পানবু | Panbu Dara A offbeat 360 Degree View point in Kalimpong

হাতে মাত্র ২-৩ দিন সময় আছে ঘুরতে যাওয়ার জন্য , তবে চলে আসতে পারেন কালিম্পং এর অফবিট স্থান পানবু (Panbu Dara View Point) এ , শিলিগুড়ি থেকে মাত্র ৫০ কিমি দুরে ৫৫০০ ফিট উচ্চতায় অবস্থিত এই ছোটো গ্রামটি ।

panbu dara view point
Image Source:Google

কালিম্পং এর ইয়াংমাকুম গ্রামের অন্তর্গত একটি পাহাড়ি ভিউ পয়েন্ট হল এই পানবু দারা ভিউ পয়েন্ট , পাহাড়ের একদম চুড়াতে অবস্থিত এই ভিউ পয়েন্ট এর সৌন্দর্য অতুলনিয় , শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম সাথে পাহাড়ের দুর্দান্ত ভিউ এক অসাধারন স্থান এই পানবু । যারা নিরিবিলি তে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন ।

Image Source:Google

এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায় । এছাড়াও এখান থেকে দেখতে পাওয়া যায় দারজীলিং ও কালিম্পং এর পাহাড় , ডুয়ার্স এর বিস্তীর্ণ অঞ্চল , দুরে শিলিগুড়ি শহর , তিস্তা নদী তার সাথে একই ফ্রেমে করোনেশন ব্রিজ ও দুরে অবস্থিত তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা , ও মেঘেরদের আনাগোনা সব মিলিয়ে এক দারুন দৃশ্য উপভোগ করা যায় এই স্থান থেকে ।

Image Source:Google

একটি রাত এমন একটি সুন্দর নিরিবিলি পাহাড়ি গ্রামে অবশ্যই কাটিয়ে যেতে পারেন , পাহাড়ের শীতল বাতাস ও দুর্দান্ত ভিউ সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে মন প্রান জুড়িয়ে যাবে ।

Panbu Dara view point location

পানবুদারা ভিউপয়েন্ট কালিম্পং এর ইয়াংমাকুম খাসমহলের অন্তর্গত একটি ছোটো গ্রাম , শিলিগুড়ি থেকে এই স্থান্র দূরত্ব প্রায় ৫০-৬০ কিমি । কালিম্পং থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৪৮ কিমি ।

How to Reach Panbu Dara view point

পানবু পৌঁছত গেলে আপনারা শিলিগুড়ি/এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করতে পারেন গাড়ি ভাড়া পরবে প্রায় ২৫০০-৪০০০ টাকা (ছোটো গাড়ি ও বড় গাড়ি অনুযায়ী) । এছাড়া আপনারা শেয়ার গাড়ি করে শিলিগুড়ি থেকে প্রথমে কালিঝরা পর্যন্ত চলে আসুন এবং কালিঝরা থেকে পানবু পৌছনোর জন্য গাড়ি ভাড়া করে ফেলতে পারেন ।

যেহেতু স্থানটি অফবিট তাই এখানে পৌছনোর জন্য সরাসরি খুব বেশি শেয়ার গাড়ি পাবেন না ।

Offbeat Kalimpong :

Best Time to Visit Panbu Dara

ঝলমলে নিল আকাশ, সুদূর বিস্তীর্ণ পাহাড়ি উপত্যকার ভিউ ও সাথে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে হলে October-February এই সময় এখানে এলে ভালো হবে , তাছাড়া বছরের প্রায় সব দিন এখানে আসা যেতে পারে ।

Panbu Dara Homestay Number | Where to stay in Panbu Dara

Image Source: Manjushree Retreat

যেহেতু স্থানটি অফবিট তাই এখানে থাকআর জন্য খুব বেশি হমস্টে নেই , এখানে থাকার জন্য ভালো হমস্টে হল মঞ্জুশ্রী হমস্টে/রিসোর্ট , এই হমস্টেটি পানবু ভিউ পয়েন্ট থেকে সামান্য দুরে অবস্থিত তবে এই হমস্টেটির অবস্থান খুব ভালো , হমস্টেটি পাহাড়ের চুড়ার উপর তৈরি ফলে এই হমস্টে এর প্রতিটি স্থান একটি ভিউ পয়েন্ট , হমস্টের রুম থেকে কাঞ্চনজঙ্ঘা,সূর্যোদয় সব কিছু ভালো ভাবে দেখতে পাবেন ।

Manjushree Retreat98322 52849

হমস্টে এর খরচ প্রায় ১৫০০-১৭০০/প্রতিজন , এই খরচের মধ্যে খাওয়া অন্তর্ভুক্ত । নিচে এই হমসস্টে এর নাম্বার দেওয়া হল ।

Panbu Dara Sightseeing

এই পানবু দারা তে থেকে আশেপাশের কিছু স্থান ও ঘুরে দেখতে পারবেন যেমন …

  • Charkhole : কালিম্পং এর অপর একটি সুন্দরী গ্রাম হল চারখল , পানবু থেকে খুব সাম্নন দুরত্তে অবস্থিত এই স্থানটি ঘুরে দেখতে পারেন ।
  • Lamadra : পানবু থেকে কাছকাছি অপর অফবিট স্থান হল লামাদারা এখান থেকেও পাহাড়র ভালো ভিউ পাওয়া যায় ।
  • Gudung View point : পনবু থেকে সামান্য দুরে একটি ভিউ পয়েন্ট হল গুরদুং ভিউ পয়েন্ট , এখান থেকে ভালো সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন ।
  • samthar

এইসব স্থানগুলির দূরত্ব খুব বেশি নয় ফলে একদিনে এই সব স্থানগুলি সহজেই ঘুরে ফেলতে পারেন ।

Frequently Asked Quetions

Kalimpong to Panbu Dara Distance?

কালিম্পং থেকে পানবু দাড়া এর দূরত্ব প্রায় ৪৮ কিমি ।

Siliguri to Panbu Dara Distance?

শিলিগুড়ি থেকে পানবু এর দূরত্ব প্রায় ৬৬ কিমি ।

Kalijhora to Panbu Dara Distance?

কালিঝরা থেকে পানবু এর দূরত্ব প্রায় ৩৭ কিমি ।

Panbu dara to charkhol distance ?

পানবু থেকে চারখোল এর দূরত্ব প্রায় ১৫ কিমি ।

আশাকরি পানবু দাড়া সম্পর্কে এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকবে , যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন ও নিজেদের প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করতে ভুলবেন না ।

Offbeat Darjeling:

Leave a Comment