লেপচাখা | Lepchakha-The Heaven Of Dooars Near Bhutan Border

উত্তরবঙ্গের ডুয়ার্স এর অপরিচিত ছোটো পাহাড়ি গ্রাম হল এই লেপচাখা , Lepchakha গ্রামটি ভারত ও ভূটান সিমান্তে অবস্থিত। এখান থেকে ভূটান বর্ডার এর দূরত্ব মাত্র ২-৩ কিমি । মুলত দ্রুকপা জনজাতি নিয়ে গড়ে ওঠা এই গ্রামটি , দ্রুকপা জনজাতিরা মুলত ভুটানের বাসিন্দা , বর্ডার ভাগের সময় এই লেপচাখা স্থানটি ভারতে চলে আসায় এই জনজাতির লোকেরা এখানে থেকে গেছে ।

lepchakha dooars | lepchakha homestay
Image By : Pasma Homestay

লেপচাখাকে ডুয়ার্স এর স্বর্গ বলে অনেকে ডেকে থাকে , কারন এখান কার প্রাকৃতিক সৌন্দর্য অপরুপ, এখান থেকে পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় সাথে অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত এখান থেকে দেখতে পাওয়া যায় , এছাড়াও লেপচাখা থেকে দেখতে পাওয়া যায় সুদূর ব্রিস্তিত ডুয়ার্স এর সবুজ ঘন জঙ্গল ও তার মাঝ দিয়ে বয়ে চলা ডুয়ার্স এর ভিবিন্ন নদী যা দেখে মনে হয় কোন সাপ একেবেকে চলছে ।

lepchkha view point

এছাড়াও এখানে রয়েছে একটি বুদ্ধ গুম্ফা যার সৌন্দর্যও অপরুপ । লেপচাখা স্থানটির অবস্থান ও দারুন এই স্থানটি বক্সা টাইগার রিজার্ভ পাহাড়ের চুড়াতে অবস্থিত এবং এখানে পৌঁছতে গেলে একমাত্র উপায় ট্রেক করা , কারন এখানে এখন পর্যন্ত কোন গাড়ি চলাফেরা করার রাস্তা তৈরি হয়নি ।

Lepchakaha Trek এর পথটিও খুব সুন্দর ট্রেক এর মাঝে বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে দেখতে পাবেন পাহাড়ি উপত্যকার সুন্দর দৃশ্য , এমনকি এই যাত্রাপথে দেখতে পাবেন বক্সা ফোর্ট যেখানে ব্রিটিশরা স্বাধীনতা সংগ্রামীদের আটক করে রাখতো , কথিত আছে এখানে নেতাজী সুভাষকে আটক করে রাখা হয়ে ছিল ।

ফলত এখানে পর্যটকদের সঙ্খাও কম , তাই এখানে এলে কোলাহল মুক্ত শান্ত পরিবেশ পাওয়া যাবে এবং মন ভরে প্রকৃতির কোলে সময় কাটাতে পারবেন । বেস্ত জীবন থেকে কিছুটা বিশ্রাম নিতে হলে এখানে এসে এক-দুদিন সময় অবশ্যই কাটিয়ে নিতে পারেন ।

Where is Lepchakha situated | Lepchakha Location

Lepchakha View point বা লেপচাখা গ্রামটি বক্সা পাহাড়ে ভারত-ভূটান সীমান্তে থেকে ২-৩ কিমি দুরে অবস্থিত । আলিপুরদুয়ার বা নিউ আলিপুরদুয়ার থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৩৫ কিমি, বক্সা টাইগার রিজার্ভ হয়ে এই স্থানে পৌছনো যায় ।

How to Reach Lepchakha | How Lepchakha from Alipurduar

লেপচাখা পৌছনোর জন্য সব থেকে কাছের রেল স্টেশন হল নিউ আলিপুরদুয়ার স্টেশন, এখান থেকে লেপচাখা দূরত্ব প্রায় ৩৫ কিমি । লেপচাখা পৌঁছতে গেলে প্রথমে আলিপুরদুয়ার থেকে বক্সা টাইগার রিজার্ভ হয়ে পৌঁছতে হবে সান্তালাবারি এবং সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছতে হবে জিরো পয়েন্ট এ ,জিরো পয়েন্ট থেকে ট্রেক শুরু করে পৌছবেন লেপচাখা তে ।

আলিপুরদুয়ার থেকে যদি আপনারা কোন গাড়ি ভাড়া করে আসেন তবে আপনাদের বক্সা টাইগার রিজার্ভ এ প্রবে করতে গেলে প্রবে মূল্য দিতে হবে ১২০ টাকা প্রতিজন ও গাড়ির জন্য আলাদা ৪০০-৫০০ টাকা । খরচ কম করতে চাইলে আপানরা আলিপুরদুয়ার থেকে সরকারি NBSTC বাস করে সান্তালাবাড়ী পৌঁছতে পারেন , এক্ষেত্রে ভাড়া পরবে ৩০-৫০ টাকা অতিরিক্ত কোন প্রবে মূল্য লাগবেনা ।

Lepchakha Trek | Lepchakha Trek Cost, Guide Cost

আলিপুরদুয়ার থেকে সান্তালাবাড়ী পৌঁছে সেখান থেকে আপনাদের লেপচাখা পৌছনোর জন্য গাইড ভাড়া করতে হবে,এখানে গাইড খরচ পরবে প্রায় ৫০০ টাকা । আপানদের ট্রেক শুরু হবে জিরো পয়েন্ট থেকে এই সান্তালাবাড়ী থেকে জিরো পয়েন্ট এর দূরত্ব প্রায় ৩-৪ কিমি । সান্তালাবাড়ী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত গাড়ি পেয়ে যাবেন যার খরচ পরবে প্রায় ৫০০ টাকা ।

আরও দেখুন –

Lepchakha Homestay | lepchakha homestay contact number | lepchakha homestay price

লেপচাখা তে থাকার জন্য এখানে হমস্টে পেয়ে যাবেন , এখানকার স্থানিয় লোকেরা তার বাড়ী গুলি হমস্টে হিসেবে গড়ে তুলেছে নিচে কিছু হমস্টে এর নাম্বার দেয়াও হল ।

Pasma Homestay9749036124
Pasma 28653254389
Rinchey Homestya8927816009/

এই সমস্ত হমস্টে আপানরা থাকতে পারেন , এখানে থাকা ও খাওয়া মিলিয়ে প্যাকেজ এ আপনাদের পরবে প্রায় ৮০০-১২০০ টাকা প্রতিজন । এছাড়াও এখানে টেন্ট এ থাকার বেবস্থাও আছে ।

Lepchakha Sightseeing | what to see in Lepchakha

লেপচাখা তে দেখার মতো আছে এখানকার অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য , শান্ত পরিবেশে পাহাড়ের নৈসর্গিক শোভা এখানে মন ভরে উপভোগ করতে পারবেন । এছাড়াও এখানে যা কিছু ঘুরে দেখতে পারেন যেমন…

  • লেপচাখা গ্রামটি ঘুরে দেখুন ।
  • লেপচাখার থেকে সামান্য দুরে অবস্থিত বক্সা দুর্গ ঘুরে দেখুন ।
  • দেখে নিতে পারেন এখানকার বক্সা মিউজিয়াম ।
  • পাশাপাশি অবস্থিত চুনাভাটি ও রোভার্স পয়েন্ট ট্রেক করে ঘুরে দেখতে পারেন ।

সব মিলিয়ে প্রকৃতির কোলে শান্ত পরিবেশে পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ ও সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখে বিচলিত মনকে শান্ত করতে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন এই লেপচাখাতে ।

Frequently Asked Question

Alipurduar to Lepchakha distance ?

আলিপুরদুয়ার থেকে লেপচাখা এর দূরত্ব প্রায় ৩৪ কিমি ।

Cooch behar to Lepchakha distance ?

কোচবিহার থেকে লেপচাখা এর দূরত্ব প্রায় ৫৬ কিমি ।

Jayanti to Lepchakha distance ?

জয়ন্তী থেকে লেপচাখা এর দূরত্ব প্রায় 15 কিমি ।

Which is the nearest station to lepchakha?

লেপচাখা পৌছনোর জন্য সব থেকে কাছের রেলস্টেশন হল আলিপুরদুরার স্টেশন ।

আশা করি লেপচাখা সম্পর্কে এই আর্টিকেলটি আপনাদের ভালো লাগবে , ভালো লাগলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করতে ভুলবেন না ।

আরও দেখুন ডুয়ার্স ও দারজীলিং এর কিছু অফবিট স্থান-

Leave a Comment