সামালবং | Samalbong Kalimpong Offbeat Place

কালিম্পং শহরের ভিড় থেকে দুরে শান্তিতে বসে পাহাড়ের নির্জন প্রকৃতি ও তারসাথে কাঞ্চনজঙ্ঘাকে উপভোগ করতে চান তবে চলে আসতে পারেন কালিম্পং এর সামালবং(Samalbong) এ ,কালিম্পং শহর থেকে মাত্র ২৭ কিমি দুরে ছোটো একটি পাহাড়ি গ্রাম এই সামালবং ।

Iamge By : Atc Samalbong Paharer Bari

যেহেতু এটি ক্তি খাসমহল তাই এখানে নানা ধরনের শাক-সব্জির চাষ হয় , ফলত এখানে এলে পাহাড়ের গ্রাম্য পরিবেশ ও এখানে এলাচ আদা ও বিভিন্ন শাক চাষ দেখতে পাবেন । যারা শহরের চিন্তাপূর্ণ জীবন থেকে সাময়িক একটু স্বস্তি চাইছেন ও শহরের গরম আবহাওয়া তে থেকে যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে তারা অবশ্যই এখানে আসতে পারেন ।

এখানে এসে শান্ত নিরিবিলি পরিবেশে শীতল হাওয়ার সাথে ভিউ পয়েন্ট থেকে দুরে পাহাড়ের ভিউ ও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে মনের সব অবসাদ দূর হয়ে যাবে ।

এই সামালবং এর মুল আকর্ষণ হল এখান থেকে দেখতে পাওয়া কালিম্পং শহরের রাতের দৃশ্য, ভিউ পয়েন্ট থেকে সমস্ত কালিম্পং শহর দেখা যায় যা রাতের আলোতে দেখতে জলন্ত নেকলেস এর মতো লাগে অতন্ত মনমুগ্ধকর দৃশ্য এটি ।

এছাড়াও দিনে আকাশ পরিস্কার থাকলে এই ভিউপয়েন্ট থেকে কালিম্পং শহরের ঠিক উপরেই দেখতে পাওয়া যাবে কাঞ্চনজঙ্ঘাকে এবং নিচে পাহাড়ি উপত্যকার মাঝ দিয়ে বয়ে চলা রেলি নদীর আকাবাকা পথ ও এখান থেকে দেখা যায় ।

দিন হোক বা রাত সবসময় ভিন্ন ভিন্ন ভিউ পাওয়া যায় এখান থেকে যা মন জুড়িয়ে তোলার মতো।

Samalbong Location

সামালবং গ্রামটি মুল কালিম্পং শহর থেকে মাত্র ২৭ কিমি দুরে সামালবং খাসমহলের মধ্যে অবস্থিত , শিলিগুড়ি/এনজেপি থেকে এই স্থানের দূরত্ব যথাক্রমে ৭৪ ও ৭৯ কিমি ।

How to Reach Samalbong

শিলিগুড়ি/এনজেপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে ফেলতে পারেন সামালবং এর জন্য, গাড়ি ভাড়া পরবে প্রায় ৩৫০০-৪৫০০ টাকা (ছোটো গাড়ি ও বড় গাড়ি হিসেবে ভাড়া আলাদা হবে) ।

শেয়ার গাড়ি করে পৌঁছতে চাইলে প্রথমে শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি তে উঠে কালিম্পং পৌঁছন ,পরে কালিম্পং থেকে সামালবং পর্যন্ত শেয়ার গাড়ি করে পৌঁছে যান অথবা কালিম্পং থেকে সামালবং পর্যন্ত গাড়ি ভাড়া করে নিতে পারেন ।

শেয়ার গাড়িতে পৌঁছতে চাইলে শেয়ার গাড়ি কখন ছাড়ে সে বিষয়ে খোজ রাখতে হবে , এ ক্ষেত্রে আপনারা যে হমস্টে এ থাকবেন তার ওনার এর সাথে আপনারা কথা বলে জেনে নিতে পারেন ।

Best Tim to Visit Samalbong

সামালবং আসার ভালো সময় হল September-March এই সময় আকাশ পরিস্কার থাকায় কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পাওয়া যায় , তাছাড়া বছরের প্রায় সব দিন এখানে আসা যেতে পারে।

Samalbong Homestay Number | Samalbong Homstay

এই অফবিট গ্রামে এখনও খুব বেশি হমস্টে গড়ে ওঠেনি , এখানে এক থেক দুটি হমস্টে পেয়ে যাবেন থাকার জন্য । তবে এখানে থাকার ভালো হমস্টে হল তিবেতিয়ান ভিলা হমস্টে, হমস্টে এর ঠিক সামনেই ভিউ পয়েন্ট এখানে বসে প্রকৃতির অপরুপ সৌন্দর্য উপভোগ করা যায় । এছাড়াও হমস্টের রুম ও ডাইনিং স্পেস থেকেউ ভিউ পাওয়া যায় , পাহাড়ের কোলে বসে খাওয়ার খেতে খেতে প্রকৃতির রুপ উপভোগ করতে পারবেন । নিচে কিছু হমস্টের নাম্বার দেওয়া হল ।

ATC Samalbong Paharer Bari70316 26241/6289421510
Giri Homestay7584041487
হমস্টে গুলির খরচ আনুমানিক ১২০০-১৭০০/প্রতিজন এই খরচ এর মধ্যে তিন বেলার খাওয়া অন্তর্ভুক্ত ।

Samalbong Sightseeing

সামালবং এ প্রকৃতির রুপ দেখতে দেখতে সময় অনায়াসেই কেটে যাবে তবুও যারা আশেপাশে ঘুরে দেখতে চান তারা যেসব স্থান দেখতে পারেন যেমন…

  • Charkhole: বিস্তারিত দেখুন
  • Kaffer Gaon : বিস্তারিওত দেখুন
  • Lmadara
  • Loleygaon

এইসব স্থানগুলি সামালবং থেকে সহজেই ঘুরে দেখে ফেলতে পারেন । এছাড়াও সামালবং এ সময় কাটানোর জন্য যেসব কাজ করতে পারেন যেমন …

  • এই গ্রামটির কাছেই একটি চার্চ আছে এটি ঘুরে দেখতে পারেন ।
  • গ্রামটির আশেপাশে পাহাড়ের জঙ্গলের মাঝে ছোটো হাইকিং এ যেতে পারেন ।
  • সন্ধে বেলায় বনফায়ার ও বারবিকু চিকেন এর সাথে পাহাড়ের ভিউ উপভোগ করুন।

Siliguri to Samalbong view point Distance?

শিলিগুড়ি থেকে সামালবং ভিউ পয়েন্ট এর দূরত্ব প্রায় ৭৪ কিমি ।

Samalbong view point to Kalimpong Distance ?

কালিম্পং থেকে সামালবং এর দূরত্ব প্রায় ২৮ কিমি ।

Lava to Samalbong view point distance

লাভা থেকে সামালবং এর দূরত্ব প্রায় ৫০ কিমি ।

আশাকরি আপনাদের সামালবং সম্পর্কে এই আরতিক্তি ভালো লাগবে , যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানবেন ও নিজদের প্রিয়জনদের মাঝে এই শেয়ার করবেন ।

Leave a Comment