কালিম্পং এর কিছু অফবিট স্থানের মধ্যে একটি অন্যতম নাম হল RishiKhola বা Reshikhola আজকে এই ঋষিখলা নিয়ে আলোচনা করব ।কালিম্পং থেকে মাত্র 37 কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি পশ্চিমবঙ্গ ও সিকিম বর্ডারের শেষ গ্রাম, এই গ্রামের মাঝ দিয়ে বয়ে চলে গেছে ঋষি নদী যার অন্য অংশ আছে সিকিমে ।
নেপালি ভাষায় খোলা শব্দের অর্থ হলো বয়ে চলা ধারা আর নদীটির নাম ঋষি তাই এই স্থানটির নাম হয়েছে ঋষিখলা যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফিট । চারদিকে ঘন জঙ্গল ও পাহাড়ি উপত্যকার মাছ দিয়ে বয়ে চলা ঋষি নদীর সৌন্দর্য আপনাকে আকর্ষিত করে তুলবে।
ঋষি নদীর বয়ে চলা অফুরন্ত স্রোতের কুলকুল ধ্বনির আওয়াজ ও পাখিদের সুমিষ্ট আওয়াজ আপনার মনকে ভরিয়ে তুলবে যারা প্রকৃতিতে খুব কাছ থেকে দেখতে চান ও উপভোগ করতে চান এবং সমস্ত চিন্তা ভুলিয়ে কিছুদিনের জন্য একটু বিশ্রাম করতে চান তাদের কাছে এই ঋষিখলা খুব পছন্দের একটি জায়গা হয়ে উঠতে পারে।
সারাদিন নদীর জলে পা ডুবিয়ে বসে থাকা ,নদীর জলে স্নান করা বা নদীর মাছ ধরা সমস্ত কিছু আনন্দ উপভোগ করতে পারবেন এই ঋষিখোলাতে, তার সাথে পাহাড়ের নৈসর্গিক দৃশ্য শীতল বাতাস এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ মিলিয়ে এক দুর্দান্ত অভিজ্ঞতা সৃষ্টি করবে এই স্থান ।
যারা সিল্করুট ভ্রমণ ভ্রমণ করেন তাদের কাছে এই স্থানটি একটি রাত থাকার জন্য উপযুক্ত জায়গা হতে আপনারা চাইলে সিল্করুট ভ্রমণ এর আগে বা পরে এই স্থানে থেকে যেতে পারেন।
Rishikhola Distance From Siliguri | NJP | Bagdogra
- Rishikhola to siliguri distance is 98 km
- Rishikhola to NJP junction distance is 102 km
- Rishikhola to Bagdogra Distance is 109 km
How to reach Rishikhola
ঋষিখলা পৌঁছতে গেলে আপনার যদি বাই রোড আসেন তবে শিলিগুড়ি থেকে যদি Flight এ আসেন তবে বাগডোগরা থেকে এবং যদি ট্রেনে আসেন তবে এনজিপি স্টেশন থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন ঋষি খোলাতে এক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে সাড়ে ৩৫০০-৪০০০ টাকা এবং সময় লাগবে প্রায় 4 ঘন্টা।
এছাড়াও আপনারা শেয়ার গাড়ি করে প্রথমে কালিম্পং এসে কালিম্পং থেকে ঋষি খোলা যাওয়ার জন্য গাড়ি ভাড়া করতে পারেন। কালিম্পং পর্যন্ত শেয়ার গাড়ি ভাড়া পড়বে দেড়শ থেকে দুইশ টাকা এবং সেখান থেকে ঋষি খোলার জন্য গাড়ি ভাড়া পরবে 2000 থেকে 3000 টাকা ।
যেহেতু স্থানটি অফবিট লোকেশন ফলে এখানে যাওয়ার জন্য শেয়ার গাড়ি পাওয়া খুব একটা যায় না সুতরাং আপনারা সরাসরি গাড়ি ভাড়া করে এলে আপনাদের ঋষিখলা পৌঁছতে সুবিধা হবে
Best time to visit rishikhola
বছরের যে কোনো সময় ঋষি খোলা আসা যেতে পারে তবে বর্ষাকাল এড়িয়ে চলাই ভালো যেহেতু বর্ষাকালে ঋষি নদী একটু বেশি ফুলে-ফেঁপে ওঠে তাই এই সময়টা বাদ দিয়ে যে কোন সময় ঋষিখোলা আসা যেতে পারে। তবে ঋষিখলা আসার সবথেকে ভালো সময় হল অক্টোবর থেকে এপ্রিল মাস ।
Rishikhola Best Homestay | Rishikhola Homestay Number
ঋষিখলা তে থাকার জন্য আপনারা এখানে বেশকিছু হোমস্টে ও রিসোর্ট পেয়ে যাবেন , প্রায় এইসব হোমস্টে গুলি নদীর ধারে অবস্থিত। হমস্তে রুম থেকে ঋষি নদীরিশিবয়ে চলা স্রোত এর আওয়াজ খুব সহজে পাওয়া যায় । হোমস্টে্র রুমে বসে ঋষির বয়ে চলা স্রোতের আওয়াজ শুনতে শুনতে আপনি কখন ধ্যান-মগ্ন হয়ে পড়বেন তার টের পাবেন না। প্রতিটি হমস্তে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন এবং হমস্তের আতিথেওতাও সুন্দর। নিচে কিছু হমস্তে ও তাদের ফোন নাম্বার দেওয়া হল ।
Rishi River Resort Cost : 900-1200/head | 9933489825 |
Rishi Ecotouurism – Monkey Lodge Cost:1200/head | 7076655536 |
Banalata Homestay Reshikhola Cost:1000-1200/head | 9434452262 |
Grace resort Rishikhola Cost:1000/head | 9932028297 |
প্রতিটি হমস্তে খরচ এর মধ্যে fooding & Lodging অন্তর্ভুক্ত , এছাড়াও এই সব হমস্তে তে আপনারা নদীর ধারে ক্যাম্পিং করা ও Bonfire& Barbecue এর সুবিধা পেয়ে যাবেন যার জন্য কিছু এক্সট্রা টাকা দিতে হবে ।
Rishikhola Outdoor Activity
এবার আসি ঋষিখোলাতে কি কি করতে পারেন , ঋষি খোলাতে প্রকৃতির মাঝে কিভাবে আপনার অময় কেটে যাবে তার টের পাবেন না । তবে এখানে করার মতো কিছু কাজ হল যেমন…
- নদীর জলে পা ডুবিয়ে বসে থেকে চার পাশের সৌন্দর্য অনুবভ করা।
- এখানে নদির গভিরতা খুব বেশী না ফলে এখানে নদিতে স্নান করতে পারেন।
- নদীর জলের মাছ ধরে রান্না করে খেতে পারেন।
- পাহাড়ে ঘন জঙ্গলের মধ্যে ট্রেক করে নিতে পারন।
- নদীর ধারে স্রোতের আওয়াজ শুনতে শুনতে দুপুরের খাওয়াদাওয়া সারতে পারেন।
Rishikohla sightseeing
ঋষিখোলার আশেপাশে ঘোরার মতো কিছু স্থান হল …
- Pedong & PedongMonastery : ঋষিখোলা থেকে পেদং খুব কাছে , এই পেদং গ্রাম এক সময় সিল্ক রুট যাওয়ার মুল কেন্দ্র ছিল এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও দারুন , এখানে এক প্রাচীন বুদ্ধ মনাস্ত্রি আছে সেটিয় দেখতে পারেন।
- Artitar Lake/ Lampokhri : পূর্ব সিকিমের একটি বহু পুরনো হ্রদ এই আরিতার হ্রদ এর সৌন্দর্য ও নিতান্তই দারুন ঋষিখোলা থেকে কাছে হওয়ায় এই স্থানটিও দেখতে পারেন।
- Damsang Fort : লেপচা রাজ দ্বারা তৈরি এই পুরনো দুর্গটি দেখে আসতে পারেন ।
- Sillery Gaon : কালিম্পং এর অফবিট স্থানগুলির মধ্যে একটি ছবির মতো সুন্দর গ্রাম এই সিলের্য গাঁও এই স্থানটিও খুব দূরে নয় ফলে এই স্থানটিও ঘুরে দেখতে পারেন।
- Icche Gaon: সিলেরি গাঁও এর পাশাপাশি দেখে নিতে পারেন ইচ্ছে গাঁও , এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভালো দৃশ পাওয়া যায়
Frequnetly Asked Quetions
rishikhola to kalimpong distance ?
ঋষিখোলা থেকে কালিম্পং এর দূরত্ব প্রায় ৪৫ কিমি
rishikhola to sillery gaon distance ?
ঋষিখোলা থেকে সিলেরি গাঁও এর দূরত্ব প্রায় ৩০ কিমি
rishikhola to aritar distance ?
ঋষিখোলা থেকে আরিতার এর দূরত্ব প্রায় ১৪ কিমি
rishikhola to ramdhura distance ?
ঋষিখোলা থেকে রামধুরা এর দূরত্ব প্রায় ৩৫ কিমি
rishikhola to darjeeling distance ?
ঋষিখোলা থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ৮২ কিমি
আশা করি উপরে দেওয়া তথ্য আপানদের কাজে লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে । আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।