সিটং(Sittong) বা সিতং গ্রামটি দার্জিলিং জেলার কার্শিয়ং মহাকুমা এ অবস্থিত একটি লেপচা গ্রাম , এই সিটং এর উচ্চতা হল ৪০০০ ফিট।
কিন্তু এই গ্রামটি বাঙ্গালিদের মধ্যে এক অন্য নামে পরিচিত যেটা হল কমলালেবুর গ্রাম হিসেবে। সিটং কে দার্জিলিং এর কমলালেবুর হৃদয় ও বলা হয়ই , দার্জিলিং এর বেশীরভাগ কমলালেবু উৎপন্ন হই এই সিটং গ্রাম এ।
এই জাইগাটি পর্যটকদের কাছে এক নতুন ভ্রমণের জাইগা হিসেবে প্রসিদ্ধ হয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ও এখান কার কমলালেবুর বাগানের জন্য ।
এছাড়াও রৌদ্রউজ্জ্বল দিনে এখানে থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব সহজেই এখান থেকে উপভোগ করতে পারবেন।
নিরিবিলতে প্রকৃতিকে উপভোগ করার জন্য ও চিন্তা মুক্ত সময় কাটানোর জন্য সিতং একটি উপজুক্ত জাইগা ।
সিটং পৌছাব কিভাবে । How to Reach Sittong/Sitong
এবার দেখা যাক সিটং পৌছাব কিভাবে , সিটং পৌঁছানর জন্য দুটি রাস্তা আছে –

- প্রথম- Sevoke>Kalijhora> Latpanchar> Sittong এই পথের দূরত্ব প্রায় ৫৫ কিমি শিলিগুড়ি থেকে
- দ্বিতীয় – Kurseong > Bagora> Sittong এই পথের দূরত্ব প্রায় ৮০ কিমি শিলিগুড়ি থেকে
সিটং পৌছতে গেলে আপনারা শিলিগুড়ি থেকে বা NJP Station থেকে গাড়ি ভাড়া করে করে নিতে পারেন সিটং এর উদ্দেশে , এক্ষেত্রে আপনাদের গাড়ি ভাড়া পরে যাবে আনুমানিক ২৫০০-৩০০০ টাকা। এছাড়াও আপনারা যে Homestay তে থাকবেন সেখানে বলে রাখলে Homestay Owner গাড়ির জোগাড় করে দিবেন।
সিটং পৌঁছানর জন্য কোন শেয়ার গাড়ির অপশন পাবেননা।
Sittong Homestay | Homestay in sittong |Best homestay at sittong |
এবার আসি সিটং এ থাকার বেপারে , সিটং এ থাকতে গেলে আপনারা এখানে আপনাদের Homestay তে থাকতে হবে ।
এখানে সিটং এর কিছু Homestay এর নাম্বার ও তাদের আনুমানিক খরচ সম্পরকে তথ্য দেওয়া হল , সিটং ঘুরতে এলে আপনারা এই সমস্ত Homestay তে থাকতে পারেন। তবে ঘুরতে আসার আগে Homestay তে ফোন করে রুম availability চেক করে নিবেন।
Homestay Name | Number | Cost |
Ctong Homestay | 7908152232/9647824055 | 800-1200/head/day |
Sittong Bishes Homestay | 7076060266 | 1000-1500/head/day |
Ryang Homestay | 9830027451 | 1000-1200/head/day |
প্রতিটি Homestay খরচের মধ্যে আপনারা Breakfast, Launch , Evening Snacks , Dinner included পেয়ে যাবেন।
সিটং এ কী কী দেখবেন ? । Sittong Sightseeing
সিটং মুলত একটি ছোট পাহাড়ি গ্রাম যার প্রাকিতিক সুন্দরজ অপরুপ, এখানকার সুন্দরজ আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলবে
সিটং এ থাকার সময় আপানারা এর পাশাপাশি কিছু স্থান সহজেয় দেখে নিতে পারেন–
- Jogighat– সিটং থেকে প্রায় ২০ কিমি দূরে রিয়াং নদীর ধারে অবস্থিত এই স্থানটি , এখানে আপনারা দেখতে পাবেন পুরনো দিনের তৈরি কাঠের সেতু যা রিয়াং নদীর ওপর দিয়ে দুটি গ্রাম কে জুড়েছে । চারিদিকে পাহাড়ে ঘেরা ও মাঝে প্রবাহিত নদীর দৃশ্য এই স্থানতিকে এক অন্য সুন্দজ্র দিয়েছে ।
- Sittong Orange Valley– কম্লালেবু খেতে কার না পছন্দ তবে যদি সেই কম্লালেবু আপানারা সরাসরি গাছ থেকে পেড়ে খেতে পারেন তবে তার আনন্দই আলাদা । সিটং এর মূল আকর্ষণ হল এখানকার কম্লালেবু বাগান, নভেম্বর – জানুয়ারি মাসে এখানকার গাছে আপনারা কম্লালেবুর ফলন দেখতে পাবেন ।
- Mongpu Tagore’s House– সিটং থেকে আনতি দূরে অবস্থিত বিশ্বকবি রবিন্দ্রনাঠাকুরের বাড়ি , আপনারা চাইলেই এই স্থানটি দেখে নিতে পারেন । এছাড়াও এখানে সিঙ্কোনা গাছের plantation এবং এটি থেকে কুইনাইন তৈরির কারখানা ।
- Ahaldara & Latpanchar – সিটং থেকে প্রায় ৩০ কিমি দূরে অবস্থিত আহলদারা, এই ভিউ পয়েন্টটি থেকে পরিস্কার কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং তার সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দৃশ্য আপনার মনকে ভরিয়ে তুলবে । এছাড়াও লাতপাঞ্ছর যেটি বিভিন্ন পাখিদের রাজ্য এই স্থানটিও আপনারা দেখে নিতে পারেন । পাখি প্রেমিদের জন্য এটি একটি সর্গ রাজ্য এখানে পানারা বিরল প্রজাতির বিভিন্ন পাখি দেখতে পাবেন ।
- ণাম্থিং পোখরি(Namthing pokhri) – সেল্পু হীল এ অবস্থিত একটি প্রাচিন জলাশয় , এটি বছরের ৬ মাস শুকন থাকে বর্ষা কাল বাদে। এই নাম্থিং পোখরিতে এক ধরনের বিরল প্রজাতির Himalayan Salamander দেখতে পাওয়া যাই । এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির পাখি ও প্রজাপতি দেখতে পাবেন। অহালদারা থেকে এই স্থানটি খুব একটা দুরে নই হাটা পথে এখানে পৌঁছে যেতে পারেন।
আর দেখুন-
What is the height of Sittong?
4000 ফিট
Is Kanchenjunga visible from Sittong?
আকাশ পরিস্কার থাকলে এখান থেকে সহজেই কাঞ্চজঙ্ঘা দেখতে পাওয়া যায়
sittong to darjeeling distance ?
সিটং থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় 33 km
Best time to visit Sittong ?
সিটং ঘোরার জন্য উপযুক্ত অময় হল অক্টোবর – জানুয়ারী মাস
sittong to lamahatta distance ?
সিটং থেকে লামাহাট্টার এর দূরত্ব প্রায় ৫০ কিমি
sittong to tinchuley distance
সিটং থেকে tinchuley এর দূরত্ব প্রায় 66 কিমি
sittong to lepchajagat distance
সিটং থেকে lepchajagat এর দূরত্ব প্রায় ৫৫ কিমি