মুনথুম ভ্যালী | Munthum tour Plan, Munthum Village Homestay

আপনি যদি পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য Offebat জায়গা খুজছেন তবে , এই ব্লগে offbeat Kalimpong এর সেইরকম একটি স্থান Munthum valley বা munthum সম্পর্কে জানতে পারবেন, offbeat Northbengal এর এই Munthum সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ।

কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিমি দূরে অবস্থিত এই মুনথুম গ্রাম , গ্রামটি খুব বেশী ১০-১২টি পরিবার নিয়ে গড়ে উঠেছে । স্থানিয়দের ভাষায় মুনথুম কথার অর্থ হল “chand ka ujala” মানে পূর্ণিমা । সবুজ জঙ্গল ও পাহাড়ে ঘেরা এই গ্রামটিতে বিরাজ করছে শান্ত ও নিরিবিলি পরিবেশ , পাখির ডাক , নদীর আওয়াজ প্রভৃতি, শহুরে কোলাহল থেকে দুরে যা পর্যটকদের মনে প্রশান্তি এনে দেয়।

এখান থেকে দূরে অবস্থিত পুরো কালিম্পং শহরের ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায় এবং রাতের বেলা জলে ওঠা কালিম্পং শহরের আলো দেখতে মনে হয় যেন কালিম্পং শহর উজ্জ্বল হিরের মালা পরে রয়েছে । এছাড়াও আকাশ পরিস্কার থাকলে এখান থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখাও মেলে ও বিভিন্ন পাহাড়ি চুড়ার ৩৬০ ডিগ্রি ভিউ ও পাওয়া যায় ।

এখানে গড়ে ওঠা হমস্তে গুলি খুব ভালোভাবে সজ্জিত ও হমস্তের রুম গুলি বাঁশ দিয়ে তৈরি , এছাড়াও এখানে খোলা আকাশের নিচে ডিনার করার স্থান ও বসে সময় কাটানোর স্থান বানানো আছে যেগুলি খুব দারুন ভাবে সজ্জিত যেগুলি রাতের বেলায় লাইটে এক অন্য রকম romantic পরিবেশের সৃষ্টি করে । প্রিয়জনের সাথে এমন একটি শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রামে সুসজ্জিত স্থানে বসে দূরে পাহাড়ের দৃশ্য উপভোগ করা মন্দ হবেনা এখানে ।

বেস্ত জীবন থেকে কিছুটা আরাম পেতে হাতে দু-এক দিন সময় থাকলে চলে আসতে পারেন এখানে কাটিয়ে নিতে পারেন কিছুটা সময় । উপরন্তু স্থানটি প্রচলিত না হওয়ায় এখানে পর্যটকদের খুব একটা পাবেন না।

Munthum Valley Distance From Siliguri | NJP | Bagdogra

  • Munthum Distance From Siliguri is 80 km
  • Munthum Distance From NJP Junction is 84 km
  • Munthum Distance From Bagdogra is 90 km

How to reach Munthum | Munthum Care Fare From Siliguri

মুনথুম পৌঁছতে গেলে আপনার যদি বাই রোড আসেন তবে শিলিগুড়ি থেকে যদি Flight এ আসেন তবে বাগডোগরা থেকে এবং যদি ট্রেনে আসেন তবে এনজিপি স্টেশন থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন মুনথুম এ এক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে সাড়ে ৩৫০০-৪০০০ টাকা এবং সময় লাগবে প্রায় 4 ঘন্টা।

এছাড়াও আপনারা শেয়ার গাড়ি করে প্রথমে কালিম্পং এসে কালিম্পং থেকে মুনথুম ভ্যালী যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে পারেন। কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়ি ভাড়া পড়বে ১৫০ থেকে ২০০ টাকা এবং সেখান থেকে মুনথুম জন্য গাড়ি ভাড়া পরবে ১০০০ থেকে ১৫০০ টাকা ।

অথবা যেখানে থাকবেন তার ওনারকে বললে তিনিও গাড়ীর বেবস্থা করে দিবেন ।

আরও দেখুন –

Best time to visit Munthum

বছরের যেকোনো দিন এখানে আশা যেতে পারে , তবু October- March/april এই সময় আবহাওয়া মনরম থাকে তাই এই সময় আসতে পারেন।

Munthum Village Homestay Contact Number | Munthum Homestay

এই স্থানটি একদম নতুন স্থান ও এখানে স্থানিয় বসবাসও কম তাই এখানে থাকার জন্য হমস্তের সঙ্খা বেশী নয় , এখানে মাত্র দুটি হমস্তে পাবেন থাকার জন্য । হমস্তে গুলি খুব ভালোভাবে সজ্জিত ও রুম গুলি বাঁশ দিয়ে তৈরি , সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন এখানে । নিচে এই হমস্তে গুলির নাম ও তাদের ফোন নাম্বার দেওয়া হল ।

Munthum Village Homestay
Cost: 1500/head
9064650942
Pleasure Homestay Munthum
Cost:1400/head
7001376658/9434520276

প্রতিটি হমস্তে খরচ এর মধ্যে fooding & Lodging অন্তর্ভুক্ত , Bonfire& Barbecue এর সুবিধা পেয়ে যাবেন যার জন্য কিছু এক্সট্রা টাকা দিতে হবে ।

Munthum Sightseeing

মুনথুম আশেপাশে থেকে দখার মতো আছে …

  • Lava : মুন্থুম থেক ৩৬ কিমি দূর অবস্থিত কালিম্পং এর আর একটি সুন্দর স্থান লাভা ঘুরে দেখে নিতে পারেন , দেখে নিতে পারেন লাভা মনাস্ত্রি ।
  • Lolegaon : মুন্থুম থেকে মাত্র ২১ কিমি দূরে অবস্থিত ললেগাঁও , এই স্থানটিও ঘুরে দেখে নিতে পারেন। এমনকি মুনথুম থেকে ট্রেক করেও পৌঁছে যেতে পারেন এখানে ।
  • Kalimpong City : মুনথুম থেকে কালিম্পং শহর মাত্র ১৫ কিমি দূরে তাই এখান থেকে কালিম্পং শহর ও তার আশেপাশের স্থান যেমন ডেলো পার্ক , মরগান হাউস প্রভৃতি দেখে নিতে পারেন।
  • Panbu Dara View point : দেখে নিতে পারেন পানবু দ্বারা ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো দৃশ্য দেখা যায় ।

munthum to tinchuley distance ?

মুনথুম থেকে তিনচুলে এর দূরত্ব প্রায় ৪৩ কিমি

munthum to icchey gaon distance ?

মুনথুম থেকে ইচ্ছে গাঁও এর দূরত্ব প্রায় ২২ কিমি

munthum to sillery gaon distance ?

মুনথুম থেকে সিলেরি গাঁও এর দূরত্ব প্রায় ২৭ কিমি

munthum to darjeeling distance ?

মুনথুম থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ৬৪ কিমি

আশা করি উপরে দেওয়া তথ্য আপনাদের কাজে লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে , আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Comment