কোলাখাম | Kolakham A Slinet Valley Of Clouds And Mountains

দার্জিলিং এর কালিম্পং মহাকুমার অন্তর্গত Kolakham গ্রাম পর্যটকদের কাছে এক নতুন অফবিট স্থান এবং এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের বার বার এখানে আসতে বাধ্য করে । আজকে এই Kolakham সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানবো ।

কালিম্পং থেকে মাত্র ৩৮ কিমি দুরে অবস্থিত এই স্থানটির উচ্চতা প্রায় ৬৫০০ ফিট, এবং এই স্থানটি নেওরা ভ্যালী ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত । চারদিকে সবুজ পাইন, বার্চ, ও নানা প্রকার গাছ দ্বারা ঘেরা এই স্থানটি মাত্র ৬০-৭০ টি পরিবার নিয়ে গড়ে উঠেছে,এই পরিবার গুলি বেসিরভাগই নেপালি ‘রাই’ সম্প্রদায় জনজাতি।

নেওয়রা ভ্যালী ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এই স্থানটি থেকে অতন্ত সুন্দর সবুজাভ পাহাড়ি উপত্যকার ভিউ পাওয়া যায় এবং এই উপত্যকার মাঝ দিয়ে ভেসে চলা মেঘ যা পাহাড়ের গা বেয়ে উঠে যায় ও এক অতি সুন্দর ছবি প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলে যা দেখতে খুবই ভালো লাগে ।শান্ত নিরিবিলি এই গ্রামে এসে আপনি সমস্ত চিন্তা ভুলে যাবেন । এই শান্ত পরিবেশে পাখিদের ডাক ও ঝিঝি পোকার শব্দ ছাড়া অন্য কোন আওয়াজ বা কোলাহল এখানে শুনতে পাবেন না ।

ঊপরি পাওনা হল আকাশ পরিস্কার থাকলে এখান থেকে দেখতে পাওয়া তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা ও তার সাথে অন্যান্য পাহাড়ি চুড়ার দর্শন পাওয়া যায় । এছাড়াও এখান থেকে দুরে লাভা,রিশপ,সিকিম,কালিম্পং এর পাহাড় ও দেখতে পাবেন ।

শুধু কাঞ্চনজঙ্ঘা ও শান্ত পরিবেশ নয়, এছাড়াও এখানে দেখতে পাবেন নানা ফুল, পাখি ও নেওরা ভ্যালীর বিভিন্ন জিব বৈচিত্র ইত্যাদি । যারা পাখি দেখতে বা অ্যাডভেনচার ভালো বাসেন তারা এই স্থানটি ঘুরে দেখতে পারেন । শান্তিতে পাহাড়ে কিছু দিন সময় কাটানোর এক দারুন স্থান হতে পারে এই কোলাখাম ।

where Is Kolakham Located ?

কোলাখাম কালিম্পং থেকে ৩৮ কিমি দুরে নেওরা ভ্যালী ন্যাশনাল পার্কের মাঝে অবস্থিত , লাভা থেকে এই কোলাখাম এর দূরত্ব প্রায় ৮ কিমি ও শিলিগুড়ি এবং এনজেপি থেকে এর দূরত্ব প্রায় ১০৭ কিমি ।

How to reach Kolakham

কোলাখাম আপানারা দুটি রাস্তা দিয়ে যেতে পারেন, একটি কালিম্পং হয়ে ও অপরটি গরুবাথান হয়ে । গরুবাথান হয় রাস্তাটির দূরত্ব কম পরবে এবং এই রাস্তা দিয়ে গেলে আপনারা Dooars কিছু স্থান ও ঘুরে দেখে নিতে পারবেন । এই এই রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্যও অপূর্ব, ঘন পাইনের জঙ্গলের মাঝ দিয়ে চলে গেছে এই রাস্তা যা দেখতে দারুন লাগে ।

আপানরা শিলিগুড় বা এনজেপি থেকে সরারসরি গাড়ি ভাড়া করে ফেলতে পারেন এখানে আশার জন্য যার ভাড়া পরবে ৪০০০-৪৫০০ টাকা ও সময় লাগবে ৪-৫ ঘণ্টা । নিউ মাল জংশন হল এই স্থানের সব থেকে কাছের রেল station আপানারা এখান থেকেও গারাই ভাড়া করে চলে আসতে পারেন এক্ষেত্রে আপানদের ভাড়া ও সময় দুটোই কম লাগবে ।

কম খরচে আসতে চাইলে আপনারা শেয়ার গাড়ি করে প্রথমে লাভা পৌঁছতে পারেন এবং সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন কোলাখাম পর্যন্ত ।

কোলাখাম পৌছনোর আগে আপানদের নেওরা ভ্যালী পার্কে প্রবেশের জন্য টিকিট কাতে হবে যার খরচ পরবে আনুমানিক ১২০ টাকা প্রতিজন ।

আরও দেখুন –

Kolakham Homestay | Homestay In Kolakham | Kolakham Hotels

এবার আসি কোলাখামে থাকার বেপারে, কোলাখামে থাকার জন্য আপানরা এখানে অনেক হমস্তে পেয়ে জাবেন , তাদের মধ্যে কিছু কিছু হমস্তে হল pinewood resort kolakham, casero kolakham,silent valley resort kolakham, Arohi Homestay ইত্যাদি । নিচে এই সমস্ত হমস্তের ফোন নাম্বার দেওয়া হল আপনারা চাইলে এখানে ফোন করে রুম বুক করতে পারেন ।

Casero Homestay7585848267
Pinewood Resort9163596075/9874520005
Silent Valley Resort9830107780/9830107879
Arohi Homestay9051366066/8617284765

প্রত্তেকটি হমস্তের খরচ প্রায় ১০০০-১৫০০ টাকার মধ্যে এবং এই খরচ এর মধ্যে তিনবেলার খাওয়া,চা, ও সন্ধ্যের snacks অন্তর্ভুক্ত থাকবে ।

Things to do In kolakham | What to see

কোলাখাম এ আপনারা যে সমস্ত কাজ করতে পারেন বা যে সমস্ত জিনিস গুলি দেখতে পারেন সেগুলি হল –

  • কোলাখামে শান্ত নিরিবিলি পরিবেশে হমস্তের রুমে বসে চোখের সামনে পাহাড়ি উপত্যকা ও তার মাঝে মেঘেদের খেলা খেলা দেখতে দেখতে আপনি আরাম করতে পারেন ।
  • পায়ে হেটে গ্রাম ও সেখানকার স্থানিয়দের জীবনযাপন দেখতে পারেন।
  • অসংখ্য পখিদের বাস এই নেওরা ভ্যালী ন্যাশনাল পার্কে, হাতে বাইনোকুলার নিয়ে বেরিয়ে পরুন পাখিদের দেখতে ।
  • নেওয়রা ভ্যালীর জঙ্গলের ভেতরে ট্রেকিং করে দেখে নিতে পারেন ঝর্না,বিভিন্ন ফুল, ভাগ্যে থাকলে এখানে আপনারা দেখতে পাবেন ‘রেড পাণ্ডা’ কারন এই নেওরা ভ্যালী রেড পাণ্ডা দের বাসঘর।

Kolakham sightseeing

এছাড়াও আপানরা এখান থেকে আশেপাশের কিছু স্থানের Day Tour সেরে ফেলতে পারেন যেমন –

  • Lava : কালিম্পং এর খুব পরিচিত এই লাভা গ্রামটি এখান থেকে মাত্র ৮ কিমি দুরত্তে অবস্থিত, আপনারা এখানে সহজে পৌঁছে যেতে পারবেন । দেখে নিতে পারবেন লাভা মনাস্ত্রি ও এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দারুন ভিউ।
  • Changey Falls : কোলাখাম থেকে মাত্র ৪ কিমি দুরে অবস্থিত এই সুন্দর পাহাড়ি ঝর্না, এই ছাঙ্গে ফলস পৌঁছতে গেলে আপনাদের একটু ট্রেক করতে হবে কারন এই ঝর্নাটি রাস্তা থেকে ২০০ মিটার নিচে অবস্থিত,তবে ঝর্নাটি দেখে খুব সুন্দর ।
  • Rishop : হাতের কাছেই আর একটি সুন্দর পাহাড়ি গ্রাম রিশপ এখানেউ আপানরা ঘুরে দেখতে পারেন ।
  • Lolegaon: লোলেগাঁও এখান থেকে প্রায় ৩০ কিমি দুরে অবস্থিত, এই স্থানটিও Day Tour করে ফেলতে পারেন, হেটে দেখতে এখানকার জঙ্গলের ভেতরে বানানো কানপি ওয়াল্ক এ ।
  • Kafer Gaon : লোলে গাঁও থেকে সামান্য দুরত্তে অবস্থিত অপর একটি সুন্দর অফবিট গ্রামট কাফের গাঁও ঘুরে ফেলতে পারেন ।
  • Kalimpong : কালিম্পং থেকে এই স্থানটি মাত্র ৩৮ কিমি দুরে অবস্থিত তাই আপানরা কালিম্পং শহর ও তার আশেপাশের স্থান ঘুরে দেখতে পারেন।

সচরাচর জিজ্ঞেস করা কিছু প্রশ্ন

kolakham to rishop distance ?

কোলাখাম থেকে রিশপ এর দূরত্ব প্রায় ১৮ কিমি

kolakham to lava distance ?

কোলাখাম থেকে লাভা এর দূরত্ব প্রায় ৮.৫ কিমি

kolakham to lolegaon distance ?

কোলাখাম থেকে লোলেগাঁও এর দূরত্ব প্রায় ৩০ কিমি

kolakham to charkhole distance ?

কোলাখাম থেকে চারখোল এর দূরত্ব প্রায় ৬০ কিমি

kolakham to darjeeling distance ?

কোলাখাম থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ৯০ কিমি

kolakham to kalimpong distance ?

কোলাখাম থেকে কালিম্পং এর দূরত্ব প্রায় ৪০ কিমি

kolakham to changey falls distance ?

কোলাখাম থেকে ছাঙ্গে ফলস এর দূরত্ব প্রায় ৪ কিমি

kolakham to gangtok distance ?

কোলাখাম থেকে গাংটক এর দূরত্ব প্রায় ৯২ কিমি

আশা করি আপনাদের এই আর্টিকেলটি ভালো লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে, আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ও কমেন্টে আপনাদের মতামত লিখে জানাবেন ।

আরও কিছু অফবিট স্থান –

Leave a Comment