KafferGaon বা kafer Gaon ঊত্তরবঙ্গের ভ্রমনের একটি নতুন অফবিট স্থান । Offbeat Kalimpong এই ছোটো পাহাড়ি গ্রামটি কালিম্পং এর একটি পরিচিত ভ্রমন স্থান লোলেগাঁও থেকে মাত্র ৬ কিমি দুরে অবস্থিত। যারা প্রকৃতির নিস্তব্ধতা ও দূষণ মুক্ত হাওয়া ,পাহাড়ি জঙ্গল,পাখিদের ডাক , বিভিন্ন পাহাড়ি ফুল এসব পছন্দ করেন তাদের কাছে এই স্থানটি খুব ভালো লাগবে ।
কালিম্পং থেকে মাত্র ৪৫ কিমি দুরে অবস্থিত এই কাফের গাঁও, এই কাফের গাঁও এর উচ্চতা প্রায় ৫৩০০ ফিট। কাফের নামটি এসেছে লেপচা ভাষা থেক, এখানে পাওয়া যাওয়া এক ধরনের ফুলের নাম লেপচা ভাষায় কাফের সেখান থেকে এই গ্রামের নাম।
পাহাড়ের উপত্যকার ও জঙ্গল দ্বারা ঘেরা স্থানের মাঝে একটি সুসজ্জিত হমস্তে যেখান থেকে সামনে চোখ মেললেই দেখা মিলবে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার, এমন একটি স্থানকে মর্তলোকে স্বর্গের থেকে কম বলে মনে হবেনা ।
চারদিকে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ, পাখিদের ডাক, বিশুদ্ধ বায়ু , কোন রকম তাড়াহুড়ো নেই এমন এক স্থানে প্রকৃতির মাঝে চঞ্চল মনকে শান্ত করার এর থেকে ভালো উপায় হয়না।
এমন শান্ত পাহাড়ি গ্রামে এসে চখের সামনে কাঞ্চনজঙ্ঘা উপলব্ধি করতে পারলে মন এমনি শান্ত হয়ে যাবে , কাফের গাঁও এর মুল আকর্ষণ হল এখান থেকে দেখতে পাওয়া ঘুমন্ত Sleeping Buddha ও তারই সাথে মন ভোলানো সূর্যোদয় এর দৃশ্য ।
হাতে ২-৩ দিন সময় থাকলে এখানে এসে আরাম করে চায়ের কাপে চুমুক দিতে দিতে এখানে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন ।
Table of Contents
where is KafferGaon Located ?
কালিম্পং এর অতিপরিচিত লোলেগাঁও থেকে মাত্র ৬ কিমি দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রাম কাফের গাঁও, এই কাফের গাঁও লোলেগাঁও ফরেস্ট এর অধীনেই পরে । কালিম্পং থেকে এই কাফের গাঁও এর দূরত্ব ৩০ কিমি ।
How to reach KafferGaon
আপনারা বাস করে এলে শিলিগুড়ি থেকে, ট্রেন এলে এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন কাফের গাঁও এর জন্য শিলিগুড়ি থেকে কাফের গাঁও এর দূরত্ব প্রায় ৯৫ কিমি ও এনজেপি থেকে দূরত্ব প্রায় ১০০ কিমি এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে প্রায় ৪ ঘণ্টা ও গাড়ি ভাড়া পরবে প্রায় ৪০০০-৪৫০০ টাকা ।
Best Time to Visit kafferGaon
কাফের গাঁও বর্ষাকাল বাদ দিয়ে বছরের যেকোন দিন আসতে পারেন, যেহেতু স্থানটি জঙ্গল দ্বারা ঘেরা ফল এখানে বর্ষকালে বিভিন্ন পোকামাকড়, জোঁক এসব দেখা দিতে পারে তাই বর্ষাকাল এড়িয়ে চলা ভালো । তবে কাঞ্চনজঙ্ঘার অপরুপ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে October-december এই সময়ে আসতে হবে এই সময় আকাশে দূষণ কম থাক আকাশ পরিস্কার থাকে ফলে কাঞ্চনজঙ্ঘার পরিস্কার ভিউ পাওয়া যায়, তবে বাকি Jaunary-May এই সময় টাও ভালো এখানে আশারা জন্য ।
আরও দেখুন –
KafferGaon Homestay | Kaffer Village Homestay | KafferGaon Homestay Contact Number
কাফের গাঁও তে থাকার জন্য হমস্তের বেবস্থা এখানে আছে, তবে খুব বেশি হমস্তে এখানে নেই । এদের মধ্যে Kaffer Gaon Best Homstay যেগুলি আছে যেমন kaffer Homestay , Green Valley Homestay এদের নাম এদের ফোন নাম্বার এখানে দেওয়া হল আপনারা ই নাম্বারে ফোন করে রুম বুক করে ফেলতে পারেন। এই হমস্তে গুলি ভালোভাবে সজ্জিত এবং হমস্তের রুম থেকে সরাসরি কাঞ্চঞ্জঙ্ঘার ভিউ পাওয়া যায় ।
Kaffer Village Homestay হমস্তের সামনে এদের নিজস্ব বাগান আছে যেখানে নান রঙ্গিন ফুল গাছ আছে, এই সুন্দর বাগানে চেয়ার-টেবিলে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রকৃতির সোভা ও কাঞ্চনজঙ্ঘা দুওই আপনারা উপভোগ করতে পারবেন। এছাড়াও এখানে বানানো আছে একটি ছোটো বাঁশের ব্রিজ যা দেখতে সুন্দর লাগে এবং এটি স্থানটির প্রাকৃতিক সোভা বারিয়ে তোলে ।
এই হমস্তেতে দুই ধরনের রুম পেয়ে যাবেন একটি কাঠের কটেজ টাইপের ও অপরটি পাকা বিল্ডিং, আপানারা আপনাদের পছন্দ অনুযায়ী রুম বুক করতে পারেন।
Kaffer Village Homestay Cost: 1500-1600/head | 9832311505/7908112610 |
Green Valley Homestay KafferGaon Cost:1000-1200/head | 9832381345/7908408025 |
হমস্তের খরচের মধ্যে থাকা ও তিনবেলা খাওয়া,চা স্নাচক্স অন্তর্ভুক্ত । এছাড়াও আপানরা এখানে রাতে বনফায়ার ও বারবিকু চিকেন এর স্বাদ নিতে পারেন যার জন্য আপনাদের এক্সট্রা খরচ দিতে হবে। ১ কেজি চিকেন আনুমানিক ৬০০ টাকা ও বনফায়ারের জন্য ৩০০ টাকা লাগতে পারে ।
kaffergaon Sightseeing
কাফের গাঁও অফবিট স্থান হওয়ায় এখানকার প্রকৃতি এখানকার একমাত্র দর্শনীয় জিনিস ও ঘোরার স্থান । এখানে যারা আসবেন তারা এই অফবিট গ্রামটি ঘুরে দেখতে পারেন, এখানকার ভিউ পয়েন্ট থেকে দেখতে পারেন সুন্দর কাঞ্চনজঙ্ঘা ও সূর্যোদয়, পাহাড়ের জঙ্গলের ভেতরে খানিকটা হেটে আসতে পারেন, হাতে Binocular নিয়ে দেখে নিতে পারেন বিভিন্ন প্রজাতির পাখি , দেখে নিতে পারেন কাফের হমস্তের নিজস্ব বুদ্ধ মন্দির যেটা হমস্তের বিল্ডিং এর উপরে আছে সেখানে বসে কিছুটা সময় শান্ত মনে পার্থনা করতে পারেন ।
আপনি যদি এসব নাও করতে চান তবে হমস্তেতে বসে Relax করতে করতে আপনি এখানে অনায়াসে সময় কাটিয়ে ফেলতে পারেন ।
এবার আসি এই কাফের গাঁও এর আশেপাশে আপনি কোন কোন স্থান একদিনে গাড়ি জার্নি করে ঘুরে দেখতে পারবেন-
- Local View Point : এখানকার লোকাল কিছু ভিউ পয়েন্ট যেমন xengyong ভিউ পয়েন্ট ও অন্যান্য ভিউ পয়েন্ট গুলি ঘুর দেখতে পারেন, ভিউ পয়েন্ট থেকে দেখতে পাওয়া পাহাড়ে ৩৬০ ডিগ্রি ভিউ উপভোগ করতে পারেন।
- Lolegaon: খুব পরিচিত এই স্থানটি কাফের থেকে মাত্র ৬ কিমি দুরে অবস্থিত ফলে এখানে খুব সহজেই ঘুরে নিতে পারবেন,হেটে নিন এখানের Canopy Walk এ।
- Lava ও Rishop : এখান থেকে লাভা গ্রামের দূরত্ব প্রায় ২২ কিমি, চলে আসতে পারেন এখানে ঘুরে দেখতে পারেন লাভা মনাস্ত্রি ও অন্যান্য স্থান । লাভা থেকে মাত্র ১০ কিমি দূর অবস্থিত এই রিশপ গ্রাম এই স্থানটিও দেখতে পারেন।
- Changey Falls & kolakham : ঘুরে দেখতে পারেন এই সুন্দর পাহাড়ি ঝর্না ছাঙ্গে ফলস কাফের গাঁও থেকে মাত্র ৩৪ কিমি দূরত্ব । ছাঙ্গে ফলস যাওয়ার পথে দেখে নিত পারেন কোলাখাম কালিম্পং এর আরেকটি সুন্দর অফবিট গ্রাম ।
- Icche Gaon : ঘুরে নিতে পারেন ইচ্ছে গাঁও অপরুপ সুন্দর পাহাড়ি গ্রাম,এটিও কালিম্পং এর একটি অফবিট গ্রাম । এর পাশাপাশি আপনি Ramdhura গ্রমাটিও দেখে নিতে পারেন ।
সচরাচর জিজ্ঞাস করা প্রশ্ন–
NJP to kafer Gaon distance ?
এনজেপি থেকে কাফের গাঁও এর দূরত্ব প্রায় ১০০ কিমি ।
afer gaon to kalimpong distance ?
কাফের গাঁও থেকে কালিম্পং এর দূরত্ব প্রায় ৩০ কিমি ।
kafer gaon to rishop distance ?
কাফের গাঁও থেকে রিসপ এর দূরত্ব প্রায় ২৮ কিমি ।
Kaffergaon to darjeeling distance ?
কাফের গাঁও থেকে দারজীলিং এর দূরত্ব প্রায় ৮০ কিমি ।
kaffergaon to lava distance ?
কাফের গাঁও থেকে লাভা এর দূরত্ব প্রায় ২২ কিমি ।
siliguri to kaffergaon distance ?
শিলিগুড়ি থেকে কাফের গাঁও এর দূরত্ব প্রায় ৯৫ কিমি ।
আশা করি আপনাদের এই আর্টিকেলটি ভালো লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে, আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
I wish to visit Kaffergaon and Ichhegaon in November/December as both these places attract me for sight of snow covered Kanchenjhunga.