লাটপাঞ্চার | Latpanchar – A Hidden Bird’s World Near Siliguri

Latpanchar শিলিগুড়ি থেকে মাত্র 40 কিমি দুরে অবস্থিত একটি ছোট পাহাড়ী গ্রাম , এই গ্রামটি কে পাখিদের সর্গ রাজ্য বলা হয় । মহানন্দা অভয়ারণ্যের মধ্যে অবস্থিত হওয়ায় এখানে নানা প্রজাতির পাখিদের দেখা মেলে যেমন হর্নবিল মাগ্পাই উডপিকার এছাড়াও নানা প্রজাতির পাখি , তাই পাখি প্রেমীদের জন্য এই স্থানটি সর্গের থেকে কম নয় ।

শুধু পাখি নয় অভয়ারণ্যের মধ্যে অবস্থিত হওয়ায় এখানে দেখা মিলতে পারে বন্য জীবজন্তুদেরও । প্রায় 4500 ফিট উচ্চতায় অবস্থিত এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য ও অপরূপ , এখান থেকে দেখেতে পেতে পারেন বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা কেউ ।

সিটঙ অহলদারা এই সমস্ত স্থান গুলিও এখান থেকে খুব কাছে , তবু ও এখানে পর্যটকদের আনাগোনা খুব । অনেকেই হয়তো এই স্থানটির সাথে পরিচিত নয় ফলে এখনকার পরিবেশ একদম শান্ত নিরিবিলি । শান্ত পাহাড়ী উপত্তকা বিভিন্ন প্রজাতির পাখি ও তাদের কুঞ্জন এই সব মিলিয়ে এক দারুন স্থান এই লটপানচার ।

শিলিগুড়ির আসেপাসে ঘুরে যেতে চাইলে লাটপানচার আপনাদের জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠতে পারে ।

Latpanchar Location | Latpanchar Distance from Siliguri/NJP?

লাটপানচার সিটঙ খাসমহলের মধ্যে অবস্থিত একটি ছোটো পাহাড়ী গ্রাম । শিলিগুড়ি থেকে এই স্থানের দুরত্ত প্রায় 40 কিমি ও এনজেপি থেকে দুরত্ত প্রায় 42 কিমি ।

How to Reach Latpanchar from Siliguri/NJP

শিলিগুড়ি বা এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন এখানে গাড়ি ভাড়া লাগবে প্রায় 2500-3500 টাকা সীজন হিসাবে এই ভাড়া কম বেশী হতে পারে । অথবা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি করে পৌছে যেতে পারেন এখানে ভাড়া পড়বে প্রায় 150-200 টাকা প্রতিজন।

Best Time to Visit Latpanchar

লাটপানচার আসার সব থেকে ভালো সময় হল অক্টোবর-মার্চ এই সময় পর্যন্ত , এই সময় এলে এখানে পাখি দেখতে পাবেন ও আকাশ পরিষ্কার থাকলে আশেপাশের ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ও দেখা পেয়ে যাবেন । বর্ষাকালে অভয়ারণ্যে প্রবেশ নিষেধ থাকে ফলে এই সময় এলে আপনার পাখি দেখতে পাবেন না , তবে পাখি না দেখতে চাইলে একান্তে বর্ষার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসতেই পারেন ।

Where to stay in Latpanchar | Latpanchar Homestay Number

পাহাড়ে থাকার শেরা ঠিকানা হল এখানকার হোমস্টে , লাটপানচার এ থাকার জন্য আপনার অনেক হোমস্টে পেয়ে যাবেন । নিচে কিছু হমস্টের নাম ও ফোন নম্বর প্রদান করা হলো ।

Latpanchar Hornbillnest Homestay08926015477
Ashray Homestay Latpanchar08101554318
Namaste Latpanchar Homestay09134108337
হোমস্টে গুলির খরচ প্রায় 1200-1500/ প্রতিজন সীজন অনুযাই দাম কম বেশি হতে পারে , উপরে দেবা নম্বর এ ফোনে করে সমস্ত ডীটেলস জেনে নিবেন।

এছাড়াও এখানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেপেরমেণ্ট এর থাকার ঘর আছে সেখানএও থাকতে পারেন।

আরও দেখুন –

Latpanchar Sightseen

লাটপানচার ও তার পাশাপাশি যে সমস্ত স্থান গুলি ঘুরে দেখতে পারেন তা হলো ….

Latpanchar Village and Bird Watching: পায়ে হেটে বেরিয়ে পড়ুন এই ছোট গ্রামটি দেখতে , এখানে দেখতে পারেন এখনকার পুরোনো বুদ্ধ মনস্ট্রি , কুইনাইন চাষ ও তার ফ্যাক্টরি , স্থানী ও গাইড কে সাথে নিয়ে ঘুরে আসুন মহানন্দা অভয়ারণ্যের মাঝে দেখে নিন না প্রজাতির পাখি ।

দেখে নিন যোগীখোলা রক ক্লাইম্বিং স্থানটি রক ক্লাইম্বিংট্রাই করতে পারেন । চলে যান পাশে অবস্থিত সানসারিদারা ভিউ পয়েন্ট এ এখান থেকে দেখেন নিন সূর্যোদয় ও সূর্যাস্ত ।

Namthing Pokhri : পাইনের জঙ্গলে ঘেরা একটি ছোট জলাশয় এই নামথিং পোখড়ি , খুব কাছে অবস্থিত এই স্থানটি । এই নামথিং পোখড়ি তে দুর্লভ হিয়ামলয়ান সলমেণ্ডার দেখতে পাওযা যাই ।

Sittong: সিটঙ কে কমলালেবুর গ্রাম বলা হয় , দার্জিলিং এর বেশিরভাগ কমলা তৈরি হয় এখানে । খুব সামান্য দুরত্তে অবস্থিত এই স্থানটি তাই এখানে এলে কমলালেবুর বাগান ঘুরে দেখতে পারেন । সিটঙ সম্পর্কে বিস্তারিত দেখুন Click Here

Ahaldara: অহলদারা এই স্থানটি একটি অপূর্ব ভিউ পয়েন্ট এখান থেকে দারুন সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাই , এই স্থানটিও ঘুরে দেখতে পারেন । অহলদারা সম্পর্কে বিস্তারিত দেখুন –ClickHere

Siliguri to Latpanchar Distance?

শিলিগুড়ি থেকে এই স্থানের দুরত্ত প্রায় 40 কিমি

NJP to Latpanchar Distance?

এনজেপি থেকে লাটপানচার এর দুরত্ত প্রায় 42 কিমি

latpanchar to ahaldara distance?

লাটপানচার থেকে অহলদারা এর দুরত্ত প্রায় 6 কিমি ।

আশা করি আপনাদের লাটপানচার সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লেগে থাকবে , ও আপনাদের ভ্রমণে সাহায্য করবে । আর্টিকেলটি ভালো লেগে থাকলে প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করবেন ও কমেন্ট এ লিখে জানাবেন ।

Leave a Comment