খারকা গাঁও|Kharka Gaon, Kalimpong A weekend Destination

গরমের প্রচণ্ড দাবদাহ থেকে বাচতে পাহাড়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তবে এই খারকা গাঁও( Kharka Gaon) বা Kharka Valley আপনাদের জন্য একটি উপযুক্ত Weekend Destination হতে পারে ।

যারা পাহাড়ের শান্ত পরিবেশে বসে শীতল হাওয়া উপভোগ করে একটু বিশ্রাম করতে চান তারা ঘুরে দেখতে পারেন এই খারকা গাঁও। কালিম্পং থেকে অনতি ৯ কিমি দুরে অবস্থিত এই স্থানটি চারিদিকে পাহাড় ও জঙ্গল দ্বারা ঘেরা । প্রকৃত অর্থেই এই স্থানটি অফবিট কারন এখানে তেমন জনজাতি নেই এবং স্থানটি খুব নতুন তাই এখানে তেমন পর্যটকদের পা এখানে পরে নি।

যারা পাখি দেখা পছন্দ করেন বা জঙ্গলের ভেতরে হাটাহাটি করা,বিভিন্ন ছোটো বড় ঝর্না দেখা বা পাহাড়ি গ্রাম ঘুরে দেখা এসব পছন্দ করেন তারা এই স্থানটি পছন্দ করতে পারেন। এছাড়াও এই এখানকার হমস্তে থেকে খুব সুন্দর পাহাড়ি উপত্যকার ভিউ পাওয়া যায় এবং আকাশ পরিস্কার থাকলে এখান থেকে রাজকীয় কাঞ্চনজঙ্ঘার Panoramic ভিউ ও দেখতে পাবেন । এখানকার প্রকৃতি,নিস্তব্ধতা,পাখিদের ডাক প্রভৃতি এখানকার মুল আকর্ষণ ।

চারদিকে পাহাড় ও জঙ্গল দ্বারা ঘেরা এই স্থানে আসলে মনে হবে যেন আপনি প্রকৃতির কোলে পৌঁছে গেছেন,প্রকৃতি যেন তার সমস্ত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে । এখানে চোখ বন্ধ করলে শুনতে পাবেন শুধু পাখিদের ডাক,অনুভব করতে পারবেন পাহাড়ের স্নিগ্ধতা যা আপনার বিচলিত মনকে শান্ত কর তুলবে । দুটো দিন এই শান্ত পাহাড়ি পরিবেশে আপনি খুব সহজেই কাটিয়ে ফেলতে পারবেন।

Khakra Gaon Or Kharka Valley Location

Kharka Gaon Distance From Kalimpong

এই খারকা গাঁও কালিম্পং এর Sangser Khasmahal এর অন্তর্গত একটি ছোটো গ্রাম যার উচ্চতা প্রায় ৫০০০ ফিট । এই গ্রামটি কালিম্পং শহর থেকে মাত্র ৯ কিমি দুরে অবস্থিত এবং শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ৭৪ কিমি ।

How to Reach Kharka Gaon | How can I get to Kharka valley

এই খারকা গাঁও আশার জন্য আপনারা শিলিগুড়ি বা এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন যার আনুমানিক খরচ পরবে ৪০০০-৫০০০ টাকা এবং সময় লাগবে ৪ ঘণ্টার মতো।

এছাড়াও আপানরা শিলিগুড়ি থেকে বাস বা শেয়ার গাড়ি করে এ প্রথমে কালিম্পং পৌঁছতে পারেন এবং কালিম্পং থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন খারকা ভ্যালী পর্যন্ত । বাস এর ভাড়া পরবে প্রায় ১৫০ টাকা ও শেয়ার গাড়ীর ভাড়া পরতে পারে ৩০০-৩৫০ টাকা, এবং কালিম্পং থেকে খারকা পর্যন্ত গাড়ি ভাড়া লাগবে প্রায় ১৫০০-২০০০ টাকা। উপরে দেওয়া ভাড়া সময়সাপেক্ষে কম বা বেশি হতে পারে,গাড়ি ভাড়া করার পূর্বে দরদাম করে নিয়ে গাড়ি ভাড়া করবেন ।

Best Time to visit Kharka Gaon

খারকা গাঁও বর্ষাকাল বাদে বছরের প্রায় সমস্ত দিন এখানে আসতে পারেন,তবে এখানে আসার ভালো সময় হল October-November ও March- May ।

আরও দেখুনঃ

Kharka Gaon Homestay | Kharka Gaon Golden Pine Homestay | Kharka Gaon Homestay Number

এই খারকা গাঁও স্থানটি একদম নতুন পর্যটক স্থান এবং এখানে জনবসতিও খুব বেশি নয়, ফলে এখানে থাকার জন্য হমস্তে সঙ্খা কম, এখানে থাকার জন্য দুটি হমস্তে আছে তার মধ্যে জনপ্রিয় হল এই Golden Pine Homestay , চারদিকে পাহাড় ও জঙ্গলের মাঝে গড়ে উঠেছে এই হমস্তেটি । হমস্তের রুম গুলি কাঠের তৈরি ও সুন্দরভাবে সজ্জিত, হমস্তের রুমগুলি এক একটি কটেজ টাইপের ।

এই হমস্তের ব্যালকনি থেকে পাহাড়ের ভালো ভিও ও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, ব্যালকনিতে কাঠের তৈরি চেয়ার টেবিলে বসে এমন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন তাছাড়াও রাতে পাহাড়ের তারার মতো আলোও এখান থেকে দেখতে পাবেন ।

এছাড়াও এখানকার ডাইনিং রুমে বসেও প্রকৃতি শোভা উপভোগ করতে করতে খাওয়াদাওয়া শেরে ফেলতে পারবেন। রাতে বারবিকু চিকেন খেতে পারেন এখানে তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে, এমনকি আপনাদের কোন স্পেসাল প্রোগ্রাম থাকলে আপনি হমস্তে মালিককে বললে তিনি হমস্তে সজিয়েও দিবেন। নিচে এই হমস্তের নাম ও ফোন নাম্বার দেওয়া হল,এখানে আশার আগে অবশ্যই হমস্তে বুক করে আসবেন ।

Golden Pine Homestay
Cost: 1000-1200/head
8918642703/8116510731

এই খরচের মধ্যে থাকা ও তিন বেলার খাওয়া,চা,টিফিন অন্তর্ভুক্ত থাকে ।

Kharka Gaon Sighteeng

ই স্থানটি মুলত একটি নতুন ও অফবিট স্থান হওয়ায় এখানে দেখার মতো কিছু নেই, এখানে বসে প্রকৃতিকে উপভোগ করাই এখানকার প্রধান কাজ । যারা ঘোড়াঘুরি থেক বেশি প্রকৃতি মাঝে সময় কাটাতে পছন্দ করেন তাদের কাছে আদর্শ হতে পারে এই স্থানটি । তবুও আপনি এখানে যে কাজগুলি করতে পারেন, এখানে অসংখ্য পাখি দেখা যায় যারা পাখি প্রেমি তারা পাখি দেখতে বেরিয় পরুন ।

পায় হেটে জঙ্গলে মধ্যে ঘুরে আসতে পারেন দেখতে পারেন বিভিন্ন ঝর্না ইত্যাদি । এখানকার ভিও পয়েন্ট থেকে সূর্যোদয় দেখতে পারেন।

আপনি চাইলে এই স্থান থেক আশেপাশের কিছু স্থান গাড়ি করে ঘুরে দেখতে পারেন। যেমন-

  • Kalimpong town : কালিম্পং শহর খুব কাছে এখান থেকে, একদিনের day tour করে ফেলতে পারেন এখান থেকে ।
  • Delo Park : কালিম্পং ঘুরতে যাওয়ার পথে দেখে নিতে পারেন ডেলো পার্ক, এখানে বসে সময় কাটাতে পারেন।
  • Lava & Loleygaon : মাত্র তিন ঘণ্টা গাড়ি চেপে পৌঁছে যেতে পারেন লাভা ও ললে গাঁও তে দেখে নিতে পারেন লাভা মনাস্তেরি ইত্যাদি।
  • Fikkalay Gaon : এখান থেকে খুব কাছে অবস্থিত কালিম্পং এর আরেকটি সুন্দর গ্রাম ফিক্কালে গাঁও দেখ নিতে পারেন।
  • Ramdhura : দেখ নিতে পারেন রামধুরা একটি অতন্ত সুন্দর পাহাড়ি গ্রাম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো দৃশ্য দেখতে পাওয়া যায় ।
  • Icche Gaon : দেখে নিতে পারেন কালিম্পং এর জনপ্রিয় এই গ্রামটিও ।

Important Point

  • পরিচয় প্রমান হিসাবে নিজেদের আধার,ভোটার বা অন্য কোন ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন
  • যেহেতু স্থানটি অফবিট এখানে কোন খাওয়াদাওার দোকান পাবেন না,আপনারা কোন ফুড আইটেম বা কোন প্রয়োজনীয় জিনিস দরকার থাকলে আগে থেকে এগুলি কোন বড় শহর থেকে কিনে নিয়ে যাবেন ।
  • যেহেতু কোন দোকান নেই ফলে সাথে জ্বর,সর্দি,কাশি এইসব এর Medicine সাথে নিয়ে যাবেন ।

সচারাচর জিজ্ঞাসা করা কিছু প্রশ্ন –

kharka valley to Darjeeling distance ?

দারজীলিং থেকে খারকা ভ্যালী এর দূরত্ব প্রায় ৫৮ কিমি

NJP to Kharka gaon distance by road ?

এনজেপি থেকে খারকা গাঁও এর দূরত্ব প্রায় ৭৮ কিমি

Siliguri to Kharka gaon distance by road ?

শিলিগুড়ি থেকে খারকা গাঁও এর দূরত্ব প্রায় ৭৪ কিমি

আশা করি আপনাদের এই আর্টিকেলটি ভালো লেগে থাকবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে , যদি আতিকেলতি ভালো লেগে থাকে তবে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।

দেখুন দার্জিলিং এর কাছাকাছি আরও কিছু অফবিট স্থান

Leave a Comment