এই করোনা মহামারিতে বারিতে বসে সময় কাটছেনা, মনটা কেমণ পাহাড় পাহাড় করছে, কিন্তু পাহাড়ে ভীড় এলাকা এড়ীয়ে চলতে চান তাহলে বেড়ীয়ে আসুন Lepchajagat থেকে. দার্জিলিং এর আশেপাশে অফবিট স্থান গুলির মধ্যে এটি একটি অন্যতম স্থান।

এই লেপচাজগত হল দার্জিলিং এর কাছে একটি offbeat destination, যার উচ্চতা হল ভুমি থেকে 6900 ফিট।লেপচাজগত মুলত লেপচা জনজাতির লোকজন নিয়ে গড়ে ওঠা একটি ছোট পাহাড়ি গ্রাম, জগত কথার অর্থ পৃথিবী ( world) লেপচা লোকেদের নিয়ে গড়ে ওঠা এই ছোট গ্রামের নাম তাই লেপচাগজত হয়েছে।
দার্জিলিং এর কাছাকাছি অবস্থিত হলেউ এখানে দার্জিলিং এর মতো পর্যটকদের ভিড় ও ঘিঞ্জি পরিবেশ পাবেন না। চারিদিকে পাইন ও ধুপি গাছের জঙ্গলে ঘেরা, মেঘে ঢাকা এক শান্ত ও নির্মল পরিবেশ এই লেপচাজগতের যা মনের সমস্ত চিন্তা ভুলিয়ে মনে প্রশান্তির আবহ তৈরি করবে।
এই লেপচাজগত এর মুল আকর্ষণ হল এখান থেকে দেখতে পাওয়া মনে তৃপ্তি আনা কাঞ্চনজঙ্ঘা্র সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য এবং তার সাথে গোটা দার্জিলিং শহরের দৃশ,টাইগার হিল ও লেপচাজগতের উচ্চতা প্রায় সমান হওয়ায় এখান থেকে খুব সহজেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় , এমনকি হমস্তের রুম থেকেও থেকেউ এই দৃশ্য পরিলক্ষিত হয় । সকালে হমস্তের রুমে বসে চায়ের কাপে চুমুক দিয়ে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করা এক আলাদা অনুভুতি এনে দিবে।
এছাড়াও Lepchajagat ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায় , এখানে বানানো কাঠের ব্রেঞ্চে বসে সামনাসামনি কাঞ্চনজঙ্ঘা ও বিভিন্ন পাহাড়ি চুড়াও দেখতে পাবেন। রাতের বেলা দূরে দার্জিলিং শহরের লাইট অন্ধকারে তারাদের মতো দেখতে লাগে এখান থেকে। সব মিলিয়ে হাতে প্রিয়জনদের সাথে বা বন্ধুবান্ধবদের সাথে পাহাড়ে দু-একদিন নিরিবিলিতে সময় কাটানোর মতো এক আদর্শ স্থান এই Lepchajagat .
Table of Contents
Siliguri To Lepchajagat Distance

Siliguri to Lepchajagat এর Distance প্রায় ৬৫ কিমি গাড়িতে যেতে যার সময় লাগবে মোটামটি দু ঘণ্টা থেকে তিন ঘণ্টা ।
লেপচাজগত কিভাবে পৌছাব ? | How to Reach Lepchajagat ?
এবার আসি Lepcha jagat পৌঁছানোর বেপারে , আপনারা যদি কোলকাতা থেকে আসেন তবে আপনারা তিনটি উপায়ে পৌছাতে পারেন.
- কোলকাতা থেকে বাগডোরা by flight
- কোলকাতা থেকে শিলিগুড়ি বাসে
- ট্রেন
ফ্লাইটে এলে বাগডোরা তে নেমে সেখান থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে নিতে পারেন লেপচাগজত এর জন্য , অথবা বাগডোরা থেকে অটো/টোটো ধরে তেঞ্জিং নরগে বাসস্ট্যান্ডে এসে সেখান থেকেও গাড়ি ভাড়া করে অথবা share গাড়ি করে নিতে পারেন।
একই ভাবে ট্রেন বা বাসে এলে NJP station থেকে ও বাসস্ট্যান্ড থেকে গাড়ি ভাড়া করে বা share গাড়ি করে পউছে যেতে পারেন লেপচাগজতে.
যদি আপনারা গাড়ি বুক করে যান সেক্ষেত্রে গাড়ি ভাড়া লাগতে পারে ৩০০০-৪০০০ টাকা , অপর দিকে শেয়ার গাড়িতে খরচ লাগতে পারে ১৫০-৩০০/জনপ্রতি.
শেয়ার গাড়িতে গেলে আপনাদের প্রথমে ঘুম পৌছাতে হবে, সেখান থেকে গাড়ি পালটে সুখিয়াপোখরি উদ্দেশে যাওয়া গাড়িতে উঠে লেপচাগজত গন্তব্য বললে সেখানে পউছে দেবে.
এছাড়া আপনারা মিরিক হয়ে লেপচাগজত পৌছাতে পারবেন.
Train Schedule
Train Name | Departure time | Arrival time |
03149 – Kanchankanya express | 8.30 pm | 7.30 am |
02343 – Darjeeling mail | 10.05 pm | 8.15 am |
02377- Padatik sp express | 11.20 pm | 9.10 am |
Lepchajagat Homestay | Homestay In Lepchajagat | Hotel In Lepchajagat
মুলত লেপচাজগত একটি ছোট পাহাড়ি হওয়ায় এখানে আপনারা থাকার জন্য কোন হোটেল পাবেন না , কিন্তু এখানে থাকার জন্য আপনারা অনেক Homestay পেয়ে যাবেন। এই Home stay গুলিতে আপনারা Fooding & Lodging এর সুবন্দোবস্ত পেয়ে যাবেন।
নিচে কিছু best homestay in lepchajagat এর নাম , নাম্বার ও estimated price দেওয়া হল আপানারা এই নাম্বার যোগাযোগ করে খরচ ও বুকিং করে নিতে পারেন।
দেখুন আরো কিছু অফবিট স্থান –
Lepchajagat Homestay List & Number
Salakha Homestay | 9547491418/9647744853 | 1200/head/day |
Kanchankanya Homestay | 9593565309/9564555618 | 1300/head/day |
Tamang Homestay | 9475623260/9593279088 | 1000/head/day |
Green valley Homestay | 9832834365/8972024669 | 1000-1200/head/day |
Lepchajagat Homestay | 9563501219/7872305345 | 1000-1200/head/day |
Pakhrin Homestay | 8348924355/9051064510 | 1000-1200/head/day |
Bhutia Homestay | 7047935044 | 1200/head/day |
Silver pine Homestay | 9679941830/8172082102 | 1300-1400/head/day |
Pine view Homestay | 9002610162/9609982756 | 1000/head/day |
Nilkanth Homestay | 7679936374 | 1000-1200/head/day |
প্রতিটি Homestay এর প্যাকেজে আপনারা পেয়ে যাবেন তিন বেলার খাওয়ার যথা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ও সাথে চা ও সন্ধ্যের স্নাক্স ও পেয়ে যাবেন। এছাড়াও আপানারা যদি বনফায়ার করতে চান বা তাবুতে থাকতে চান তার বেবস্থাও এখানে পেয়ে যাবেন যার জন্য এক্সট্রা টাকা লাগবে।
কি কি দেখবেন ? Lepchajagat Sightseeing
লেপচাজগত এর মুল আকর্ষণ হল এখানকার প্রাকিতিক সৌন্দর্য , মেঘে ঘেরা পাইন গাছের ফরেস্ট ও তার সাথে অপরুপ কাঞ্চনজঙ্ঘা। যারা শান্ত নিরিবিলি পরিবেশে কিছু দিন সময় কাটাতে চান তাদের কাছে এই লেপচাজগত একটি আদর্শ স্থান হতে পারে।
টাইগার হীল ও লেপচাজগত প্রায় একই উচ্চতা অবস্থিত হয়াই এখান থেকে আপনারা পরিস্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন ও সূর্যোদয় – সূর্যাস্ত দেখতে পাবেন। এছাড়াও এখানে নানা প্রজাতির পাখির সমাবেশ আপনারা উপলব্ধি করবেন।
লেপচাজগত একটি মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এখান থেকে আশেপাশের কিছু স্থান দেখে নিতে পারেন যেমন …
- Darjeeling Town : দার্জিলিং শহর এখান থেকে খুব একটা দূরে অবস্থিত না হওয়ায় এখান থেকে খুব সহজেই দার্জিলিং শহর ও তার আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন।
- Ghum Monastery : এই স্থানটিও লেপচাজগত থেকে খুব কাছে অবস্থিত তাই চাইলে ঘুম মনাস্ত্রি ও ঘুম station ও এখান থেকে ঘুরে দেখে নিতে পারেন।
- Poshupoti market : লেপচাজগত থেকে পশুপতি মার্কেট ও কাছে তাই এখান থেকে সহজেয় ঘুরে আশা যায় । পশুপতি মার্কেটটি আসলে ভারত ও নেপালের বর্ডার এবং এখানের মার্কেটে বিদেশী পণ্য খুব কম দামে পাওয়া যায় , আপানারাও এখান থেকে কেনাকাটি করতে পারেন।
- Mirik Lake : লেপচাজগত থেকে মিরিক লেকের দূরত্ব খুব বেশী নয় তাই এখানেও আপনারা চলে আসতে পারেন সময় কাটিয়ে নিতে পারেন এখানের লেকে boating করে।
- Manebhaynjan : যারা সান্দাকফু ট্রেক করেন তদের কাছে এই গ্রামটি পরিচিত এখান থেকেই সান্দাকফু ট্রেক শুরু হয় , এখানে দেখা মিলবে ব্রিটিশ আমলের তৈরি Land rover , চাইলে এই গ্রামটিও ঘুরে দেখতে পারেন ।
Frequently asked Questions
Lepchajagat To Darjeeling Distance ?
Lepchajagat থেকে Darjeeling শহরের Distance প্রায় ১৪ কিমি
NJP to Lepchajagat Distance ?
NJP থেকে লেপচাজগত এর দূরত্ব হল ৭৫ কিমি
what is the Height Of Lepchajagat ?
লেপচাজগত সুমদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6900 feet উচুতে অবস্থিত
How to go Lepchajagat from kolkata ?
Kolkata থেকে Lepchajagat পৌছতে গেলে আপনাদের প্রথমে ট্রেন বা বাস এ করে শিলিগুড়ি পৌছতে হবে । ট্রেন এ এলে NJP থেকে ও বাস এ এলে Tenjing norge Stand থেকে গাড়ি ভাড়া করে লেপচাজগত পৌঁছে যেতে পারেন অথবা শেয়ার গাড়িতে এলে ঘুম station নেমে সেখান থেকে সুখিয়া যাওয়ার গাড়ি চেপে লেপচাজগত পৌছতে পারেন।
Lepchajagat to lamahatta distance
লেপচাজগত থেকে লামাহাট্টার দূরত্ব প্রায় ২২ কিমি
Lepchajagat to mirik distance
লেপচাজগত থেকে মিরিক শহরের এর দূরত্ব প্রায় ২৬ কিমি
Lepchajagat to manebhanjan distance
লেপাচাজগত থেকে মানেভঞ্জন এর দূরত্ব প্রায় ১২ কিমি
Lepchajagat to dhotrey distance
লেপচাজগত থেকে ধত্রে এর দূরত্ব প্রায় ৩০ কিমি
আশা করি উপরে দেওয়া তথ্য আপনাদের ভ্রমনে সাহায্য করবে, অপরের কাছে এই তথ্য পৌঁছে দিয়ে তাদেরও সাহায্য করতে পারেন তাদের ভ্রমনে।
Thanks for your excellent description & guidance. Please keep it up.
Thank you for your valuable comment