মুনসং | Munsong-mangarjung kalimpong A virgin Offbeat Place

কালিম্পং এর পাহাড়ের ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অফবিট পাহাড়ি গ্রাম যেগুলির সৌন্দর্য অতুলনিয় , তেমনি একটি ছোটো পাহাড়ি গ্রাম হল Munsong-mangarjung । মুনসং এর এই মুঙ্গেরজুং গ্রামটি অনেকের কাছেই প্রায় অজানা , কালিম্পং থেকে প্রায় ২০ কিমি দুরে অবস্থিত এই সুন্দর গ্রামটি উচ্চতা প্রায় ৩৫০০ ফিট ।

কালিম্পং এর অফবিট গ্রাম যেমন Icche Gaon , Ramdhura , Dara Gaon থেকে মাত্র ৫-৬ কিমি দুরে অবস্থিত এই মুঙ্গেরজুং গ্রামটি । পর্যটকদের মধ্যে খুব পরিচিত না হওয়ায় ও এখানে পৌছনোর রাস্তা খুব একটা সুগম না হওয়ায় এক কথায় বলা যায় স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য এখনও অস্পর্শ ।

শহুরে কোলাহল থেকে মুক্ত, দূষণহীন মুক্ত বাতাসে মন ভরে শ্বাস নিয়ে অপার্থিব পাহাড়ি উপত্যকা ও তিস্তা নদীর একেবেকে বয়ে চলা গতিপথ উপভোগ করতে পারবেন এখানে । পাহাড়ি উপত্যকার মাঝ দিয়ে তিস্তা নদীর এমন একেবেকে বয়ে চলা গতিপথ মুঙ্গেরজুং এ খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন ।

munosng view point

পাহাড়ের অপরুপ ভিউ সাথে তিস্তা নদী ও কাঞ্চনজঙ্ঘা এমন দৃশ্য দেখে স্বর্গের থেকে কিছু কম বলে মনে হবে না । মুঙ্গেরজুং এর হমস্টের অবস্থানটিও খুব সুন্দর , হমস্টের প্রতিটি স্থান থেকে ও রুম থেকে খুব ভালো ভিউ পাওয়া যায় , ফলত সকালে ঘুম থেকে উঠে চোখ খুল্লেই দেখতে পাবেন এক অসাধারন স্বর্গীয় দৃশ্য ( পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে তিস্তা , পাহাড়ের গায়ে ভেসে বেরাচ্ছে মেঘ এর দল ,পাহাড়ের পেছন থেকে উকি মারছে সূর্য এবং দুরে মাথা তুলে দাড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা ।

এক অসাধারন দৃশ্য দেখে শুরু হবে আপনার দিন । হমস্টের রুম এ বসে বা ভিউ পয়েন্ট গিয়ে এমন সৌন্দর্য দেখে সময় অনায়াসে কেটে যাবে ।

Munsong-mangarjung Location & Distance

মুঙ্গেরজুং গ্রামটি কালিম্পং শহর থেকে প্রায় ২২ কিমি দুরে অবস্থিত , রামধুরা ও ইচ্ছে গাঁও থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৭ কিমি । শিলিগুড়ি থেকে মাঙ্গেরজুং এর দূরত্ব প্রায় ৮৫ কিমি ।

How to Reach Munsong-mangarjung ?

মুনসং মুঙ্গেরজুং গ্রামে পৌছনোর জন্য আপনারা শেয়ার গাড়ি বা বাস করে প্রথমে কালিম্পং পৌঁছতে পারেন খরচ পরবে প্রায় ২০০-২৫০ টাকা , পরে কালিম্পং থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান মুঙ্গেরজুং গ্রাম গাড়ি ভাড়া পরবে প্রায় ১৫০০-২০০০ টাকা ।

অথবা শিলিগুড়ি বা এনজেপি থেকে সরারসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন খরচ পরবে প্রায় ৩৫০০-৪০০০ টাকা । অথবা যে হমস্টে এ থাকবেন সেখানে কথা বলে গাড়ীর করে নিন ।

আরও দেখুন অফবিট দারজীলিং এর কিছু স্থান

Best Time to Visit Munsong-mangarjung

বছরের প্রায় সব দিন এখানে আসা যেতে পারে তবে পরিস্কার আকাশ ও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য October-December এই সময় এখানে আসা ভালো হবে । এখানে পৌছনোর রাস্তা খুব ভালো না হওয়ায় এখানে বর্ষাকালে এলে একটু সাবধানতা অবলম্বন করবেন ।

Munsong-mangarjung Homestay contact number | Teesta River View Homestay

এখানে থাকার জন্য সব থেকে ভালো হমস্টে হল তিস্তা রিভার ভিউ হমস্টে , হমস্টে এর অবস্থানটি দুর্দান্ত হমস্টের সামনে থেকে দারুন ভিউ পয়েন্ট পাওয়া যায় । এমনকি বলা ভুল হবে না যে হমস্টেটি একটি ভিউ পয়েন্ট এ অবস্থিত । এছাড়াও হমস্টে থেকে সামান্য দুরে হমস্টে এর নিজস্ব ভিউ পয়েন্ট আছে যেখান থেকে তিস্তার সম্পূর্ণ আকাবাকা গতিপথ ও দুরে কাঞ্চনজঙ্ঘা তার সাথে রংপ ও সিকিমের পাহাড় দেখা যায় । নিচে এই হমস্টে এ নাম্বার দেওয়া হল আপানরা এখানে যোগাযোগ করে রুম বুক করতে পারেন ।

Teesta River View Hoemsaty7029180484/9735078980
হমস্টে এর খরচ প্রায় ১২০০-১৪০০ টাকা প্রতিজন , খরচ এর মধ্যেই তিন বেলা খাওয়া ও থাকা অন্তর্ভুক্ত ।

Munsong-mangarjung Sightseeing & Outdoor Activity

এই মুঙ্গেরজুং গ্রামে হমস্টেতে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কখন আপনাদের সময় কেটে যাবে ধরতে পারবেন না , তাছাড়াও এখানে আপনারা যা যা করতে পারেন তা হল …

  • পায়ে হেটে গ্রামটি ঘুরে দেখুন , স্থানিয়দের জীবনযাপন দেখুন ।
  • ঘুরে দেখুন স্থানিয় মুনসং মনাস্ত্রি ।
  • দেখে নিন সিঙ্কনা চাষ ও সিঙ্কনা রাখার গদাম ।
  • হমস্টে এর ভিউ পয়েন্ট গিয়ে সময় কাটান দেখে নিন সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্ত ।
  • সন্ধ্যের সময় গান বাজনা ও বনফায়ার এর মাধ্যমে সময় কাটান ।

এছাড়াও এই স্থান থেকে আশেপাশের কিছু স্থান ঘুরে দেখতে পারেন যেমন …

  • ব্রিটিশদের তৈরি জলসা বাংলো যা এখান থেকে সামান্য দুরত্তে অবস্থিত ।
  • Icche Gao , Dara gaon , Ramdhura , sillery gaon এই সমস্ত স্থানগুলি মাত্র ৬-৭ কিমি দুরত্তে অবস্থিত এই সুন্দর গ্রাম গুলি ঘুরে দেখতে পারেন ।
  • কালিম্পং শহর এখান থেকে বেশি দুর নয় , তাই চাইলে কালিম্পং শহর , ডেলো পার্ক ও আশেপাশের বিভিন্ন স্থান গুলি ঘুরে দেখতে পারেন ।

Frequently Asked Questions

Munsong To Kalimpong Distance?

মুনসং থেকে কালিম্পঙ্গের দূরত্ব প্রায় ২০ কিমি ।

Munsong To Njp Distance?

মুনসং থেকে এনজেপি এর দূরত্ব প্রায় ৯০ কিমি ।

Munsong To Darjeeling Distance?

মুনসং থেকে দারজীলিং এর দূরত্ব প্রায় ৭০ কিমি ।

আশা করি আপনাদের কালিম্পং এর এই অফবিট গ্রাম মুনসং মুঙ্গেরজুং সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লেগে থাকবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে , আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করবেন ও কমেন্ট এ লিখে জানাবেন।

Offbeat Kalimpong Palces

3 thoughts on “মুনসং | Munsong-mangarjung kalimpong A virgin Offbeat Place”

  1. অপূর্ব সুন্দর গ্রাম অক্টোব ২০২৩ আমরা গিয়ে ছিলাম।
    আর্টিকেল টি সম্পুর্ন সত্য লিখেছে
    পায়ে হেঁটে সব কটি গ্রাম ঘুরে দেখা যায়।
    পৌঁছে ৩/৪ থেকে খুব মজা করে ফিরেছিলাম।
    সব চেয়ে বড় ব্যাপার প্রতিদিন গাড়ি ভাড়া করে ঘুরতে হয়নি।
    হোম স্টে তে ঠিক ঠাক কথা বলে নলে
    ১০০০/১২০০ মধ্যে পাওয়া যায়।

    Reply
  2. We visited Munsong first time on October, 2022 and again on march this year. The place has serene, mesmerizing natural beauty. The location of teesta riverview homestay is excellent… In one side there is meandering teesta and on the other side glimpses of Kanchenjunga… What a combination!! That also one can enjoy from the verandah. Last but not the least i must mention the melodious evenings presented By homestay owner, Mr. Basant tamang & his elder son, Siddhant. Hospitality of Tamang Family is also worth mentioning.

    Reply

Leave a Comment