আজ এই ব্লগে উত্তরবঙ্গের এক অজানা ভ্রমন স্থান Tabakoshi সম্পর্কে জানবো । কিভাবে তাবাকোশী আসবেন , কোথায় থাকবেন , সমস্ত Tabakoshi Tour Guide ও Tabakoshi Homestay Contact Number প্রভৃতি সম্পর্কে বিস্তারিতভাবে এই আর্টিকেলে আলোচনা করা হবে।
সকালে সারাদিন অফিস ও রাতে বাড়ী এই করতে করতে দিন কেটে যাচ্ছে , এক ঘেয়েমি জীবনযাপন থেকে মুক্তি পেতে দূরে কোথাও ছুটে যেতে মন চাইছে, তবে চলে আসতে পারেন উত্তরবঙ্গের এক নিরিবিলি ছোট পাহাড়ি গ্রাম তাবাকোশীতে।
চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ও সবুজ চা-বাগান দিয়ে মোড়া পাহাড়ের মাঝে এক শান্ত শিষ্ট নিরিবিলি গ্রাম এই তাবাকোশী । তাবাকোশী গ্রামটির উচ্চতা প্রায় ৩৮০০ ফিট । দার্জিলিং এর বিখ্যাত গোপালধারা চা-বাগানের একটি অংশ এই তাবাকোশী।
তাবাকোশী গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছে রংভং নদি যার রং বর্ষাকালে তামাটে রুপ ধারন করে সেখান থেকে এসেছে তাম্বা ও নেপালি ভাষায় কোশী মানে নদি , এইভাবেই এখানকার নাম হয়েছে তাবাকোশী বা তাম্বাকোশী।
মিরিক থেকে মাত্র ৭ কিমি দূরে অবস্থিত এই গ্রামটি শহরের কোলাহল থেকে দূরে পরিবারের সাথে বা একাকি সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠতে পারে আপনাদের কাছে , পাহাড়ের কোলে বসে নদির জলের আওয়াজ ও সাথে পাখিদের কুঞ্জন শুনতে শুনতে সামনের পাহাড়ের ঢালে সবুজে ঘেরা চা বাগানের মধ্যে হারিয়ে যেতে মন করবে এই তাবাকোশীতে ।
অনায়াসেই কিছু দিন এখানে কেটে যাবে এখানে , এমনকি যারা work from home করছেন তারাও তাবাকোশীর শান্ত পরিবেশে কিছু দিন কাটিয়ে অফিসের কাজ করতে পারেন।
আরও দেখুন-
Table of Contents
Tabakoshi Distance from Siliguri / NJP
শিলিগুড়ি থেকে তাবাকোশীর দূরত্ব ৫৩ কিমি এবং NJP Junction থেকে তাবাকোশীর দূরত্ব প্রায় ৬৪ কিমি।
How to Reach Tabakoshi
তাবাকোশী পৌঁছানর জন্য শিলিগুড়ি , NJP Junction বাগদগ্রা এয়ারপোর্ট প্রভৃতি স্থান থেকে সরাসরি গাড়ি পেয়ে যাবেন যার খরচ পরবে আনুমানিক ২০০০-৩০০০ টাকা।
এছাড়াও শেয়ার গাড়ি করেউ তাবাকোশী পৌঁছে যেতে পারেন, ইলিগুরি থেকে মিরিক গামী গাড়ি চরে মিরিক পৌঁছান যার খরচ পরবে আনুমানিক ২০০ টাকা এরপর মিরিক থেকে গাড়ি পালটে তাবাকোশী পৌঁছে যান , শেয়ার গাড়ি করে এলে খরচ অনেকটাই কম হতে পারে
Best time to visit Tabakoshi | When to visit Tabakoshi
তাবাকোশী বছরের যেকোন দিন আসা যায় তবে বর্ষাকালে তাবাকোশীতে বয়ে চলা রংভং নদি ফুলেফেপে ওঠে তাই বছরের এই সময়টা তাবাকোশী না আসাই শ্রেয় । খুব বেশী উচ্চতাই অবস্থিত না হওয়াই এখানে ঠাণ্ডা খুব বেশী হয়না।গ্রীষ্মকালে প্রছন্দ গরম থেকে রেহাই পেতে হালকা ঠাণ্ডার আনুভুতি পেতে চলে আসেন তাবাকোশীতে।
Homestay in Tabakoshi | Tabakoshi Homestay Contact Number
যেহেতু তাবাকোশী গ্রামটি পাহাড়ের একটি Offbeat location সেহেতু এখানে থাকার জন্য হোটেল পাবেন না , তবে এখানে থাকার জন্য সুসজ্জিত ও ঘরোয়া খাওয়ারওয়ালা কিছু Homestay পেয়ে যাবেন তাদের মধ্যে খ্যাত হল khusi Farmstay , Tabakoshi tea village homestay , yolmo homestay tabakoshi ,tabakoshi sunakhari homestay প্রত্যেকটি Homestay রুমগুলি আয়তন বড় এবং রুমগুলির জানালা থেকে বাইরের পাহাড়ের দৃশ্য খুব সহজেই দেখা যায়।
প্রতিটি Homestay খুব সুন্দরভাবে সুসজ্জিত , এই সমস্ত Homestay তে বসে প্রকৃতি উপভোগ করতে করতে অনায়াসে সময় কেটে যাবে। নিচে কিছু Homestay নাম ও তাদের contact number দেওয়া হল
Sunakhari Homestay Cost: 1400/head/day | 7864938583/9593793057 |
Khushi Farmstay Cost: 1000-1200/head/day | 9434984730/8250051060 |
Tea Village Homestay Cost: 1000-1500/head/day | 9083111566 |
Yolmo Homestay Cost: 1000-1300/head/day | 9593679043/8250140380 |
Newar Homestay Cost:1000-1200/head/day | 8101231622/6297117974 |
প্রতিটি Homestay খরচের মধ্যে তিন বেলার খাওয়া , চা ও Snacks অন্তর্ভুক্ত থাকবে। Homestay গুলির নিজস্ব বাগান আছে যেখানে রাসায়নিক ষাঁড় মুক্ত সব্জি উৎপন্ন করা হয় ও সেই সব্জি রান্না করে পর্যটকদের পরিবেসন করা হয় ।
Tabakoshi sightseeing | What to see in Tabakoshi
তবাকোশীর প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার নিরিবিলি পরিবেশ আপানাদের মনের সকল চিন্তামুক্ত করে মনে এক শান্তির অনুভুতি এনে দিবে যার ফলে এই স্থানটি ছেড়ে অন্য কোথাও যেতে মন চাইবে না। যারা শান্তশিষ্ট পরিবেশে কিছু দিন পাহাড়ে কাটাতে চান তাদের কাছে এই স্থানটি আদর্শ।
তাবাকোশির আসেপাশে যেটা দেখতে পারেন…
- মিরিক ঝিলঃ মিরকি থেকে তাবাকোশী খুব একটা দূরে না হওয়ায় এখান থেকে সহজেই মিরিক ঝিল ঘুরে দেখে নিতে পারেন। মিরিক ঝিলে boating করে এখানে একটা দারুন সময় কাটিয়ে নিতে পারেন।
- পশুপতি মার্কেট : তাবাকোশী থেকে খুব কাছে এই স্থানটি ভারত ও নেপালের বর্ডার , এখানের বিশেষত্ব হল এখানকার বাজার যেখানে কম দামে নেপালের ও বিভিন্ন বিদেশী জিনিসপত্র পাওয়া যায় , আপানরা এখান থেকে শপিং করতে পারেন।
- গোপালধারা চাবাগান : তাবাকোশী থেকে গোপালধারা চাবাগান ও খুব কাছাকাছি তাই এই স্থানটিও ঘুরে দেখে নিতে পারেন, দেখে নিতে পারেন এখানের চা ফ্যাক্টরি গুলি ।
Tabakoshi Outdoor activity
তাবাকোশীতে যা যা করতে পারেন…
- তাবাকোশীর উপর দিয়ে বয়ে চলা রংভং নদীর ধারে পা ডুবিয়ে বসে নদীর আওয়াজ শুনতে পারেন।
- নদীর জলে স্নান করতে পারেন।
- তাবাকোশীর পাশে পুরনো নাগ মন্দির আছে যেটা চাইলেই ঘুরে দেখতে পারেন।
- Homestay এর জৈবিক চাষের বাগান ঘুরে দেখতে পারেন।
- হাটা পথে Trek করে আশেপাশের জঙ্গল ঘুরে দেখতে পারেন।
- চা-বাগানের মাঝ দিয়ে হেটে ঘুরে দেখতে পারেন।
Frequently Asked Questions
Tabakoshi altitude
তাবাকোশীর উচ্চতা প্রায় ৩৮০০ ফিট
Tabakoshi to bijanbari distance
তাবাকোশী থেকে বিজনবাড়ির দূরত্ব প্রায় ৫৬ কিমি
Tabakoshi to lepchajagat distance
তাবাকোশী থেকে লেপচাজগত এর দূরত্ব প্রায় ১৯ কিমি
Tabakoshi to darjeeling distance
তাবাকোশী থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ৩৩ কিমি
Njp to tabakoshi car fare
NJP থেকে তাবাকোশীর গাড়ি ভাড়া প্রায় আনুমানিক ২৫০০-৩৫০০ টাকা
আশাকরি উপরে দেওয়া তথ্য আপনাদের তাবাকোশী ভ্রমনে সাহায্য করবে, আর্টিকেলটি ভালো লেগে থাকলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেননা।