থিত মঙ্গপু যেখান রবীন্দ্রনাথ এর পুরোনো বাড়ি আছে , এটি এখন মেউসিউম হিসেবে পরিচিত এখানে রবীন্দ্রনাথ সম্পর্কিত বিভিন্ন জিনিস দেখতে পাবেন । এছাড়াও মঙ্গপুতে দেখে নিতে পারেন সিঙ্কনা প্লান্টেশন ও তার ফ্যাক্টরি ।
Sittong & Ahaldara Viewpoint: ঘুরে দেখতে নিতে পারেন সিটঙ ও আহলদারা ভিএ পয়েন্ট দুর্দান্ত দুটি স্থান , এখান থেকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা ও দেখে নিতে পারবেন ।
Orange Garden: অতিপরিচিত দার্জিলিং এর কমলালেবুর বেশির ভাগ উত্পন্ন হয় এই সিটঙ খসমহল এ । কমলা লেবুর সময় অর্থাত্ নভেরম্বের থেকে জানুয়ারী এই সময় এখানে এলে এখনকার কমলালেবুর বাগান ও ঘুরে দেখে নিতে পারেন ।
Frequent Question
Siliguri to Jogighat Distance?
শিলিগুড়ি থকে যোগীঘাট এর দুরত্ত প্রায় 55 কিমি ।
NJP station to Jogighat Distance?
এনজেপি থেকে যোগীঘাট এর দুরত্ত প্রায় 61 কিমি ।
আশা করি আপনাদের যোগীঘাট সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লেগে থাকবে ও আপনাদের ভ্রমণে সহয়তা করবে । আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশই কমেণ্টে জানাবেন ও নিজেদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।
আরও দেখুন –