শহুরে কোলাহল থেকে দূরে এবং দার্জিলিং থেকে মাত্র ৩০ কিমি দূরে অবস্থিত একটি পাহাড়ি ছোট জনপদ হোল তিনচুলে(Tinchuley)। তিনচুলে গ্রামটির নাম এসেছে এখান থেকে দেখতে পাওয়া তিনটি পাহাড়ি চুড়ার থেকে যেগুলি দেখতে প্রায় উনুন এর মত হিন্দি ভাষায় যেগুলিকে “চুলা” বলা হয়ে থাকে , এখান থেকেই এই স্থানটির নাম হয়েছে তিনচুলে।
তিনচুলে গ্রামটির উচ্চতা প্রায় ৫৮০০ ফিট , দার্জিলিং থেকে কম উচুতে অবস্থান করলেউ এখানকার প্রাকৃতিক সুন্দরজ প্রকৃতি প্রেমিদের মন ছুয়ে যাবে। নির্জন প্রকৃতির মাঝে সমস্ত মানসিক চিন্তা ভুলে দু-এক দিন সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান হিসেবে তিনচুলেকে আপনার বেছে নিতে পারেন।
এই তিনচুলের মুল আকর্ষণ হোল এখানকার চারিদিক ব্রিস্তিত সবুজ চা বাগান ও দূরে দেখতে পাওয়া তুষারাবৃত উচু উচু পাহাড়ের চুড়া যার মধ্যে প্রধান হল কাঞ্চনজঙ্ঘা।
এছাড়াও এখানে দেখতে পাবেন কমলালেবুর বাগান শীতকালে এখানে আসলে গাছ ভরতি কমলালেবুর বাগান এখানে অনায়াসে দেখা যাবে। এছাড়াও বিভিন্ন প্রজাতির পাখি ও রং-বিরং এর ফুল গাছও এখানে দেখতে পাবেন।
Table of Contents
শিলিগুড়ি থেকে তিনচুলের দূরত্ব কত । Distance Between Siliguri To Tinchuley
শিলিগুড়ি থেকে তিনচুলের দূরত্ব হল প্রায় ৭০ কিমি , পাহাড়ি পথে যেটা পেরতে সময় লাগবে প্রায় ৩-৪ ঘণ্টা ।
কিভাবে পৌছাব তিনচুলে । How To Reach Tinchuley
তিনচুলে পৌঁছতে গেলে আপনারা শিলিগুড়ি বা এনজেপি station থেকে সরাসরি গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন তিনচুলেতে , সরাসরি গাড়ি ভাড়া করে এলে গাড়ি ভাড়া পরে যাবে আনুমানিক ২৫০০-৩৫০০ টাকা ,গাড়ির আকার অনুসারে এই দাম নির্ধারিত হয় ।
এছাড়াও শেয়ার গাড়ি করেও চলে আসতে পারেন তিনচুলেতে , শেয়ার গাড়ি করে সেভক রড ধরে তিস্তা বাজার পৌঁছতে হবে তারপর সেখান থেকে তিনচুলের জন্য গাড়ি ধরে পউছে জান তিনচুলেতে।
তাছাড়াও হমস্তে ওনারকে তিনিও গাড়ির বেবস্থা করে দিতে পারেন।
থাকব কোথায় । Tnchuley Homestay Number & List
তিনচুলেতে থাকার জন্য আপানারা পেয়ে যাবেন কিছু হমস্তে , এই হমস্তেগুলিই এখানে থাকার প্রধান বেবস্থা । নিচে কিছু হমস্তের নাম ও নাম্বার দেওয়া হল ।
Poonam Homestay | 8391022949 | 1500/head+600rs food cost/day (আনুমানিক) |
Abhiraj Homestay | 9749370965 | 1500-2000/head/day (আনুমানিক) |
Gurung Homestay | 9933036336 | 1500-2000/head/day (আনুমানিক) |
Himalayan Homestay | 9733266633 | 1500-2000/head/day (আনুমানিক) |
Rai Resort | 9733242876 | 1500-2000/head/day (আনুমানিক) |
Cosynook Homestay | 8637064320 | 1500-2000/head/day (আনুমানিক) |
কি কি দেখব ? । Tinchuley Sighteeing
প্রথমেই জেনে রাখা দরকার যে তিনচুলে একটি ছোট গ্রাম তাই এখানে দেখার মত আছে এখান কার প্রাকৃতিক সুন্দরয , এখানকার চারিদিকে ঘেরা সুব্রিস্তিত চা বাগান , পাখিদের মিষ্ট কলাহল , দূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার মন ভোলান দৃশ্য ইত্যাদি । তবে এখানকার আসেপাসে কিছু স্থান আছে যে গুলি সহজেই এখান থেকে দেখে নেওয়া যেতে পারে।
- গুম্বাদারা ভিউ পয়েন্টঃ তিনচুলের খুব কাছে অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায় , এখান থেকে দূরে অবস্থিত কালিম্পং শহর , দূরে বয়ে চলা রঙ্গিত নদি , অপরুপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্যও এখান থেকে আপানারা উপলব্ধি করতে পারবেন।
- রংলি রাংলিওত চা বাগান : তিনচুলে আশেপাশে আছে বিভিন্ন চা বাগান যেগুলির সুন্দরজ প্রাকৃতিক সুনদরজ মন ভোলানর মত , এই সব চা বাগান গুলির মধ্যে একটি অন্যতম হল এই রংলি রাংলিওত চা বাগান তিনচুলের কাছাকাছি এই চা বাগানটিও ঘুরে দেখতে পারেন।
- তিনচুলে মনাস্তিরিঃ তিনচুলের কাছে অবস্থিত প্রাচীন বুদ্ধ মনাস্ত্রিটি সহজেই ঘুরে দেখে নিতে পারেন পায়ে হেটে , তিনচুলে থেকে হাটা পথে কিছু দূর এগোলে পেয়ে যাবেন এই বুদ্ধ মনাস্ত্রি।
- তাকদা অর্কিড সেন্টার : তিনচুলে থেকে প্রায় ৪ কিমি দূরে অবস্থিত এই অর্কিড সেন্টারটি , এই অর্কিড সেন্টার পেয়ে যাবেন নানা রং বিরং ও বিভিন্ন দুরলভ প্রজাতির অর্কিড ।
- তাকদা হাংগিং ব্রিজ : ব্রিটিশ আমলে তৈরি এই কাঠের ব্রিজটি একটি ঐতিহাসিক নিদর্শন , এই স্থানটিও দেখে নিতে পারেন সহজেই।
- ত্রিবেণী : তিনচুলে থেকে ২০ কিমি দূরে অবস্থিত এই স্থানটি দুটি নদি তিস্তা ও রাঙ্গিত নদির মিলন স্থল , উচু উচু পাহাড়ের মাঝে ছোট একটি সমতল স্থান যার মাঝ বরাবর বয়ে গেছে তিস্তা ও রঙ্গিত নদি যা এক অপরুপ প্রাকৃতিক সুন্দরজের সৃষ্টি করেছে , চাইলে এই ত্রিবেণী তে কাম্পিং করেউ থাকতে পারেন।
- লাভারস পয়েন্ট : ত্রিবেণী জাওয়ার পথে দেখে নিতে পারেন এই স্থানটি , এখান থেকে তিস্তা ও রঙ্গিত এর মিলন স্থল অর্থাৎ ত্রিবেণীকে উপর থেকে পাখির চোকে দেখা যায় ।
- লামাহাট্টা ইকো পার্ক : পাইন ও ধুপি গাছের জঙ্গলে ঘেরা সুসজ্জিত ও প্রাকৃতিক সুন্দরজে ভরপুর এই লামাহাট্টা ইকো পার্ক , তিনচুলে থেকে প্রায় ৮ কিমি দূরে অবস্থিত , তিনচুলে থেকে সহজেই এই স্থানটি ঘুরে দেখতে পারেন।
আসা করি আপানাদের তিনচুলে সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লাগবে এবং উপরে দেওয়া তথ্য আপনাদের কাজে লাগবে , আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেননা।
NJP To Tinchuley Distance ?
এনজেপি থেকে তিনচুলের দূরত্ব প্রায় ৭০ কিমি ।
Tinchuley to darjeeling distance
তিনচুলে থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় ২৫ কিমি ।
Can we see Kanchenjunga from Tinchuley?
তিনচুলে ৫৮০০ ফিট উচ্চতায় অবস্থিত একটি ছোট গ্রাম , দার্জিলিং থেকে কম উচুতে অবস্থান করলেউ এখান থেকে খুব সহজেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় ।
Tinchuley to lamahatta distance
তিনচুলে থেকে লামাহাট্টার দুরত্ত প্রায় ৮ কিমি ।