North Bengal Offbeat Place গুলির মধ্যে একটি নতুন স্থানের নাম হল Rongo (রঙ্গ) । এই Rongo
ডুয়ার্স এর ইন্ডিয়া-ভুটান সিমান্তে অবস্থিত একটি ছোটো গ্রাম । যারা ঘুরতে যাওয়ার জন্য Offbeat Dooars এর বিভিন্ন স্থানের খোজ করছেন তারা একবার অবশ্যই এই স্থানটি ঘুরে দেখতে পারেন ।

এই স্থানের উচ্চতা প্রায় ৪৫০০ ফিট । হাতে গোনা স্থানিয় লোক নিয়ে এই গ্রামটি গড়ে উঠেছে , এখানে খুব বেশি লোকেদের বাস না হওয়ায় এই স্থানটি অনেকটাই শান্ত ও নিরিবিলি । চারিদিকে সবুজ পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা এই স্থানটি । এছাড়াও এখানে এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে ঝলুং নদী যার আওয়াজ এই শান্ত পরিবেশে শুনতে দারুন লাগে । শান্ত প্রকৃতির মাঝে এক ছবির মতো সুন্দর এই গ্রাম ।

এছাড়াও এখানে দেখতে পাওয়া যায় নানা ধরনের হিমালায়ান পাখি, যারা পাখি প্রেমি তাদের কাছে এই স্থানটি ভালো লাগবে । সিঙ্কনা ও নানা ধরনের ঔষুধি গাছের চাষ ও হয় এখানে ।
যারা দৈনন্দিন জীবনের কাজ বা অফিসের কাজ থেকে বিরক্ত হয়ে গেছেন , জীবনে একটু সতেজতা আনতে চান তারা অনায়াসে এখানে এসে শান্ত প্রকৃতির মাঝে দু-একদিন কাটিয়ে নিতে পারেন । সবুজ পাহাড়ি উপত্যকার মাঝে নদীর ধারে থেকে নদীর মিষ্ট কলতান শুনতে শুনতে এখানে খুব সহজে আপনার সময় কেটে যাবে ।
Where is Rongo Located
রঙ্গ উত্তরবঙ্গের ডুয়ার্স এর ইন্ডিয়া-ভুটান সিমান্তে অবস্থিত একটি ছোটো গ্রাম । ঝালং-বিন্দু যাওয়ার পথে গাইরিবাস ভিউ পয়েন্ট থেকে রঙ্গ এর দূরত্ব মাত্র ৫ কিমি । শিলিগুড়ি ও এনজেপি জংশন থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৯৭ কিমি ।
How to Reach Rongo
রঙ্গ পৌছনো যায় দুটি রাস্তা দিয়ে একটি চালসা হয়ে অপরটি চাপরামারি হয়ে আপানারা যেকোন একটি রাস্তা দিয়ে এখানে পৌঁছতে পারেন ।
রঙ্গ পৌছনোর জন্য সব থেকে কাছের রেল স্টেশন হল নিউ মাল জংশন, এখান থেকে রঙ্গ এর দূরত্ব মাত্র ৪৫ কিমি । আপনারা নিউ মাল জংশন এ নেমে সেখান থেকে সরারসরি গাড়ি ভাড়া করে নিত পারেন । গাড়ি ভাড়া পরবে প্রায় ৩০০০-৩৫০০ টাকা ।
এছাড়াও আপানরা শেয়ার গাড়ি করে চালসা পৌঁছে সেখান থেকে গাইরিবাস হয়ে বা চাপরামারি >কুমানি > গাইরিবাস ভিউ পয়েন্ট > রঙ্গ পৌঁছতে পারেন ।
শিলিগুড়ি বা এনজেপি থেকে এলে সেখান থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন , গাড়ি ভাড়া পরবে প্রায় ৪০০০ টাকা ।
আরও দেখুন-
Best Time to visit Rongo
বছরের প্রায় যেকোন দিন এখানে আসা যেতে পারে পারে , তবে বর্ষাকালে এখানে এলে সাবধানতা অবলম্বন করা উচিত ।
Rongo Homestay Number | Rongo River Valley Homestay | Rongo Whte House
যেহেতু রঙ্গ একটি নতুন অফবিট স্থান ফলে এখনও স্থানটি পর্যটকদের কাছে তেমন পরিচিত নয় তাই এখানে থাকার জন্য হাতে গোনা দু-একটি হমস্টে ছাড়া থাকার বেবস্থা তেমন নেই । ফলে এখানে আসতে গেলে হমস্টে বুক করে আসাটা ভালো হবে ।
এখানে যে সব হমস্টে আছে তাদের মধ্যে থাকার জন্য ভালো হমস্টে হল Rongo River Valley Homstay এই হমস্টেটি একদম নদীর ধারে অবস্থিত , ফলে এখানে থেকে প্রকৃতির মাঝে সময় কাটানোর এক দারুন অভিজ্ঞতা পাওয়া যায় । নিচে কিছু হমস্টের নাম্বার দেওয়া হল ।
Rongo White House Stay Cost:1500/head | 70766 37019 |
Rongo River Valley Homestay Cost:1400/head | 8348138608 |
Rongo River Camp Cost:1500/head | 85388 29754 |
হমস্তের খরচের মদ্ধের থাকা ও খাওয়া অন্তর্ভুক্ত থাকবে ।
Rongo Outdoor Activity
কী কী করবেন এই রঙ্গতে …
- প্রকৃতির মাঝে চিন্তামুক্ত হয়ে সময় কাটান ।
- নদীর ধারে বসে সময় কাটান বা নদীতে নেমে স্নান করুন( যদি জল কম থাকে ) বা মাছ ধরুন ।
- পাখী দেখতে বেরিয়ে পরুন ।
- পায়ে হেটে সুন্দর গ্রামটি ঘুরে দেখুন ,দেখুন এখান কার স্থানিয়দের কাম কর্ম , সিঙ্কনা চাষ ।
- ট্রেক কর জঙ্গলের ভেতরে ঘুরে আসুন , দেখে নিন ছোটো বড় ঝর্না ।
- ট্রেক করে চলে যান এখানকার মনাস্ট্রিতে ।
Rongo Sightseeing
রঙ্গ থেকে আশেপাশের যেসব স্থান ঘুরে দেখতে পারেন …
- দলগাঁও ভিউ পয়েন্ট এখান থেকে সামনে ভুটানের পাহাড় নিচে বয়ে চলা জলঢাকা নদী, ঝালং বিন্দু এই সব পাখির চখে দেখতে পাবেন ।
- ঝালং ও বিন্দু এই দুটি স্থান এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন ।
- সুন্তেলাখলা ও রকি আইলান্ড ও এখান থেকে চাইলে দেখে নিতে পারেন দূরত্ব খুব বেশি নয় ।
Siliguri to Rongo Distance ?
শিলিগুড়ি থেকে রঙ্গ এর দূরত্ব প্রায় ৯৯ কিমি ।
Siliguri to Rongo Distance ?
এনজেপি থেকে রঙ্গ এর দূরত্ব প্রায় ৯৮ কিমি ।
Jhalong to Rongo Distance ?
ঝালং থেকে রঙ্গ এর দূরত্ব প্রায় ১০ কিমি ।
আশা করি আপনাদের এই আর্টিকেলটি ভালো লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে , আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।