তোদে | Todey Tangta Offbeat Place Near India-Bhutan Border

যারা ঘুরতে যাওয়ার জন্য অফবিট স্থান পছন্দ করেন তাদের কাছে আজকে ডুয়ার্স এর নতুন অফবিট স্থান Todey Tangta এর খোজ দিতে চলেছি ।

Todey ও Tangta মুলত পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ি গ্রাম , স্থানিয়দের অনেকে এই দুটি স্থানকে একসাথে Todey Tangta বলে থাকে । এই গ্রামগুলি পশ্চিমবঙ্গ ও ভুটানের সিমানায় অবস্থিত এখান থেকে ভুটানের পাহাড়ের ভালো দৃশ্য দেখা যায় । আজকে এই Todey Tangta এর তোদে সম্পর্কে আলোচনা করবো

Todey Tangta Dooars
Image By : Chum’ Mhen Tshu Farm stay

এই স্থানের মুল আকর্ষণ হল এখানকার এলাচের বাগান, এখানে প্রচুর পরিমানে এলাচের চাষ হয় । এছাড়াও এই স্থানটি্র থেকে সামান্য দুরত্তে অবস্থিত নেওরা ভ্যালী জাতীয় উদ্দান ফলে চারিদিকে সবুজে ঘেরা এক সুন্দর পরিবেশ এই স্থানের ।

দুরে অবস্থিত তুষারে আবৃত ভুটানের পাহাড়ের দৃশ্য দেখতে ভালো লাগে এখান থেকে । এছাড়াও আছে পাহাড়ি নদী চাইলেই খুব সহজে নদীর কাছে চলে যেতে পারবেন

todey chum mhen tshu farmstay

পাহাড়ের মাঝে সবুজে ঘেরা এক শান্ত নিরিবিলি পাহাড়ি পরিবেশ এখানকার , এছাড়াও এখানকার আরেক মুল আকর্ষণ হল এখানে থাকার জন্য বানানো Dom Camping Tent । এই Dom Camping Tent এ থেকে টেণ্ট এর ভেতর থেকে বড় জানালার মধ্যে দিয়ে প্রকৃতিকে উপভোগ করার মজা আলাদা রকম ।

যারা শান্তিতে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তারা হাতে দুদিন সময় নিয়ে এখানে অনায়াসে চলে আসতে পারেন ।

where Is Todey Tangta Located ?

তোদে গ্রামটি Todey Tangta খাসমহলে অবস্থিত, বিন্দু থেকে এই স্থানের দূরত্ব প্রায় ২২ কিমি ও শিলিগুড়ি থেকে দূরত্ব প্রায় ১১২ কিমি ।

How to Reach Todey Tangta

তোদে থেকে কাছাকাছি রেল স্টেশন হল নিউ মাল জংশন এখান থেকে তোদের দূরত্ব প্রায় ৬০ কিমি, আপনারা নিউ মাল জংশন এ নেমে সেখান থেকে সরাসরি গাড়ি ভাড়া করে ফেলতে পারেন তোদের উদ্দেশে ।

যদি শিলিগুড়ি বা এনজেপি থেকে পৌঁছতে চান তবে সেখান থেকে গার ভাড়া করে নিতে হবে, গাড়ি ভাড়া পরবে আনুমানিক ৪০০০-৫০০০ টাকা এবং সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা ।

সরাসরি গাড়ি ভাড়া করে নেওয়াটাই ভালো জেহেতু এখানে শেয়ার গাড়ি করে আসতে গেলে আপনাকে শেয়ার গাড়ীর টাইম সম্পর্কে জানতে হবে ।

এছাড়াও যেখানে থাকবেন তাদের সাথে কথা বলে গাড়ীর বেবসথা করে ফেলতে পারেন ।

আরও দেখুন –

Best Time to visit Todey

বছরের প্রায় সব দিন এখানে আসা যেতে পারে ।

Todey Homestay Number | Chum Mhen Tshu Farmsaty contact Number

todey dom tent

তোদে টে থাকার যেটি মুল আকর্ষণ সেটা হল ডোম টেণ্ট , আর এই ডোম টেণ্ট আছে Chum Mhen Tshu Farmsaty তে । পাহাড়ের নির্জনতার মাঝে নদীর ধারে এমন একটি ক্যাম্পিং টেণ্ট এ থাকার এক আলাদা অনুভুতি অনুভব করতে পারবেন আপনারা এখানে । এই ফার্মস্টে তে স্বিমিং পুল এর বেবসথাও আছে ।

নিচে এই ফার্মস্টের নাম্বার ও আনুমানিক খরচ দেওয়া হল । আপনারা এখানে যোগাযোগ করে থাকার বেবস্থা করে নিতে পারেন ।

Chum Mhen Tshu Farmsaty
Cost:2500/head
86979 81815

এই ডোম টেণ্ট এর ভাড়া ৫০০০ টাকা প্রতিদিন, এবং এই টেণ্ট এর ভেতরে ২ জন থাকতে পারবে । এই খরচের মধ্যে তিন বেলার খাওয়া , চা , সন্ধ্যের টিফিন ও তার সাথে বনফায়ার ও বারবিকু চিকেন অন্তর্ভুক্ত , বনফায়ার ও বারবিকু চিকেনের জন্য অতিরিক্ত টাকা খরচ করতে হবে না । এছাড়াও এই ফার্মস্টে তে থাকার জন্য মাটির ঘর ও পেয়ে যাবে

Todey Outdoor Activity & Sightseeing

তোদের আশেপাশে যা কিছু দেখতে ও সাইটসিন করতে পারেন তা হল …

  • তাংতা মনাস্ত্রি তোদে থেকে সামান্য দুরত্তে অবস্থিত তাংতা গ্রামে অবস্থিত এই পুরনো মনাস্ত্রি ঘুরে দেখতে পারেন
  • তোদে থেকে তাংতা গ্রাম পর্যন্ত ট্রেক করতে পারেন ।
  • তোদের হমস্তের পাশ দিয়ে বয়ে চলা নদীর ধারে ঘুরে দেখতে পারেন ।
  • এখানকার এলাচ বাগান গুলি ঘুরে দেখতে পারেন ।
  • এখান থেকে ঘুরে দেখতে নিতে পারেন বিন্দু ও ঝালং ।

Todey tangta distance from siliguri

শিলিগুড়ি থেকে তোদে তাংতা এর দূরত্ব প্রায় ১১২ কিমি

Todey tangta distance from NJP Station

এনজেপি থেকে তোদে তাংতা এর দূরত্ব প্রায় ১১৩ কিমি

আশা করি আপনাদের এই আর্টিকেলটি ভালো লাগবে ও আপনাদের ভ্রমনে সাহায্য করবে ,আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।

অফবিট দারজীলিং এর কিছু স্থান –

Leave a Comment