উত্তরবঙ্গের কোনায় কোনায় ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অজানা সুন্দর গ্রাম , তাদেরই মধ্যে একটি গ্রাম হল কালিম্পং এর এর সান্তুক ( Santook Kalimpong ) । কালিম্পং এর এই গ্রামটি একদম অবফিট পর্যটকদের কাছে প্রায় অজানা ফলত এখানে প্রকৃতিকে খুজে পাবেন তার নিজস্ব রুপে ।

এই সান্তুক এর আকর্ষণ হল এখানকার নির্জন প্রকৃতি , শান্ত পরিবেশ , পাহাড়ের দুর্দান্ত ভিউ , শীতল পরিবেশ ও দূষণমুক্ত বাতাস । এছাড়াও এখানকার অপর মুল আকর্ষণ হল এখানে হমস্টে এর সামনে পাহাড়ের ঢালে তৈরি করা ঝুলন্ত দোলনা ও হার্ট শেপ এ তৈরি বসার স্থান যা আপনাকে ইন্দোনেশিয়ার বালি এর ফীল দেবে ।

যারা বালি তে যেতে পারবেন না তারা এখানে এসে বালি এর স্বাদ অবশ্যই নিতে পারেন । সুন্দর পাহাড়ি উপত্যকার ধারে ঝুলন্ত দোলনায় দোল খেতে খেতে পাহাড়ের দুরান্ত ভিউ উপলব্ধি করা এক দারুন অভিজ্ঞতার সুযোগ পাবেন এখানে । সন্ধেবেলায় লাইটের আলোতে এই স্থানটি আরও সুন্দর হয়ে ওঠে ।
যারা নুতন বিবাহিত দম্পতি তাদের জন্য এক দুর্দান্ত স্থান এই সান্তুক, এখানে এসে এক রোমান্টিক সময় তারা কাটাতে পারেন । এমনকি প্রি-ওয়েডিং ফটোশুট করার জন্য ও দারুন স্থান হতে পারে এই স্থানটি ।
তাছাড়াও যারা পাহাড়ে শান্ত নিরিবিলি সাথ খুজছেন তারাও এখানে এসে সুন্দর একটি রাত কাটিয়ে যেতে পারন ।
অফবিট দারজীলিং –
Table of Contents
Santook Loaction & Distance
সান্তুক গ্রামটি খুব অফবিট হওয়ায় গুগুল ম্যাপ এই স্থানটির লোকেসন হয়তো অনেকই খুজে নাও পেতে পারেন । এই স্থানটি কালিম্পং শহর থেকে মাত্র ২০ কিম দুরে অবস্থিত এবং আলগারাহ বাজার থেকে ৪-৫ কিমি দুরত্তে অবস্থিত । শিলিগুড়ি ও এনজেপি স্টেশন থেকে এই স্থানের দূরত্ব প্রায় ৯০ কিমি ।
How to Reach Santook
এখানে পৌঁছতে গেলে আপনারা শিলিগুড়ি/এনজেপি থেকে সরারসরি গাড়ি ভাড়া করে ফেলতে পারেন গাড়ি ভাড়া ৩৫০০-৪৫০০ টাকা লাগতে পারে , গুগুল ম্যাপ অনুযায়ী পৌঁছে যান এই স্থানে ।
অথবা শেয়ার গাড়ি করে প্রথমে কালিম্পং,পরে সেখান থেকে আলগারাহ পৌঁছান এবং সেখান থেকে সান্তুক পর্যন্ত গাড়ি ভাড়া করে নিন । অপরদিকে আপনারা শেয়ার গাড়ি করে লাভা , সেখান থেকে আলগারাহ এবং তারপর সান্তুক পৌঁছে যান ।
এছাড়াও হমস্টের সাথে কথা বলে গাড়ীর বেবস্থা করতে পারেন ।
Best Time to Visit Santook
বছরের প্রায় সবদিন এখানে আশা যেতে পারে ।
Santook Homestay Number | Santook River Stone Adventure Retreat Number
সান্তুক এ থাকার জন্য খুব বেশি হমস্টে নেই , তবে সান্তুক এ যেটি মুল আকর্ষণ ইন্দোনেশিয়ার বালি এর মতো তৈরি করা ঝুলন্ত দোলনা সেটি পাওয়া যাবে এই River Stone Adventure Retreat এ , ফলত এখানে থাকার সব থেকে ভালো স্থান হল এই হমস্টেটি । নিচে এই হমস্টেটির নাম্বার দেওয়া হল আপনারা এখানে যোগাযোগ করে রুম বুক করে ফেলতে পারেন ।
River Stone Adventure Retreat | 7908028359 |
Santook Sightseeing
এখানে এশে প্রকৃতিকে উপভোগ করা ছাড়া কিছু করার নেই তবুও সময় কাটাতে যে কাজগুলি করতে পারন যেমন –
- পায়ে হেটে গ্রামটি ঘুর দেখুন ।
- এখান থেকে সামান্য দুরে একটি নদী আছে সেখান থেকে ঘুরে আসুন ।
- পাহাড়ি নদীর জলে স্নান করতে পারন ।
- পাহাড়ি জঙ্গলের মাঝে ছোটো একটা ট্রেক করুন ।
- ঝুলন্ত দোলনায় দোল খেতে খেতে পাহাড়ের নিস্তব্ধতা উপভগ করুন ।
Kalimpong to Santook Distance ?
কালিম্পং থেকে সান্তুক এর দুরত্ত প্রায় ২০ কিমি ।
Siliguri to Santook Distance ?
শিলিগুড়ি থেকে সান্তুক এর দুরত্ত প্রায় ৮৩ কিমি ।
NJP to Santook Distance ?
এনজেপি থেকে সান্তুক এর দুরত্ত প্রায় ৮৮ কিমি ।
Algarah to Santook Distance ?
আলগারাহ থেকে সান্তুক এর দুরত্ত প্রায় ৫ কিমি ।
আশা করি আপনাদের সাতুক সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লেগে থাকবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে , আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট এ মতামত জানাবেন ও নিজেদের প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করে তাদের নতুন স্থান সম্পর্কে জানাবেন ।
অফবিট কালিম্পং–
great information … I read heading but could not understand the paragraphs …