শিরিষে গাঁও | Sirishe gaon Kalimpong offbeat Northbengal

কালিম্পং এর থেকে কাছাকাছি অফবিট স্থানে থাকার জন্য ভাবছেন তবে চলে আসতে পারেন Sirishe gaon (শিরিষে গাঁও) তে, কালিম্পং থেকে মাত্র ১৫ কিমি দুরে অবস্থিত এই ছোটো গ্রামটি । কালিম্পং এর বাকি অফবিট স্থান যেমন Icche gaon , Sillery gaon , Ramdhura এছাড়াও অনেক অফবিট স্থান এই শিরিষে গাঁও থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত ।

sirishe-gaon kalimpong
Source: Google | Image By : partha sarathi ghose

এই শিরিষে গাঁও মুলত কালিম্পং এর বুরমেক এর অন্তর্গত একটি ছোটো গ্রাম , খুব কম জনবসতি নিয়ে এই গ্রামটি গড়ে উঠেছে । শহরের কোলাহলমুক্ত একটি শান্ত নিরিবিলি গ্রাম এই শিরিষে গাঁও , হমস্টে এর সামনে দুর্দান্ত পাহাড়ের ভিউ ,ঢেউ খেলানো পাহাড়ের উপত্যকা সাথে মেঘের খেলা এক দারুন সৌন্দর্যের উপহার পাবে আপনার চোখ । সাথে দুরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত দৃশ্য ও মন জুড়িয়ে তুলবে । এছাড়াও এখান থেকে দুরে রামধুরা গ্রামটিও দেখা যায় ।

source: Google
sirishe gao view point
Image By : Bhaskar Debnath

হমস্টের আশেপাশে দেখতে পাবেন নানা রঙের ফুলের সমাহার যা এই স্থানের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে , অফবিট স্থান হওয়ায় এখানে শুধু পাখিদের ডাক ছাড়া বহির জগতের কোন কোলাহল শুনতে পাবেন না , শুদ্ধ বাতাসে মন খুলে প্রকৃতির অপরুপ সৌন্দর্য এখানে বসে বসে উপভোগ করা যায় ।

চলুন দেখে নেই এখানে কীভাবে আসবেন ও কোথায় থাকবেন ইত্যাদি ।

Sirishe Gaon Location

শিরিষে গাঁও মুলত কালিম্পং এর বুরমেক এর অন্তর্গত একটি ছোটো গ্রাম , কালিম্পং শহর থেকে এই স্থানের দূরত্ব প্রায় ১৫ কিমি । শিলিগুড়ি ও এনজেপি থেকে যথাক্রমে ৮০ ও ৮৩ কিমি দুরে অবস্থিত ।

How to Reach Sirishe Gaon

শিরিষে গাঁও পৌছনোর জন্য আপনারা শেয়ার গাড়ি করে প্রথমে কালিম্পং এসে সেখান থেকে শিরিষে গাঁও পর্যন্ত গাড়ি ভাড়া করে ফেলতে পারেন অথবা সিলিগুরি/এনজেপি/বাগডগরা থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন এই শিরিষে গাঁও , গাড়ি ভাড়া পরবে ৪০০০-৪৫০০ টাকা আনুমানিক ।

Best Time to visit Sirishe Gaon

বছরের প্রায় সব দিন এখানে আসা যেতে পারে তবে কাঞ্চঞ্জঙ্ঘার ভিউ পেতে চাইলে এখানে October-March এই সময়ে আসতে পারেন ।

Sirishe Gaon Homestay Number | Paru Hang Homestay Sirishe Gaon

শিরিষে গাঁও একটি অফবিট স্থান ফলত এখানে থাকার জন্য বেশি অপশান পাবেননা ও এখানে পর্যটকদের আসাযাওয়া শুরু হয়েছে খুব সম্প্রীতি তাই এখানে থাকার জন্য হমস্টে সঙ্খাও কম । এখানে আপাতত থাকার জন্য একটি মাত্র হমস্টে উপলব্ধ আছে সেটি হল Paru Hang Homestay , তবে ধিরে ধিরে এখানে আরও হমস্টে গড়ে উঠছে । নিচে এই Paru Hang Homestay হমস্টে এর নাম্বার দেওয়া হল ।

Paru Hang Homestay9382154291
হমস্টে এর খরচ আনুমানিক ১০০০-১২০০/প্রতিজন এই খরচ এর মধ্যে সমস্ত খাওয়া অন্তর্ভুক্ত ।

Sirishe Gaon Outdoor Activity & Sightseen

শিরিষে গাঁও তে এসে এখানে যেভাবে সময় কাটাতে পারেন তা হল…

  • হমস্টে এর রুম বা ভিউ পয়েন্ট এ বসে সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন ।
  • ভিউপয়েন্ট থেকে সকালের সূর্যাস্ত ও সূর্যোদয় ও তার সাথে সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে দেখুন ।
  • পায়ে হেটে গ্রামটি ঘুরে দেখুন ।
  • এখান থেকে সামান্য দুরে জঙ্গলের রাস্তা ধরে হেটে পউছে যেতে পারেন স্ট্রবেরি ফার্ম এ এখানে জৈব পদ্ধতিতে স্ট্রবেরির চাষ করা হয় , এখান থেকে স্ট্রবেরি কিনে নিতে পারেন নিজেদের জন্য ।

এছাড়াও এই শিরিষে গাঁও থেকে আশেপাশে ঘুরে দেখতে পারেন …

  • Ramdhura : রামধুরা এই স্থান থেকে মাত্র ৪-৫ কিমি দুরে অবস্থিত ।
  • Icche Gao : ইচ্ছে গাঁও গ্রামটিও এখান থেকে ঘুরে দেখা যায় ।
  • Sillery Gaon: ঘুরে নিতে পারেন সিলেরি গাঁও দূরত্ব বেশি নয় ।
  • Munsong: মুন্সং গ্রামটিও ঘুরে দেখতে পারেন এখান থেকে তিস্তা নদীর আকাবাকা গতিপথ খুব ভালো দেখতে পাবেন ।
  • Dara Gaon: দারাগাঁও থেকেও দুর্দান্ত ভিউ পাবেন পাহাড়ের ।
  • Jalsa Banglow ব্রিটিশদের পুরনো এই বাড়ীটি ঘুরে দেখতে পারেন , এখানকার ভিউ পয়েন্ট এ বসে সময় কাটাতে পারেন ।

Kalimpong to Sirishe Gaon Distance ?

কালিম্পং থেকে শিরিষে গাঁও এর দূরত্ব প্রায় ১৫ কিমি ।

Siliguri to Sirishe Gaon Distance ?

শিলিগুড়ি থেকে শিরিষে গাঁও এর দূরত্ব প্রায় ৮০ কিমি ।

NJP to Sirishe Gaon Distance ?

এনজেপি থেকে শিরিষে গাঁও এর দূরত্ব প্রায় ৮৩ কিমি ।

আশা করি আপনাদের শিরিষে গাঁও সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লাগবে , যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তবে প্রিয়জনের মাঝে এটি শেয়ার করতে ভুলবেন না ।

আরও দেখুন অফবিট কালিম্পংঃ

Leave a Comment