লামাহাট্টা -ইকোপার্ক | Lamahatta – Tour Cost, Homestay , How to Reach

দার্জিলিং থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট গ্রাম হল এই লামাহাট্টা (Lamahatta), লামাহাটা উচ্চতা প্রায় ৫৭০০ ফিট মুলত শেরপা , ভুটিয়া তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি ।

লামা কথার অর্থ হল বৌদ্ধ ভিক্ষু এবং হাট্টা কথার অর্থ হল বাসস্থান অর্থাৎ এই লামাহাটা শব্দটির অর্থ হলো যেখানে বৌদ্ধরা বাস করেন, ভারতিয় সরকার তিব্বতিয় লামাদের বসবাস করার জন্য এই জাইগাটি নির্বাচন করেছিলেন সেই জন্নই এখানকার নাম লামাহাট্টা।

শহুরে কোলাহল থেকে দূরে লামাহাটা প্রকৃতিকে মন ভরে উপভোগ করা একটি আদর্শ স্থান হিসেবে আপনারা বেছে নিতে পারেন

লামাহাটা গ্রামটির মূল আকর্ষণ হলো এখানকার লামাহাটা পার্ক যেটি 2012 সালে আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি উদ্বোধন করেছেন ,স্থানিয় বাসিন্দাদের সাহায্যে ও সরকারি সহায়তাই এই গ্রামটিকে একটি ইকো-পর্যটন স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে।

চারদিকে পাইন ও ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে বসে সামনে কাঞ্চনজঙ্ঘা কে দেখতে দেখতে কখন যে আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা বুঝে উঠতে পারবেন না

একদিকে বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল এবং অপর দিকে খোলা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘা অপরূপ দৃশ্য তার সাথে বিভিন্ন রঙ্গিন ফুলের গাছ ও প্রজাপতি এইসব পেয়ে যাবেন এই লামাহাট্টা ইকো-পার্কে, এই পার্কে বিভিন্ন স্থানে বসে থাকার জাায়েগা করা হয়েছে যেখানে বসে প্রকৃতি প্রেমিরা মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন ।

লামাহাট্টা পৌঁছাব কিভাবে | How to Reach Lamahatta

লামাহাটা পৌঁছতে হলে আপনারা যদি ট্রেনে আসেন তাহলে এনজিপি স্টেশন থেকে যদি বাসে আসেন তবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে এবং অথবা যদি আপনারাা ফ্লাইটে আসেন তবে বাগডোগরা এয়ারপোর্ট থেকে লামাহাট্টার জন্য সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে আসতে পারেন ।

সরাসরি গাড়ি ভাড়া করে আসলে আপনাদের গাড়ি ভাড়া পরে যাবে, যদি ছোট গাড়ি ভাড়া করেন তবে সেক্ষেত্রে খরচ পরবে 2000 থেকে 3000 টাকা অথবা আপনার যদি বড় গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে পড়ে যাবে 2500 থেকে 3500 টাকা।

এছাড়াও আপনারা শেয়ার গাড়ি করে লামাহাট্টা পৌঁছাতে পারেন এক্ষেত্রে লামাহাটা পৌঁছানোর জন্য দুটি রাস্তা আছে ।

  • প্রথমটি হলো শিলিগুড়ি >সেভক >তিস্তা বাজার >পেশক টি গার্ডেন> লামাহাট্টা ( via NH110) দূরত্ব প্রায় ৭০ কিমি ।
  • দ্বিতীয়টি হলো শিলিগুড়ি >সনাদা >জোরবাংল>লামাহাট্টা (Via NH10) দূরত্ব প্রায় ৬৬ কিমি ।

NJP Station থেকে লামাহাট্টার দূরত্ব প্রায় ৭২ কিম এবং বাগদগ্রা থেকে দূরত্ব প্রায় ৮৫ কিমি

শেয়ার গাড়িতে এলে খরচ পরবে প্রায় ৪০০-৬০০ টাকা

আরও দেখুন কিছু অফবিট স্থান

Lamahatta Homestay Lamahatta Homestay Number & List

লামাহাটা তে থাকার জন্য মূলত আপনার এখানে হোম স্টে পেয়ে যাবেন এছাড়া ওখানে থাকার জন্য বিভিন্ন হোটেল পেয়ে যাবে নিম্নলিখিত কিছু হোটেলের নাম্বার নাম্বার আমি আপনার প্রত্যেকটি খরচ এখানে বর্ণনা করা হলো

Lamahatta Homestay9832033444
9434230704
1000-1200/head/day
Mountain View9775482027
9609427851
1000-1200/head/day
Nawang Homestay9733323933 1000-1200/head/day
Asha Aani Homestay85829229971200-1400/head/day

Lamahatta Sightseeing | Lamahatta places to visit

লামাহাটা প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে অবশ্য ভরে তুলবে লামাহাটা মূল আকর্ষণ হলো এখানকার ইকোপার্ক।

প্রসঙ্গত বলে রাখা ভাল এই পার্কে প্রবেশ করার জন্য টিকেট কাটতে হবে যার মূল্য ১৫ টাকা জনপ্রতি।

ইকো পার্কের ভেতরে পাবেন পাইনের ঘেরা ঘন জঙ্গল তার সাথে বিভিন্ন প্রজাতির পাখি প্রজাপতি অর্কিড অব্দি এখানে আপনারা দেখতে পাবেন ফুলের সম্ভার ও প্রাকৃতিক সৌন্দর্য্য প্রভৃতি হলো এই লামাহাট্টা ইকোপার্ক এর মূল বৈশিষ্ট্য

ইকো পার্কের ভিতরে বিভিন্ন স্থানে বসার জায়গা আছে এছাড়াও একটি পাইন গাছের উপরে তৈরি একটি ওয়াচ টাওয়ার আছে যেখান থেকে দাঁড়িয়ে খোলা মেঘমুক্ত আকাশে দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য খুব সহজেই দেখতে পাবেন

ইকো পার্কে উপরের দিকে একটি একটি জলাশয় আছে যা এখানকার বাসিন্দার জন্য খুব পবিত্র আপনারা চাইলে ট্রেক করে সেই জলাশয় টি ঘুরে আসতে পারেন, জলাশয় কাছে পৌঁছানোর জন্য এখানে পাহাড়ের গায়ে পাথর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে যা ঘন পায়নি জঙ্গলে মাঝখান দিয়ে চলে গেছে

যারা অ্যাডভেঞ্চারপ্রেমী তারা অবশ্যই এই ঘন এই জঙ্গলে মাঝখান দিয়ে ট্র্যাক করে সেই জলাশয় যাওয়ার রাস্তাটা খুব উপভোগ করবেন , রাস্তার দু’ধারে কোন ঘন পাইনের জঙ্গল এবং সেই ঘন জঙ্গলের ফাঁকফোকর দিয়ে মাঝেমধ্যে উঁকি মারছে সূর্যের কিরণ যা এক আলাদা অভিজ্ঞতার সৃষ্টি করবে

এছাড়াও লামাহাট্টা তে থেকে আশেপাশের বিভিন্ন স্থান গুলি সহজে বহন করিতে পারেন তার মধ্যে নিম্নলিখিত কিছু স্থান হল –

  • দার্জিলিং শহর : দার্জিলিং শহর লামাহাট্টা থেকে কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় আপনারা চাইলে খুব সহজে দার্জিলিং শহরটি এখান থেকে ঘুরে আসতে পারেন
  • ঘুম : ঘুম স্টেশন ও ঘুম Monastry এখান থেকে খুব কাছে তাই চাইলে আপনারা স্থানটিও ভ্রমন করতে পারেন
  • Takdah : তাকদা গ্রামটি লামাহাট্টা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি সুন্দর গ্রাম চাইলে আপনার স্থান ঘুরে দেখতে করতে পারেন
  • পেশক টি গার্ডেন: লামাহাট্টা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত পেশক চা বাগান চারিদিকে চা গাছের বাগান নিয়ে গড়ে ওঠা এই গ্রামটি খুব সহজে দেখে নিতে পারেন
  • Dawaipani : দাওাইপানি গ্রামটি এখান থেকে ৬ কিলোমিটার দূরে অবস্থিত তাই চাইলে এই গ্রামটির আপনি দেখে নিতে পারেন
  • Chatakpur : চটকপুর গ্রামটি এখান থেকে ২৮ কিমি দূরে অবস্থিত চাইলে আপনারা ছোট গ্রামটি দেখে আসতে পারেন
  • Trivni Camping : দুটি পাহাড়ি নদীর তিস্তা ও রঙ্গিত এর মিলন স্থান হোল এই ত্রিভেনি , এই সুন্দর স্থানটিও সহজেই ঘুরে আসতে পারেন।

সচারচর জিজ্ঞাস্য কিছু প্রশ্ন –

Lamahatta to lepchajagat Distance ?

লামাহাট্টা থেকে লেপচাজগত এর দূরত্ব ২২ কিমি

Lamahatta to Darjeeling distance ?

লামাহাট্টা থেকে দার্জিলিং এর দূরত্ব ১৯ কিমি

Lamahatta To Tinchuley Distance ?

লামাহাট্টা থেকে তিনচুলের দূরত্ব ৬ কিমি

Siliguri to Lamahatta Distance ?

শিলিগুড়ি থেকে লামাহাট্টার দূরত্ব ৭০ কিমি

sittong to lamahatta distance

লামাহাট্টা থেকে সিটং এর দূরত্ব ৩১ কিমি

2 thoughts on “লামাহাট্টা -ইকোপার্ক | Lamahatta – Tour Cost, Homestay , How to Reach”

  1. দয়াকরে একটু বানান ভূল গুলি ঠিক করেন তাহলে ভালো হয়। ধন্যবাদ।

    Reply

Leave a Comment