কালিম্পং এর থেকে কাছাকাছি অফবিট স্থানে থাকার জন্য ভাবছেন তবে চলে আসতে পারেন Sirishe gaon (শিরিষে গাঁও) তে, কালিম্পং থেকে মাত্র ১৫ কিমি দুরে অবস্থিত এই ছোটো গ্রামটি । কালিম্পং এর বাকি অফবিট স্থান যেমন Icche gaon , Sillery gaon , Ramdhura এছাড়াও অনেক অফবিট স্থান এই শিরিষে গাঁও থেকে মাত্র কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত ।

এই শিরিষে গাঁও মুলত কালিম্পং এর বুরমেক এর অন্তর্গত একটি ছোটো গ্রাম , খুব কম জনবসতি নিয়ে এই গ্রামটি গড়ে উঠেছে । শহরের কোলাহলমুক্ত একটি শান্ত নিরিবিলি গ্রাম এই শিরিষে গাঁও , হমস্টে এর সামনে দুর্দান্ত পাহাড়ের ভিউ ,ঢেউ খেলানো পাহাড়ের উপত্যকা সাথে মেঘের খেলা এক দারুন সৌন্দর্যের উপহার পাবে আপনার চোখ । সাথে দুরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত দৃশ্য ও মন জুড়িয়ে তুলবে । এছাড়াও এখান থেকে দুরে রামধুরা গ্রামটিও দেখা যায় ।


হমস্টের আশেপাশে দেখতে পাবেন নানা রঙের ফুলের সমাহার যা এই স্থানের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে , অফবিট স্থান হওয়ায় এখানে শুধু পাখিদের ডাক ছাড়া বহির জগতের কোন কোলাহল শুনতে পাবেন না , শুদ্ধ বাতাসে মন খুলে প্রকৃতির অপরুপ সৌন্দর্য এখানে বসে বসে উপভোগ করা যায় ।
চলুন দেখে নেই এখানে কীভাবে আসবেন ও কোথায় থাকবেন ইত্যাদি ।
Table of Contents
Sirishe Gaon Location
শিরিষে গাঁও মুলত কালিম্পং এর বুরমেক এর অন্তর্গত একটি ছোটো গ্রাম , কালিম্পং শহর থেকে এই স্থানের দূরত্ব প্রায় ১৫ কিমি । শিলিগুড়ি ও এনজেপি থেকে যথাক্রমে ৮০ ও ৮৩ কিমি দুরে অবস্থিত ।
How to Reach Sirishe Gaon
শিরিষে গাঁও পৌছনোর জন্য আপনারা শেয়ার গাড়ি করে প্রথমে কালিম্পং এসে সেখান থেকে শিরিষে গাঁও পর্যন্ত গাড়ি ভাড়া করে ফেলতে পারেন অথবা সিলিগুরি/এনজেপি/বাগডগরা থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন এই শিরিষে গাঁও , গাড়ি ভাড়া পরবে ৪০০০-৪৫০০ টাকা আনুমানিক ।
Best Time to visit Sirishe Gaon
বছরের প্রায় সব দিন এখানে আসা যেতে পারে তবে কাঞ্চঞ্জঙ্ঘার ভিউ পেতে চাইলে এখানে October-March এই সময়ে আসতে পারেন ।
Sirishe Gaon Homestay Number | Paru Hang Homestay Sirishe Gaon

শিরিষে গাঁও একটি অফবিট স্থান ফলত এখানে থাকার জন্য বেশি অপশান পাবেননা ও এখানে পর্যটকদের আসাযাওয়া শুরু হয়েছে খুব সম্প্রীতি তাই এখানে থাকার জন্য হমস্টে সঙ্খাও কম । এখানে আপাতত থাকার জন্য একটি মাত্র হমস্টে উপলব্ধ আছে সেটি হল Paru Hang Homestay , তবে ধিরে ধিরে এখানে আরও হমস্টে গড়ে উঠছে । নিচে এই Paru Hang Homestay হমস্টে এর নাম্বার দেওয়া হল ।
Paru Hang Homestay | 9382154291 |
Sirishe Gaon Outdoor Activity & Sightseen
শিরিষে গাঁও তে এসে এখানে যেভাবে সময় কাটাতে পারেন তা হল…
- হমস্টে এর রুম বা ভিউ পয়েন্ট এ বসে সুন্দর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন ।
- ভিউপয়েন্ট থেকে সকালের সূর্যাস্ত ও সূর্যোদয় ও তার সাথে সুন্দরী কাঞ্চনজঙ্ঘাকে মন ভরে দেখুন ।
- পায়ে হেটে গ্রামটি ঘুরে দেখুন ।
- এখান থেকে সামান্য দুরে জঙ্গলের রাস্তা ধরে হেটে পউছে যেতে পারেন স্ট্রবেরি ফার্ম এ এখানে জৈব পদ্ধতিতে স্ট্রবেরির চাষ করা হয় , এখান থেকে স্ট্রবেরি কিনে নিতে পারেন নিজেদের জন্য ।
এছাড়াও এই শিরিষে গাঁও থেকে আশেপাশে ঘুরে দেখতে পারেন …
- Ramdhura : রামধুরা এই স্থান থেকে মাত্র ৪-৫ কিমি দুরে অবস্থিত ।
- Icche Gao : ইচ্ছে গাঁও গ্রামটিও এখান থেকে ঘুরে দেখা যায় ।
- Sillery Gaon: ঘুরে নিতে পারেন সিলেরি গাঁও দূরত্ব বেশি নয় ।
- Munsong: মুন্সং গ্রামটিও ঘুরে দেখতে পারেন এখান থেকে তিস্তা নদীর আকাবাকা গতিপথ খুব ভালো দেখতে পাবেন ।
- Dara Gaon: দারাগাঁও থেকেও দুর্দান্ত ভিউ পাবেন পাহাড়ের ।
- Jalsa Banglow ব্রিটিশদের পুরনো এই বাড়ীটি ঘুরে দেখতে পারেন , এখানকার ভিউ পয়েন্ট এ বসে সময় কাটাতে পারেন ।
Kalimpong to Sirishe Gaon Distance ?
কালিম্পং থেকে শিরিষে গাঁও এর দূরত্ব প্রায় ১৫ কিমি ।
Siliguri to Sirishe Gaon Distance ?
শিলিগুড়ি থেকে শিরিষে গাঁও এর দূরত্ব প্রায় ৮০ কিমি ।
NJP to Sirishe Gaon Distance ?
এনজেপি থেকে শিরিষে গাঁও এর দূরত্ব প্রায় ৮৩ কিমি ।
আশা করি আপনাদের শিরিষে গাঁও সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লাগবে , যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তবে প্রিয়জনের মাঝে এটি শেয়ার করতে ভুলবেন না ।
আরও দেখুন অফবিট কালিম্পংঃ