উত্তরবঙ্গে ঘোরার জন্য নতুন স্থান খুজছেন ? যেখানে শান্তিতে দুদিন কাটাতে পারবেন, আজকে এমনি একটি অফবিট স্থান Lungchu সম্পর্কে আপানদের জানাবো ।যারা ঘুরতে যাওয়ার জন্য Offbeat Northbengal Place খুজছেন তাদের কাছে এই লুংচু একটি আদর্শ স্থান হতে পারে ।

কালিম্পং জেলার একটি ছোটো পাহাড়ি স্থান হল এই লুংচু , কালিম্পং শহর থেকে দূরত্ব প্রায় 45 কিমি ও লাভা থেকে দূরত্ব প্রায় ১৩ কিমি ।Neora valley National Park এর মাঝে অবস্থিত এই স্থানটি এখন পর্যটকদের কাছে অচেনা ।
চারদিকে পাইন ধুপি ও নানা সবুজ গাছগাছালির মাঝে অবস্থিত এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায়না । পাহাড়ের চুড়াতে অবস্থিত এখানকার হমস্তের বারান্দা থেকে আরুন সুন্দর পাহাড়ি উপত্যকার ভিউ ও সাথে কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ ও পাওয়া যায় যা দেখে যেকেউ প্রফুল্লিত হয়ে উঠবে ।
এছাড়াও এই স্থানটির চারপাশে প্রচুর রংবাহারি ফুলের গাছ দ্বারা ঘেরা যা দেখতে দারুন লাগে ও Neora valley National Park এর মাঝে অবস্থিত হওয়ায় এখানে নানা ধরনের পাখিদের সমাবেশ লক্ষ্য করা যায় ।
এই শান্ত নিরিবিলি এই পাহাড়ি গ্রামে এলে দারুন এক শান্তির অনুভব করতে পারবেন, স্থানটির আশেপাশে কোন কোলাহল না থাকায় এখানে বসে প্রকৃতির নিদারুন সৌন্দর্য উপভোগ করতে আপনাদের কোন অসুবিধা হবেনা ।
যারা শান্ত নিরিবিলি পরিবেশ খুজছেন যেখান থেকে অপরুপ পাহাড়ি সৌন্দর্য উপভোগ করা যায় এমন একটি স্থান হল এই লুংচু , খুব অনায়াসে এখানে আপনাদের সময় এখানে কেটে যাবে ।
এছাড়াও এই স্থানের আসেপাশে ঘুরে দেখার মতো অনেক স্থান যেমন লাভা রিশপ কলখাম,পশ্চিমবঙ্গের সব থেকে উচু ঝর্না ছাঙ্গে ফলস এখান থেকে মাত্র ৩ কিমি দুরে । তো চলুন দেখে নেই কীভাবে এখানে আসবেন ? কোথায় থাকবেন ? খরচ কতো ? ইত্যাদি ।
Where is Lungchu Nature stay Located
এই Lungchu nature stay কালিম্পং এর Lingsaykha Khasmahal এর অন্তর্গত একটি স্থান । কালিম্পং শহর থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৪৫ কিমি ও লাভা থেকে দূরত্ব প্রায় ১৩ কিমি ।
How to reach From siliguri/NJP/Bagdogra
লুংচু পৌছনোর জন্য আপনারা শিলিগুড়ি , এনজেপি বা বাগদগ্রা থেকে সরা সরি গাড়ি ভাড়া করে নিতে পারেন লুংচু এর উদ্দেশে বা শিলিগুড়ি থেকে লাভা পর্যন্ত শেয়ার গাড়ি করে পৌঁছে সেখান থেকে গাড়ি ভাড়া করে ফেলতে পারেন লুংচুর উদ্দেশে ।
শিলিগুড়ি ও এনজেপি থেকে লুংচু এর দুরুত প্রায় ১১২ কিমি ।
লুংচু এরসব থেকে কাছের Rail station হল New Mal Junction এখান থেকে দূরত্ব প্রায় ৭০ কিমি ফলে আপনারা ট্রেন এ এলে New Mal Junction এ নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে ফেলতে পারেন .
Car fare from Siliguri/NJP/Bagdogra
শিলিগুড়ি বা এনজেপি থেকে লুংচু এর জন্য গাড়ি ভাড়া পরবে প্রায় ৪৫০০-৫০০০ বা ৫৫০০ টাকা। সময়সাপেক্ষে এই ভাড়া কম বা বেশি হতে পারে গাড়ি ভাড়া করার পূর্বে দরদাম করে নেবেন ।
আরও দেখুন –
Best time to Visit
বছরের যেকোনো দিন এখানে আশা যায় তবে পরিস্কার আকাশ ও তার সাথে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ভালো করে উপভোগ করতে চাইলে October-March এই সময় এখানে আসতে পারেন ।
Lungchu Homestay | Lungchu Nature stay number
এই লুংচুতে থাকার জন্য একটি মাত্র হমস্তে আছে যার নাম Lungchu Nature Stay, এই হমস্তেটিতে ২০-২৫ জন থাকার বেবস্থা আছে । হমস্তেটি পাহাড়ের চুড়ায় অবস্থিত, এখান থেকে সামনের পাহাড়ের খুব দারুন ভিউ পাওয়া যায় ।
হমস্তেটির সামনের বাগানে পেয়ে যাবেন নান ধরনের রং-বাহারি ফুল গাছের সন্ধান যা দেখতে দারুন লাগে ।হমস্তের বারান্দা থেকে কাঞ্চনজঙ্ঘার দারুন ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায় ।
নিচে এই হমস্তের ফোন নাম্বার ও সেখানে থাকার খরচ সম্পর্কে আলোচনা করা হল ।
Lungchu Nature stay Cost:1600-2200/head | 98367 49949 |
উপরে দেওয়া নাম্বারে ফোন করে আপানরা রুম বুক ও অন্যান্য তথ্য শুনে ফেলতে পারেন । রুম অনুযায়ী তার ভাড়া আলাদা হতে পারে ।
Outdoor Activity to Do
এই লুংচুতে আপনারা যা যা করতে পারেন…
- হমস্তের রুমে বা বারান্দাতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে পাহাড় ও তার নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারেন।
- পাখি প্রেমিরা পাখি দেখতে বেড়িয়ে পরতে পারেন, যেহেতু স্থানটি Noera valley National Park এর মধ্যে অবস্থিত ফলে এখানে অনেক প্রজাতির পকাহি দেখেত পাবেন ।
- আশেপাশের গ্রাম্য পরিবেশ ঘুরে দেখতে পারেন ।
- সন্ধেতে বনফায়ার করারা জন্য কাঠ সংগ্রহ করতে যেতে পারেন ।
Lungchu Sightseeing
লুংচু এর আশেপাশে ঘুরে দেখার মতো অনেক স্থান আছে যেগুলি আপানি Day Tour এর মধ্যে রাখতে পারেন যেমন-
- Changey Falls: পশ্চিমবঙ্গের উচুতম ঝর্নাগুলির মধ্যে একটি হল এই ছাঙ্গে ফলস, লুংচু থেকে ৩ কিমি দুরে অবস্থিত, অপরুপ সুন্দর এই প্রাকৃতিক ঝর্না ঘুরে দেখতে পারেন।
- Kolakham : লুংচু থেকে সামান্য দুরে অবস্থিত ছোটো একটি পাহাড়ি গ্রাম কোলাখাম, এখান থেকেও ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় , এই স্থানটি ঘুরে দেখতে পারেন ।
- Lava : লাভা এখান থেকে মাত্র ১৩ কিমি দুরত্তে অবস্থিত,সহজেই এই স্থানটি ঘুরে দেখতে পারবেন ঠাণ্ডার সময় এলে এখানে বরফ ও লক্ষ্য করতে পারবেন ।
- Rishop :রিশপ পরিচিত তার অপূর্ব কাঞ্চনজঙ্ঘার ভিউ ও সূর্যোদয় এর জন্য, লুংচু থেকে এখানে খুব সহজে ঘুরে নেওয়া যায় ।
Frequently asked Questions
Lungchu to siliguri distance ?
লুংচু থেকে শিলিগুড়ির এর দূরত্ব প্রায় ১১২ কিমি ।
lungchu to njp distance ?
লুংচু থেকে এনজেপি এর দূরত্ব প্রায় ১১৩ কিমি ।
lungchu to kolakham distance ?
লুংচু থেকে কোলাখাম এর দূরত্ব প্রায় ৫ কিমি ।
lungchu to lava distance ?
লুংচু থেকে লাভা এর দূরত্ব প্রায় ১৪ কিমি ।
lungchu to rishop distance ?
লুংচু থেকে রিশপ এর দূরত্ব প্রায় ২৩ কিমি ।
lungchu to kalimpong distance ?
লুংচু থেকে কালিম্পং এর দূরত্ব প্রায় ৪৬ কিমি ।
lungchu to darjeeling distance ?
লুংচু থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় ৯২ কিমি ।
আশা করি আপনাদের এই আর্টিকেলটি ভালো লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে , আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেননা ।
অফবিট কালিম্পং –