রামপুরিয়া | Rampuria Forest village Offbeat Darjeeling

আপনি যদি North Bengal Offebat স্থান এর খোজ করছেন তবে এই আর্টিকেল এ এমনি একটি Offbeat Place Rampuria এর খোজ দেবো, এই Rampuria forest village টি দার্জিলিং থেকে খুব কাছে অবস্থিত।

দারজীলিং থেক মাত্র ২০ কিমি দূরে এই স্থানটি সেঞ্চাল অভয়ারণ্যের মাঝে অবস্থিত, সুমদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ৫৭০০ ফিট । স্থানটি সেঞ্চাল অভয়ারণ্যের মাঝে হওয়ায় এখানে চারিদিক অভ্যারন্নের ঘন সবুজ অরণ্য দ্বারা পরিবেষ্টিত। এখানে পাবেন না কোন যান-বাহনের আওয়াজ, মানুষের ভিড়,বিষাক্ত বায়ু, এখানে পাবেন শুধু প্রকৃতির সৌন্দর্য, পাখিদের ডাক, মুক্ত বাতাস ।

যারা পখি প্রেমি তাদের কাছে এই স্থানটি খুব পছন্দ হতে পারে কারন এখানে দেখা মেলে নানা প্রজাতির হিমালয়ান পাখি যেমন Magpie, Babble,Thrush আরও নানা প্রজাতির পাখি। এছাড়াও এখানে দেখতে পাবেন বিভিন্ন পরজাতির ফুল যেমন Rododendron,magnolia প্রভৃতি । দেখতে পাবেন সেঞ্চাল অভয়ারণ্যের নান জিব বৈচিত্র্য।

এছাড়াও হমস্তের রুম থেকে দেখতে পাবেন সামনে বিস্তৃত রংলি-রংলিওত চা বাগানের অপরুপ সুন্দর সবুজাভ উপত্যকা যার সৌন্দর্য নজর কারার মতো ও আকাশ পরিস্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখাও মিলবে এখানে । সকালে গরম চা হাতে নিয়ে হমস্তের বারান্দায় দাড়িয়ে ছবির মতো সুন্দর সবুজ উপত্যকা ও সূর্যোদয় তার সাথে পাখিদের ডাক শুনে একটি নতুন দিনের শুরু হবে এখানে ।

হাতে এক-দু দিন সময় থাকলে অনায়াসে প্রকৃতির মধ্যে হারিয়ে গিয়ে সময় কাটিয়ে ফেলতে পারবেন এখানে ।

Rampuria Distance from Siliguri | NJP | Bagdogra

  • Rampuria village Distance from siliguri is 75 km
  • Rampuria village Distance from NJP station is 77 km
  • Rampuria village Distance from Bagdogra is 83 km

How to Reach Rampuria Forest Village

রামপুরিয়া বনবস্তিতে পৌঁছতে গেলে আপনারা শিলিগুড়ি, এনজেপি,বগাদগ্রা থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন যার আনুমানিক খরচ পরবে ৩০০০-৩৫০০ টাকা এবং পৌঁছতে সময় লাগবে আনুমানিক ৩ ঘণ্টা ।

শেয়ার গাড়ি করেও পউছে যেতে পারেন এখানে তার জন্য প্রথমে দার্জিলিং গামী গাড়িতে উঠে ঘুম বা জোরবাংলো পৌঁছন সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন রামপুরিয়ার জন্য অথবা জোরবাংলো থেকে সিক্সথ মাইল বাজার এসে সেখান থেকে গাড়ি ভাড়া করে নিতে পারেন রামপুরিয়া পর্যন্ত ।

Best time to visit Rampuria forest Village

রামপুরিয়া গ্রামে আসার ভালো সময় হল october- December ও march-may মাস । june-september মাসে এই সেঞ্চাল অভয়ারণ্যে প্রবেশ নিষেধ থাকে ফলে এই সময় এখানে আসতে পারবেন না।

Rampuria Homestay | Rampuria Homestay Number

রামপুরিয়া একটি বনবস্তি হওয়ায় ও সেঞ্চাল অভয়ারণ্যের মধ্যে অবস্থিত হওয়ায় এখানে জনবসতি খুব বেশি নয়, এবং এখানকার স্থানিয় বাসিন্দারাই তাদের বাড়িতে হমস্তে শুরু করেছে ফলে রামপুরিয়াতে থাকতে গেলে এইসব হমস্তে গুলিতেই থাকতে হবে । হমস্তে গুলিতে থাকার সুবন্দবস্ত আছে ও রুম গুলি পরিস্কার পরিচ্ছন্ন এবং রুমের জানালা দিয়েও ভিউ পাওয়া যায় । হমস্তে গুলির রুম সঙ্খা খুব বেশি নয় ফলে এখানে থাকতে গেলে আগে থেকে রুম বুক করে আশা ভালো হবে । নিচে কিছু হমস্তের নাম ও নাম্বার দেওয়া হল…

Rampuria Homestay
Cost: 1400/head (approximate)
9836599889
Adarsh Homestay Rampuria8116237639
Bajra Homestay9932298991
Deep Homestay8116742474

উপরে দেওয়া নাম্বারে ফোন করে রুম উপলব্ধতা ও খরচ সম্পর্কে জেনে নেবেন, এখানে একটা আনুমানিক খরচ দেওয়া হল যা পরবর্তীতে পরিবর্তন হতে পারে। হমস্তের খরচের মধ্যে Fooding & Lodging অন্তর্ভুক্ত থাকবে ।

Rampuria Outdoor Activity | What to do in Rampuria

যারা প্রকৃতি প্রেমি তারা সারা দিন হমস্তেতে বসে চিন্তামুক্ত হয়ে সময় কাটিয়ে দিতে পারেন এখানে । রামপুরিয়া করার মতো কাজ হল এখানের গভির সেঞ্চাল অভয়ারণ্যের ভেতরে ট্রেক। আপনারা এখানে একজন গাইড ভাড়া করে ট্রেক করে চলে যেতে পারেন সেঞ্চাল অভয়ারণ্যের ভেতরে দেখে নিতে পারেন এখানের জিববৈচিত্র্য,বিভিন্ন পাখি,রং বিরঙ্গের ফুল, বিভন্ন উশুধি গুন বিশিষ্ট গাছ, ছোট বড় পাহাড়ি ঝরনা, জলের ধারা,পুরনো গুহা প্রভৃতি । ট্রেক করার জন্য গাইড নেওয়া বাধ্যতামুকল যার খরচ পরবে ২০০-৩০০ টাকা ।

আরও দেখুন –

জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে চলে যেতে পারনে মংপুতে যেটা এখান থেক মাত্র ৭ কিমি দূরে, দেখে নিতে পারেন সিঙ্কনা Plantation ও রাবিন্দ্রানাথ ঠাকুরের মিউজিয়াম ।

প্রসঙ্গত বলে রাখা ভালো এই অভয়ারণ্য ভারতের একটি পুরনো অভয়ারণ্যের মধ্যে একটি, এখানে নানা ধরনের উষূধি গুন সম্পন্ন গাছ-গাছালি পাওয়া যায় এছাড়াও এই অভয়ারণ্য নানা বন্য প্রানিদের বাসঘর যেমন barking deer, wild boar, Himalayan black bear, Indian leopard, jungle cat, rhesus monkey, Assam macaque, Himalayan flying squirrel প্রভৃতি ।

এছাড়াও স্থানিয়দের তৈরি বাগানে জৈবিক উপায়ে তৈরি করা শাকসবজির চাষ দেখতে পারেন এখানে ।

Rampuria village Sightseen

রামপুরিয়া গ্রামটি দার্জিলিং থেকে কাছে হওয়ায় এখান থেকে বেস কিছু স্থানের Day tour করে নিতে পারেন ।যেমন…

  • Tiger Hill : এখান থেকে টাইগার হিল খুব কাছে পরে তাই আপানরা চাইলে চলে আসতে পারেন টাইগার হিলে এবং এখান থেকে দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য ।
  • Takadah: উত্তরবঙ্গের আরেকটি অফবিট স্থান তাকদা এখান থেকে মাত্র ৮ কিমি দূরে অবস্থিত, চাইলে এখানে ঘুরে নিতে পারেন দেখে নিতে পারেন এখানকার অর্কিড সেন্টার, ব্রিটিশদের তৈরি বাংলো, তাকদা সম্পর্কে আরও জানুন Click here
  • Tinchuley: তাকদার খুব পাশে অবস্থিত এই গ্রামটিও ঘুরে দেখতে পারেন, তিঞ্চুলে গ্রামটিও খুব সুন্দর শান্ত একটি গ্রাম। আরও বিস্তারিত ভাবে জানুন তিঞ্চুলে সম্পর্কে Click Here
  • Lamahatta: লামাহাট্টা এখান থেকে মাত্র ৭ কিমি দূরে অবস্থিত, ঘুরে দেখে নিতে পারেন এই লামাহাটা গ্রামটি দেখতে পারেন এখানের লামাহাটা ইকো-পার্ক, পার্কে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সময় কাটাতেও পারেন । লামাহাটা সম্পর্কে বিস্তারিতভাবে জানুন Click Here
  • Rangli Rangliot Tea garden : ঘুরে দেখে নিতে পারেন রংলি রংলিওট চা বাগান, দার্জিলিং এর অন্যতম সুন্দর চা বাগানের মধ্যে একটি যার সৌন্দর্য নজর কারার মতো । রামপুরিয়া থেকে এই স্থানের দূরত্ব প্রায় ১০ কিমি ।
  • Darjeeling Town & Ghoom Monastery : দার্জিলিং শহর এখান থেকে মাত্র ১৮ কিমি দূরে এবং ঘুম মনাস্ত্রি মাত্র ১৩ কিমি দূরে অবস্থিত, চাইলে এখান থেকে দিনের বেলা দার্জিলিং শহর ও ঘুম মনাস্ত্রি সহজেই ঘুরে আশা যায় ।

আশা করি উপরে দেওয়া তথ্য আপনাদের কাজে লাগবে বং আপনাদের ভ্রমনে সাহায্য করবে, এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আর্টিকেলে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এ লিখে জানাতে ভুলবেন না ।

Leave a Comment