রামধুরা | Ramdhura Tour Plan,Ramdhura Best Homestay

বাঙালিরা হল ভ্রমন প্রেমিক তাই ছুটি পেলেই ঘুরতে যাওয়া বাঙালির প্রথম পছন্দ আর পাহাড় হলে আর ভালো ,আজকে এমনি একটি পাহাড়ি গ্রাম রামধুরা ( Ramdhura) সম্পর্কে আমরা জানবো ।

উত্তরবঙ্গের Offbeat স্থান গুলির মধ্যে একটি ছোট গ্রাম হল এই রামধুরা । কালিম্পং এর বারমিয়াক ডিভিশনের একটি ছোট শান্ত ও নিরিবিলি গ্রাম হল রামধুরা , রামধুরা গ্রামটির উচ্চতা সুমদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫৮০০ ফিট । রামধুরা নামটি গঠিত হয়েছে হিন্দু দেবতার নাম রাম ও ধুরা মানে গ্রাম এই দুটি মিলে ।

রামধুরা গ্রামটি মুল আকর্ষণ হল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যা পর্যটকদের মনকে আকৃষ্ট করে , চারদিকে পাহাড় ও সবুজ গাছ-গাছালী দারা ঘেরা এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত অসাধারন দৃশ্য ও চারদিকের পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। এছাড়াও এখান থেকে দেখতে পাওয়া দূরে সবুজ পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে বয়ে চলা তিস্তা নদী দৃশ্য , উচু উচু পাইন ও ধুপি গাছ, নানা রকম রং বাহারি ফুলের গাছ , বিভিন্ন প্রজাতির প্রজাপতি-পাখি এই সব পর্যটকদের মনে এক আলাদা আকর্ষণ সৃষ্টি করে।

হাতে ২-৩ দিন সময় থাকলে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য রামধুরা একটি অনবদ্য জায়গা হয়ে উঠতে পারে , তাছাড়াও রামধুরা গ্রামটি কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিমি দূরে অবস্থিত হওয়ার কারনে এখানে থেকে খুব সহজেই কালিম্পং শহরটি ও তার আশেপাশের স্থানগুলি ঘুরে দেখে নিতে পারেন।

রামধুরা গ্রামে কিভাবে পৌছবেন ? , খরচ কত পরবে ?, রামধুরাতে থাকার জন্য Ramdhura Best Homestay প্রভৃতি সম্পর্কে নিচে বিস্তারিত ভাবে আলোচনা করবো।

NJP to Ramdhura Distance | Siliguri to Ramdhura Distance | Bagdogra to Ramdhura Distance

Siliguri to Ramdhura Distance
  • Siligur To Ramdhura Distance 79 km
  • NJP tation to Ramdhura Distance 85 km
  • Bagdogra To Ramdhura Distance 91 km

How to Reach Ramdhura

রামধুরা যেতে গেলে আপানারা শিলিগুড়ি থেকে কালিম্পং গামী বাস ধরে কালিম্পং পৌঁছে যেতে পারেন যার খরচ পরবে ১৩০-১৫০ টাকা , এরপর সেখান থেকে রামধুরার যাওয়ার জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন । এছাড়া শিলিগুড়ি বা এনজেপি থেকে সরাসরি রামধুরার জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন যার খরচ পরবে ৩০০০-৪০০০ টাকা ।

Best Time to Visit Ramdhura

রামধুরা আসার জন্য ভালো অময় হল October – December মাস কারন এই সময় আকাশ ঝকঝকে পরিশকার থাকে ফলে খুব সহজেই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরুপ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন। তাছাড়াও বছরের যেকোনো দিন রামধুরাতে ঘুরতে আসতে পারেন , গ্রীষ্মকালের প্রচণ্ড গরম এড়াতে রামধুরা চলে আসতেই পারেন।

Ramdhura Homestay | Best Homestay In Ramdhura

এবার আসি থাকার বেপারে রামধুরাতে থাকতে গেলে এখানে একমাত্র উপায় এখানকার Homestay গুলি , রামধুরা একটি ছোট গ্রাম হওয়ায় এখানে থাকার জন্য কোন হোটেল পাবেন না। এই Homestay গুলির খরচ কত ? Ramdhura Homestay গুলির ফোন নাম্বার প্রভৃতি নিচে বিস্তারিতভাবে দেওয়া হল।

Ramdhura Bhutia Homestay9474148686
Ramdhura Wood homestay9007224814
Ramdhura Khaling Homestay9933803187
Nirushree Homestay9749267911
Conifers Homestay Ramdhura9830152169
Chamling Homestay9933873686
Dezong Homestay8972684596
*উপরে দেওয়া নাম্বারে ফোন করে সমস্ত তথ্য যাচাই করে নেবেন

এই সমস্ত হমস্তে গুলির খরচ প্রায় ১২০০-১৫০০ টাকা প্রতিজন প্রতিদিন এবং এই খরচের মধ্যেই তিন বেলার খাওয়ার ( Breakfast , Lunch Dinner ) ও তার সাথে সন্ধ্যের খাওয়ার এবং চা পেয়ে যাবেন , প্রতিটি হমস্তে তে গরম জলের সুবিধাও পেয়ে যাবেন।

আরও দেখুন-

What To See In Ramdhura

রামধুরার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে, এখানে কিছু সময় পর পর প্রকৃতি তার নিজের রুপ পরিবর্তন করতে থাকে কখনো রউদ্রউজ্জল ঝলমলে পরিবেশ আবার মিনিটের মধ্যে সেই পরিবেশ ঢেকে যায় মেঘের মধ্যে প্রকৃতির এমন দৃশ্য হমস্তের রুম বা বারান্দা থেকে বসে দেখতে দেখতে আপনার সময় কেটে যাবে ।

এছাড়াও পায়ে হেটে ঘন পাইন ও ধুপির জঙ্গলের মাঝ দিয়ে ট্রেক করে ঘুরে আসতে পারেন ১৯৩০ সালে তৈরি ব্রিটিশদের তৈরি জলশা বাংলো থেকে , দেখতে পারেন সেখানকার সিঙ্কনা গাছ যা থেকে ম্যালেরিয়া ঔষধ তৈরি হয় , এই জলশা বাংলো থেকেও কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় , এখানে তৈরি করা বেঞ্চের উপর বসে দূরে কাঞ্চনজঙ্ঘা ও সমতলে বয়ে চলা তিস্তার দৃশ্যও উপলব্ধি করতে পারেন।

প্রকৃতি ছাড়া রামধুরাতে দেখার মতো কিছু নেই , যারা প্রকৃতিকে মন ভরে উপভোগ করতে চান তারা আসতেই পারেন এখানে ।

Ramdhura sightseeing

যেহেতু রামধুরা গ্রামটি কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিমি দূরে অবস্থিত তাই এখানে থেকে সহজেই কালিম্পং ও আশেপাশের কিছু স্থান ও ঘুরে দেখে নেওয়া যেতে পারে, এমনি কিছু স্থানের কথা নিচে আলোচনা করা হল যেগুলি রামধুরা থেকে খুব কাছাকাছি অবস্থিত।

  • Iccehgaon: রামধুরা থেকে মাত্র ৩ কিমি দূরে অবস্থিত কালিম্পং এর আর একটি অফবিট গ্রাম ইচ্ছে -গাঁও। প্রাকৃতিক সুন্দরজে ভরপুর এই গ্রামটি থেকেও অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যায়।
  • Sillery Gaon : ছবির মতো সুন্দর একটি ছোট পাহাড়ি গ্রাম হল সিলেরি গাঁও , এখান থেকে ও খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ও হিমালয় উচু পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যায় । রামধুরা থেকে মাত্র ১৩ কিমি দূরে তাই খুব সহজেই এই স্থানটি ঘুরে দেখতে পারেন।
  • Pedong Monastery : রামধুরা থেকে মাত্র ১৩ কিমি দূরে অবস্থিত পুরনো বুদ্ধ মন্দির পেদং মনাস্ত্রি চাইলে এই স্থানটিও দেখে নিতে পারেন।
  • Delo Park : রামধুরা থেকে মাত্র ৯ কিমি দূরে অবস্থিত কালিম্পং এর বিখ্যাত ডেলো পার্ক , এই ডেলো পার্কে ঘুরে দেখে নিতে পারেন এমনকি এখানে Paragliding ও করা হয় চাইলে সেটিও করতে পারেন।
  • Jalsha Banlgow : ব্রিটিশদের তৈরি পুরনো যুগের এই বাড়িটি দেখে নিতে পারেন এবং এখান থেকে দেখতে পাওয়া পাহাড়ের ভিউ টাও দুর্দান্ত।

এছাড়াও কালিম্পং শহর , বিদ্যাং , পাইন ভিউ নার্সারি, প্রভৃতি দেখে নিতে পারেন রামধুরা থেকে।

Frequently Asked Questions

Ramdhura to Darjeeling Distance

রামধুরা থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ৬৫ কিমি

Ramdhura to Rishikhola distance

রামধুরা থেকে রিশিখোলার দূরত্ব প্রায় ৩৫ কিমি

Ramdhura to sillery gaon distance

রামধুরা থেকে সিলেরিগাঁও এর দূরত্ব প্রায় ১৪ কিমি

Ramdhura to icchey gaon distance

রামধুরা থেকে ইচ্ছে গাঁও এর দূরত্ব প্রায় ৩ কিমি

Ramdhura to lava distance

রামধুরা থেকে লাভার দূরত্ব প্রায় ২২ কিমি

আশা করি উপরে দেওয়া তথ্য আপানদের কাজে লাগবে এবং আপনাদের রামধুরা ভ্রমনে সাহায্য করবে, রামধুরা সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করতে ভুলবেননা ।

Leave a Comment