পাবং| Pabong Kalimpong Tour Guide

কালিম্পং এর অফবিট স্থানগুলির মধ্যে একটি নাম হল Pabong, এই ছোট পাহাড়ি গ্রামটি কালিম্পং শহর থেকে মাত্র ২৫ কিমি দুরে অবস্থিত এবং কালিম্পং এর অপর একটি সুন্দর অফবিট গ্রাম Charkhole থেকে এর দূরত্ব হাটা পথে মাত্র ৩ কিমি । আজ এই পাবং গ্রাম সম্পর্কে আমরা জানবো, কিভাবে যাবেন ? কোথায় থাকবেন ? Pabong Homestay এর খোজ, থাকার খরচ প্রভৃতি ।

সুমদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪৭০০ ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি, চারিদিকে সবুজ পাইনের জঙ্গলে ঘেরা শান্ত পাহাড়ি গ্রাম এই পাবং । এই পাবং গ্রাম থেকে দেখা যায় বরফে ঢাকা রাজকীয় কাঞ্চনজঙ্ঘার খুব মনরম দৃশ্য, পাহাড়ের তাজা বাতাস গ্রহন করে এমন দৃশ্য দেখতে মন্দ লাগবেনা ।

ঝকঝকে পরিস্কার আকাশ,পাখিদের ডাক, দূষণমুক্ত বায়ু , নির্জনতা ও শান্ত পরিবেশ সব কিছুই পেয়ে যাবেন এখানে । যারা একাকি সময় কাটাতে ভালোবাসেন তাদের কাছে এই শান্ত পাহাড়ি গ্রাম খুব ভালো লাগবে

এছাড়াও এখান থেকে আশেপাশে ঘুরে দেখে নিতে পারবেন লাভা, ললেগাও , রিশপ , চারখল ইত্যাদি । এই সমস্ত স্থান গুলি এই পাবং থেকে খুব বেশি দুরত্তে নয় ফলে এখান থেকে খুব সহজে এই সমস্ত স্থানগুলি ঘুরে দেখতে পাবেন।

যারা সমতলের গরম পরিবেশ থেকে খানিকটা স্বস্তি পেতে চান বা কর্মক্ষেত্রের মানসিক চাপ থেকে মুক্ত হতে চান বা প্রকৃতির মাঝে কিছু দিন চিন্তামুক্ত হয়ে সময় কাটাতে চান তারা এখানে অবশ্যই আসতে পারেন ।

Where Is Pabong Located ?

এই পাবং গ্রামটি কালিম্পং এর লুলাগাও খাসমহলের অন্তর্গত, এখান থেকে কালিম্পং শহরের দূরত্ব প্রায় ২৫ কিমি । এছাড়াও এই স্থান থেকে লোলেগাঁও এর দূরত্ব প্রায় ৩০ কিমি ও চারখল গ্রামের দূরত্ব প্রায় ৪ কিমি ।

Pabong Distance

  • Siliguri to Pabong Distance is 70 km
  • NJP Station to Pabong Distance is 75 km
  • Bagdogra Airport to Pabong Distance is 80 km

How to Reach

পাবং পৌছনোর জন্য আপনারা শিলিগুড়ি,এনজেপি,বাগদগ্রা থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন যার খরচ পরবে ৩৫০০-৪০০০ টাকা ও সময় লাগবে ৩-৩.৫ ঘণ্টা ।

আপনারা চাইলে শেয়ার গাড়ি করে পৌঁছে যেতে পারেন এখানে খরচ পরবে আনুমানিক ৫০০ টাকা ও তাছাড়াও হমস্তের মালিকের সাথে কথা বলে গাড়ি ঠিক করে ফেলতে পারেন ।

Best Time to Visit

বছরের যেকোনো দিন এখানে আসতে পারেন,তবে পরিস্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে Ocotober-November ও March-May এই সময় আসতে পারেন । December – February এখানে ভালই ঠাণ্ডা থাকে ।

আরও দেখুন –

Pabong Homestay | Pabong Homestay Number | Homestay In Pabong

এখানে থাকার জন্য হমস্তে একামত্র ভরসা, এখানে থাকার জন্য একটি মাত্র হমস্তে আছে তবে হমস্তেটি অনেক কইটি রুম ও কটেজ নিয়ে তৈরি ফলে এখানে থাকার অসুবিধা হবেনা তবে হমস্তে আগে থেকে বুক করে আসতে হবে । হমস্তের রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায় ও ডাইনিং রুম থেকেও খাওয়ার খেতে খেতে মনরম দৃশ্য উপভোগ করতে পারবেন ।

হমস্তের আতিথেয়তা খুব সুন্দর,এছাড়াও এদের নিজস্ব বাগানে চাষ করা জৈবিক শাকসব্জি তারা পর্যটকদের খাওয়ান ফলে এখানের তৈরি রান্নার এক আলাদা স্বাদ আপনারা পাবেন । নিচে হমস্তের নাম ও নাম্বার দেওয়া হল ।

Pabong Homestay/ Chitrakut Farmstay
Cost:1300/head
7908112610

Pabong Outdoor Activity

পাবং আপনারা দিনে কি কি করতে পারেন –

  • দিনের শুরু করতে পারেন চায়ের কাপে চুমুক দিয়ে কাঞ্চনজঙ্ঘার দর্শন করে ।
  • গ্রামের রাস্তা দিয়ে হেটে গ্রামটি ঘুরে দেখতে পারেন ।
  • এখানে নানা ধরনের পাখি দেখতে পারেন ।
  • হমস্তের রুমে বসে সারাদিন আরাম করতে পারেন।
  • হমস্তের জৈবিক শাকসবজি , এলাচ গাছ এসব দেখতে পারেন ।

Pabong Sightseeing

পাবং এর আশেপাশে ঘুরে দেখার মতো আছে কিছু সুন্দর স্থান যেগুলি আপনারা খুব সহজেই ঘুরে দেখতে পারেন যেমন-

  • Cahrkhole Village : পাবং থেকে মাত্র ৩ কিমি দুরে অবস্থিত এই চারখল গ্রাম, এই গ্রামটিও কালিম্পং এর একটি অফবিট গ্রাম এবং এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় ।
  • Lava: লাভা এখান থেকে ৫০ কিমি দুরে চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন, সাথে দেখে নিতে পারেন লাভা মনাস্ত্রি ।
  • Rishop: লাভা ঘোরার পাশাপাশি দেখে নিতে পারেন রিশপ স্থানটিও এখান থেকেও খুব ভালো ভিউ পাবেন ।
  • Lolegaon: লোলেগাঁও এখান থেকে প্রায় ৩০ কিমি দুরে অবস্থিত চাইলে এখানেউ ঘুরে দেখতে পারেন, ক্যানপি ওয়াল্ক ধরে হাটতে পারেন ।
  • Kaffer Gaon : কাফের গাঁও এখান থেকে খুব দুরে নয় ফলে এই সুন্দর স্থানটিও ঘুরে দেখতে পারেন ।
  • Munthum Valley : কালিম্পং এর অপর একটি অফবিট স্থান মুন্থুম এখান থেকে খুব কাছে এই স্থানটিও ঘুরে দেখতে পারেন ।
  • kalimpong Town: কালিম্পংএর দূরত্ব এখান থেকে প্রায় ২৫ কিমি ফলে কালিম্পং শহর ও আশেপাশের স্থান ডেলো পার্ক ইত্যাদি ঘুরে দেখতে পারেন ।
  • Panbu Dara View Point : এই ভিউ পয়েন্টটি ঘুরে দেখতে পারেন এখান থেকে পাহাড় ও নিচে বয়ে চলা নদীর ভালো ভিউ পাওয়া যায়্আনাদেশা করি আপনাদের

আশা করি আপনাদের এই আর্টিকেলটি ভালো লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে । আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।

আরও দেখুন কিছু অফবিট স্থান

Leave a Comment