যারা দারজীলিং এর কাছাকাছি ঘোরার জন্য একটু Offbeat স্থান খুজছেন যেখানে তারা offbeat Darjeeling এর একটি স্থান Rangaroon (রাঙ্গারুন) বা রংগারুন এই স্থানটি ঘুরে দেখতে পারেন। এই রাঙ্গারুন স্থানটি কোথায় অবস্থিত, কীভাবে এখানে পৌছবেন, কোথায় থাকবেন, Rangaroon Homestay Number , হমস্তে খরচ, কী কী দেখবেন প্রভৃতি সম্পর্কে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ।
দারজীলিং শহর থেকে মাত্র ১৬ কিমি দূরে অবস্থিত এই রাঙ্গারুন গ্রাম যার উচ্চতা সুমদ্রপৃষ্ট থেকে প্রায় ৬০০০ ফিট, দারজীলিং এর বহুল পরিচিত টাইগার হিল এর ঠিক পাদদেশে অবস্থিত এই রাঙ্গারুন গ্রাম । লেপচা ভাষায় রাঙ্গারুন কথার অর্থ হল “নদীর বড় বাঁক”, এখান দিয়ে বয়ে চলা রুন্দুং নদীও এই পাহাড়ি উপত্যকার মধ্যে দিয়ে বাঁক সৃষ্টি করে বয়ে গেছে তাই এখানকার নাম রাঙ্গারুন, এছাড়াও স্থানিয়দের মধ্যে নানা কথা প্রচলিত আছে এই নাম নিয়ে তাদের মধ্যে এটি একটি।
টাইগার হিলের পাদদেশে অবস্থিত এই গ্রামটি অপূর্ব সুন্দর, চারদিকে সবুজে মোড়া চা বাগান, নদী, ছোট বড় পাহাড়ি ঝর্না কাঞ্চনজঙ্ঘা, দারজীলিং শহরের দৃশ্য, শান্ত পরিবেশ সব মিলিয়ে এক দুর্দান্ত সময় কাটানোর স্থান এই জাইগাটি ।
এখানকার মুল আকর্ষণ হল এখান থেকে দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘা ও দারজীলিং শহরের অপূর্ব দৃশ্য, দারজীলিং শহরের পাহাড় থেকে ঠিক বিপরিত দিকে অবস্থিত রাঙ্গারুন গ্রামের পাহাড় ফলে এখান থেকে পুরো দারজীলিং শহর খুব ভালোভাবে দেখা যায় এবং তারই সমান্তরালে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাকে।
এক ফ্রেমে দারজীলিং শহর ও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অপূর্ব লাগে দেখেতে। এছাড়াও রাতের বেলা দারজীলিং শহরের আলো দেখতে মনে হয় যেন শত শত তারা জ্বলে রয়েছে অন্ধকার আকাশে । হমস্তে রুমে থেকে অনায়াসে কাঞ্চনজঙ্ঘা ও দারজীলিং শহরের এমন দৃশ্য উপভোগ করা যায় । কোন স্থানে ছুটোছুটি না করে সরাসরি হমস্তে রুমে বসে এমন দৃশ্য কেনা উপভোগ করতে চাইবে।
এছাড়াও এখানে আছে সুদূর ব্রিস্তিত চা বাগান যা পুরো স্থানটিকে সুবজে মুড়ে রেখেছে, রাঙ্গারুন এর এই চা বাগান প্রায় ৯০ একর ব্রিস্তিত, ব্রিটিশদের দ্বারা এই চা বাগান স্থাপন করা হয়েছিল, এখানে ব্রিটিশদের নির্মিত চা Factory ও আছে কিন্তু উৎপাদন খরচ বেশি হওয়ায় তা এখন বন্ধ আছে, এই Factory এর ভেতরে দেখতে পাবেন ব্রিটিশদের লন্ডন থেকে আনা বহু পুরনো জন্ত্রপাতি । ব্রিটিশদের তৈরি একটি পুরনো বাংলোও এখানে দেখতে পাবেন ।
এমন একটি শান্ত নিরবিলি পরিবেশে সময় খুব আনন্দে কেটে যাবে , সাপ্তাহিক ছুটি থাকলে বা হাতে কিছু সময় থাকলে এখানে অনায়াসে কাটিয়ে ফেলতে পারেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করতে পারেন।
Rangaroon Distance From Siliguri | NJP Junction | Bagdogra
- Rangaroon to Siliguri Distance is 75 km
- Rangaroon to NJP Distance is 77 km
- Rangaroon to Bagdogra Distance is 80 km
How to reach Rangaroon
রাঙ্গারুন পৌছনোর জন্য আপনারা শিলিগুড়ি,এনজেপি,বাগদগ্রা থেকে সরাসরি গাড়ি ভাড়া করে ফেলত পারেন, ছোট গাড়ি ভাড়া নেবে আনুমানিক ৩৫০০ টাকা এবং বড় গাড়ি ভাড়া পরবে ৪০০০-৪৫০০ টাকা(* ভাড়া কম বা বেশি হতে পারে) প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্তার মধ্যে পৌঁছে যাবেন এখানে ।
কম খরচে আসতে চাইলে প্রথমে শিলিগুড়ি থেকে দারজীলিং গামী গাড়ি চেপে জরবাংল মোড় পৌঁছতে হবে যার খরচ পরবে আনুমানিক ২৫০-৩০০ টাকা সেখান থেকে 3rd Mile পৌঁছতে হবে ও 3rd Mile থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে রাঙ্গারুন এর উদ্দেশে যার খরচ পরবে আনুমানিক ৭০০-১০০০ টাকা ।
Best Time to visit Rangaroon
রাঙ্গারুন আসার ভালো সময় হল Octobor-November ও March-April এই সময় আকাশ পরিস্কার থাকে ফলে কাঞ্চনজঙ্ঘার ও দারজীলিং শহরের পরিস্কার ভিউ পাওয়া যায় । December-February এই সময় এখানে খুব ঠাণ্ডা পরে চাইলে এই সময় ও আসতে পারেন, বর্ষাকালেও এখানে আশা যায় বর্ষাকালে এখানের চাবাগান গুলি আরও সবুজ হয়ে ওঠে
Where to stay in Rangaroon | Rangaroon Homestay contact Number
এখানে থাকতে গেলে এখানকার Homestay গুলি একমাত্র ভরসা, গ্রামটিতে খুব বেশি পরিবারের বাস নেই ও এখানে হমস্তে সঙ্খাও হাতে গোনা ৩-৪ টি হমস্তে এখানে আছে, তবে পরবর্তীতে আরও হমস্তে গড়ে উঠতে পারে ফলে এখানে আসার আগে হমস্তে রুম বুক করে আশা ভালো নয়তো রুম পেতে অসুবিধা হতে পারে । তবে যে কইটি হমস্তে আছে সেগুলি পরিস্কার ও সুসজ্জিত, হমস্তে রুম থেকে ভালো ভিউ পাওয়া যায় । নিচে কিছু হমস্তের নাম ও ফোন নাম্বার দেওয়া হল।
Nilam Homestay Rangaroon Cost:1300/head | 9647726080 |
Khaling Homestay Rangaroon | 8250587526/7501507266 |
Trekker’s Hut Rangaroon | 8116013554 |
প্রতিটি হমস্তের খরচ পরবে প্রায় ১২০০-১৫০০ টাকার মধ্যে এবং এই খরচে মধ্যে Fooding & Lodging অন্তর্ভুক্ত ।
What to see In Rangaroon | Rangaroon Outdoor activity
রাঙ্গারুনের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আকর্ষিত করবে এটিই এখানকার মুল আকর্ষণ , এছাড়াও এখানে আপনি যে যে জিনিস গুলি করতে ও দেখত পারেন…
- পায়ে হেটে গ্রাম ঘুরে দেখতে পারেন, গ্রামের সামাজিক পরিবেশ নানা রকম ফুল পাখি এসব দেখতে পারেন।
- সুদূর ব্রিস্তিত চা বাগান ঘুরে দেখুন, দেখুন সেখানে কাজ করা মানুষদের কাজ করার পদ্ধতি ।
- ঘুরে দেখুন ব্রিটিশদের তৈরি চা factory তার বিভিন্ন যন্ত্রপাতি , পুরনো ব্রিটিশ বাংলো ।
- স্থানিয় চার্চ , দুর্গা মন্দির হেটে ঘুরে দেখতে পারেন ।
- পাহাড়ের নিচে বয়ে চলা রুন্দুং নদী ও তার আশেপাশের স্থান দেখে আসুন।
- এখান থেকে দারজীলিং পর্যন্ত ট্রেক করার বেবস্থা আছে, স্থানিয় লোক বা গাইড নিয়ে ট্রেক করে আসতে পারেন দারজীলিং পর্যন্ত ।
আরও কিছু অফবিট স্থানঃ
Rangaroon Sightseeing
এখান থেকে দারজীলিং ও আশেপাশের কিছু স্থান সহজেই Day tour করে নিতে পারেবেন । এখান থেকে Sightseeing করা যেতে পারে এমন স্থানগুলি হল…
- Darjeeling Town : এখান থেকে দারজীলিং শহরের দূরত্ব মাত্র ১৭ কিমি তাই এখান থেকে দারজীলিং শহর ও আশেপাশের স্থান ঘুরে নিতে পারেন।
- Tiger Hill : এখান থেকে টাইগার হিল খুব কাছে পরে তাই আপানরা চাইলে চলে আসতে পারেন টাইগার হিলে এবং এখান থেকে দেখে নিতে পারেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য ।
- Takadah: উত্তরবঙ্গের আরেকটি অফবিট স্থান তাকদা এখান থেকে খুব বেশি দূর নয় , চাইলে এখানে ঘুরে নিতে পারেন দেখে নিতে পারেন এখানকার অর্কিড সেন্টার, ব্রিটিশদের তৈরি বাংলো, তাকদা সম্পর্কে আরও জানুন Click here ।
- Tinchuley: তাকদার খুব পাশে অবস্থিত এই গ্রামটিও ঘুরে দেখতে পারেন, তিঞ্চুলে গ্রামটিও খুব সুন্দর শান্ত একটি গ্রাম। আরও বিস্তারিত ভাবে জানুন তিঞ্চুলে সম্পর্কে Click Here।
- Lamahatta: ঘুরে দেখে নিতে পারেন এই লামাহাটা গ্রামটি দেখতে পারেন এখানের লামাহাটা ইকো-পার্ক, পার্কে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সময় কাটাতেও পারেন । লামাহাটা সম্পর্কে বিস্তারিতভাবে জানুন Click Here ।
আশা করি উপরে দেওয়া তথ্য আপনাদের কাজে লাগবে বং আপনাদের ভ্রমনে সাহায্য করবে, এই আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আর্টিকেলে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো তা কমেন্ট এ লিখে জানাতে ভুলবেন না ।