কালিমপং এর একটি ছোট অফবিট গ্রাম হল সিলেরি গাঁও , যারা Offbeat Kalimpong এর কিছু স্থান খুজছেন তারা এই Sillery Gaon গ্রামটি ঘুরে দেখতে পারেন । আজকে এখানে সিলারি গাঁও সম্পর্কে আলোচনা করব , কিভাবে সিলেরি গাঁও পউছবেন, কোথায় থাকবেন, Sillery Gaon Homestay কতো খরচ পরবে তার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
কালিম্পং শহর থেকে মাত্র ২৪ কিমি দূরে অবস্থিত এই ছোট পাহাড়ি গ্রামটি , এই স্থানটির উচ্চতা সুমদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০০ ফিট । পাহাড়ের ঢালে কয়েকটি স্থানিয় পরিবার নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি , এই গ্রামের মুল আকর্ষণ হল এখান থেকে দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘার মনমুগ্ধকর দৃশ্য ও কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে অন্যান্য তুষারাবৃত পাহাড়ি চুড়াও এখান থেকে দেখতে পাওয়া যায় ।
এছাড়াও এখানকার শান্ত স্নিগ্ধ কোলাহল মুক্ত পরিবেশ , সবুজ গাছ-গাছালী দ্বারা ঘেরা উচু উচু পাহাড় , পাখিদের ডাক , স্থানিয় লোকেদের আতিথেওতা সব কিছু পর্যটকদের আরও বেশী করে আকৃষ্ট করে তোলে । মেঘমুক্ত দিনে ঘুম থেকে উঠে হমস্তে রুম থেকে সরাসরি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাওয়া যাবে এখানে , হাতে চায়ের কাপ নিয়ে চুমুক দিতে দিতে এই সুন্দর দৃশ্য উপলব্ধি করতে কার না মন চাইবে ।
এছাড়াও এই স্থানটি থেকে কালিম্পং শহর খুব একটি দূরে না হওয়ায় এখানে থেকে কালিম্পং শহর ও ঘুরতে পারবেন , তাছাড়াও সিকিম এর সিল্ক রুট এখান থেকে কাছে পরে তাই যারা সিল্ক রুট ঘুরতে যাবেন ভাবছেন তারাও এখানে এক – দু দিন থেকে সময় কাটাতে পারেন । এমনকি কালিম্পং এর আরও কয়েকটি স্থান ইচ্ছে গাঁও , রামধুরা সিলেরি গাঁও এর লাগোয়া ফলে এই সিলেরি গাঁওতে থেকেও এই দুটি স্থান দেখে নিতে পারবেন।
এক কথায় শহুরে জীবন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে শান্ত নিরিবিলি পরিবেশে ছবির মতো সুন্দর এক পাহাড়ি গ্রামে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষি রেখে কয়েকদিন সময় কাটানো যদি আপনাদের ইচ্ছে থাকে তবে প্রিয়জন বা বন্ধুবান্ধবদের নিয়ে চলে আসতে পারেন এই সিলারি গাঁও তে । কাটিয়ে নিতে পারেন এক দুর্দান্ত সময় যা পরবর্তী সময় আপানদের স্মৃতিতে এক সুখকর আনন্দ হিসেবে সারা জিবনের জন্য আপনাদের সাথে থেকে যাবে।
Table of Contents
Sillery Gaon Distance From silliguri | NJP Station | Bagdogra Airport
- Silley Gaon distance From Silliguri is 89 km
- Silley Gaon distance from NJP station is 93 km
- Sillery Gaon distance from Bagdogra is 100 km
How to reach Sillery Gaon | NJP to sillery gaon car fare
সিলেরি গাঁও পৌছনোর জন্য আপনারা শিলিগুড়ি , এনজেপি বা বাগদগড়া থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নিতে পারেন , ছোট গাড়ি ভাড়া করলে তার করচ পরবে আনুমানিক ৩০০০-৩৫০০ টাকা ও বড় গাড়ি ভাড়া করলে তার খরচ পরবে আনুমানিক ৩৫০০-৪০০০ টাকা , দামদর করলে এই ভাড়া কিছু কম হতে পারে , ৩-৪ ঘণ্টা জার্নি করে পৌঁছে যাবেন সিলেরি গাঁওতে ।
এছাড়াও আপনারা শেয়ার গাড়ি করে আসতে পারেন , এ ক্ষেত্রে প্রথমে শেয়ার গাড়ি করে শিলিগুড়ি থেকে কালিম্পং পৌছবেন তার পর সেখান থেকে গাড়ি ভাড়া করে সিলেরি গাঁও পৌঁছতে হবে , শেয়ার গাড়িতে কালিম্পং পৌঁছতে ভাড়া পরবে ১৫০-২০০ টাকা এবং সেখান থেকে সিলেরি গাঁও এর ভাড়া পরবে আনুমানিক ১০০০-২০০০ টাকা ।
আপানরা যেখানে থাকবেন তার ওনারের সাথে কথা বলেও আপনারা গাড়ির বেবস্থা ও করে নিতে পারেন।
আরও দেখুন –
Best Time to visit Sillery Gaon
বছরের যেকোনো দিন ইচ্ছে গাঁও তে আপনারা চলে আসতে পারেন বছরের ভিন্ন ভিন্ন ঋতু তে পাহাড় আলাদা রুপ ধারন করে, তবে যাদের মুল আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘা, ভোর বেলা কাঞ্চনজঙ্ঘার উপর সূর্যের লাল আভা পরতে দেখা যাদের ইচ্ছে তাদের জন্য ইচ্ছে গাঁও আসার ভালো সময় হল October – December ও February-April মাস কারন এই সময় আকাশে ধুলকনা কম থাকায় খুব সহজেই এই দৃশ্য দেখা যায় ।
Sillery Gaon Homestay Contact Number | Sillery Gaon Accomodation
এই সমস্ত পাহাড়ি গ্রাম খুব একটা খ্যাত না হওয়ার জন্য এখানে থাকার জন্য কোন হোটেল পাবেন না , এখানে থাকতে গেলে এখানকার Homestay গুলি একমাত্র ভরসা । তবে হমস্তে থাকার এক আলাদা অনুভুতি হয় , নিজের বাড়ির মতো খাওয়ার ও আতিথেওতা এখানে পাওয়া যায় এমনকি পাহাড়ি লোকেদের সংস্কৃতি , তাদের স্থানিয় খাওয়ার প্রভৃতি সম্পর্কেউ যান যায় ।
এখানে থাকার জন্য হমস্তের অভাব হবে না কারন এখানে প্রত্যেকটি পরিবার তাদের নিজস্ব বাড়িতে হমস্তে চালায়। এখানের কিছু হমস্তের নাম ও তাদের ফোন নাম্বার দেওয়া হল চাইলে এখানে আপনারা এখানে থাকতে পারেন।
Banalata Homestay Sillery Gaon : 9434452262/8293066164 Cost: 1000-1500/day
Sumkisha Homestay Sillery Gaon : 8016851836/8348533235 Cost: 1000-1500/day
Heaven Valley Homestay : 8768011306/6296607557
Nirmala Village Resort :9933922859/ 8945033641
প্রতিটি হমস্তে খুব খুব ভালোভাবে সাজানো গোছানো ও রুম থেকে পাহাড়ের ভিউ ভালো পাওয়া যায় , হমস্তে গুলির নিজস্ব বাগান আছে যেখানে জৈবিক উপায়ে শাক-সব্জি উৎপন্ন হয় এবং হমস্তেতে থাকা অতিথিদের খাওয়ানো হয় । হমস্তে গুলির খরচ আনুমানিক ১০০০-১৫০০ টাকা প্রতিদিন , এবং প্রতিটি হমস্তের খরচে তিন বেলা খাওয়া ও চা অন্তর্ভুক্ত থাকে ।
Sillery Gaon Sightseeing | what to see In Sillery Gaon
সিলেরি গাঁওতে দেখার মতো আছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ,যারা শুধু প্রকৃতি উপভোগ করতে চান তারা এখানে হমস্তেতে বসে অনায়াসে সময় কাটিয়ে দিতে পারেন । এছাড়াও এই স্থানটি থেকে আশেপাশের কিছু স্থান সহজেই ঘুরে দেখা যায় যেমন…
- Icche Gaon :সিলেরি গাঁও থেকে ট্রেক করে চলে যাওয়া যায় পাহাড়ের অপর ঢালে অবস্থিত আর একটি সুন্দর গ্রাম ইচ্ছে গাঁওতে এখান থেকেও খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায় । ট্রেক করে গেলে এর দূরত্ব পরবে ৩-৫ কিমি , গাড়ি কর গেলে এর দূরত্ব পরবে প্রায় ১৬ কিমি।
- Ramdhura : সিলেরি থেকে মাত্র ৪ কিমি দূরে অবস্থিতএই গ্রামটিও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর , খুব সহজেই হাটা পথে ট্রেক করে চলে আসতে পারবেন এখানে।
- Damsang Fort : লেপচা রাজ দ্বারা তৈরি এই পুরনো দুর্গটি দেখে আসতে পারেন সিলেরি গাঁও থেকে ।
- Sillent valley : ঘুরে আসতে পারেন সাইলেন্ট ভ্যালি যেখানে শুধু পাখি ও বিভিন্ন কিট পতঙ্গের আওয়াজ ছাড়া কিছু অন্য কোন আওয়াজ শুনতে পাবেন না।
- Delo Park : সিলেরি গাঁও থেকে মাত্র ১৭ কিমি দূরে অবস্থিত কালিম্পং এর বিখ্যাত ডেলো পার্ক , এই ডেলো পার্কে ঘুরে দেখে নিতে পারেন এমনকি এখানে Paragliding ও করা হয় চাইলে সেটিও করতে পারেন।
- Jalsha Banlgow : ব্রিটিশদের তৈরি পুরনো যুগের এই বাড়িটি দেখে নিতে পারেন এবং এখান থেকে দেখতে পাওয়া পাহাড়ের ভিউ টাও দুর্দান্ত।
- Ramitay Viw Point : ট্রেক করে চলে যেতে পারেন রামিতে ভিউ পয়েন্ট এ এখান থেকে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা তিস্তার আকাবাকা রুপ ও বিভিন্ন পাহাড়ি চুড়ার দুর্দান্ত ভিউ পেয়ে যাবেন। এখান থেকে তিস্তা নদীর ১৪ টি বাঁক দেখা যায়।
- Kalimpong City : ইচ্ছে গাঁও কালিম্পং শহর থেকে মাত্র ২৪ কিমি দূরে অবস্থিত তাই এখান থেকে খুব সহজেই কালিম্পং শহর ও বিভিন্ন স্থান দেখে নিতে পারেন .
Frequently asked Questions:-
sillery gaon to zuluk distance ?
সিলেরি গাঁও থেকে যুলুক এর দূরত্ব প্রায় ৭৩ কিমি
sillery gaon to rishikhola distance ?
সিলেরি গাঁও থেকে রিশিখলা এর দূরত্ব প্রায় ৩০ কিমি
sillery gaon to aritar distance ?
সিলেরি গাঁও থেকে আরিতার এর দূরত্ব প্রায় ৩৯ কিমি
sillery gaon to padamchen distance ?
সিলেরি গাঁও থেকে পাদ্মাচেন এর দূরত্ব প্রায় ৪৫ কিমি
sillery gaon to icchey gaon distance ?
সিলেরি গাঁও থেকে ইচ্ছে গাঁও এর দূরত্ব প্রায় ১৬ কিমি গাড়ি করে গেলে , হাটা পথে দূরত্ব প্রায় ৪-৫ কিমি
sillery gaon to singtam distance ?
সিলেরি গাঁও থেকে সিংতাম এর দূরত্ব প্রায় ৯০ কিমি
আশা করি আপনাদের এই আর্টিকেলটি ভালো লাগবে এবং উপরে দেওয়া তথ্য আপনাদের কাজে লাগবে । আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ।