আপনি যদি পাহাড় প্রেমি হন এবং পাহাড়ের মাঝে কাম্পিং করে রাত কাটানো যদি আপনার শখ হয় বা সমুদ্রের বীচের ধারে বসে সময় কাটানো ও ভলিবল খেলা বা বোটিং , রিভার রাফটিং ও ফিশিং প্রভৃতি যদি এক স্থানে পেয়ে যান তবে মন্দ হয় কি। ঠিক এই সমস্ত কিছু পেয়ে যাবেন উত্তরবঙ্গের দুর্দান্ত পর্যটক স্থান ত্রিবেণীতে( Triveni camping) ।

শিলিগুড়ি থেকে মাত্র ৫৫ কিমি দূরে অবস্থিত এই স্থানটি তিস্তা ও রঙ্গিত নদির মিলন স্থল এবং এই মিলন স্থলেই তৈরি হয়েছে সাদা বালুর এক বিস্তীর্ণ চর যা দেখতে কোন সুমদ্র সৈকতের ধারের বিচের থেকে কম লাগেনা এবং এই বালুর চরেই কাম্প করে থাকার বেবস্থা এখানে করা হয়েছে এছাড়াও চেয়ার-টেবিল এর বেবস্থাও আছে যেখানে বসে এই প্রাকৃতিক সুন্দরজ উপভোগ করে অনায়াসে সময় কাটিয়ে দিতে পারেন।
এছাড়াও বালুর চরে ভলিবল ব্যাডমিন্টন প্রভৃতি খেলা খেলতে পারেন । নদিতে বোটিং রিভার-রাফটিং, ফিশিং করার সুবিধাও এখানে পেয়ে যাবেন।

চারিদিকে উচু উচু পাহাড়ের মাঝে এই ভ্যালি, যার এক দিক থেকে তিস্তা ও অপর দিক থেকে রঙ্গিত নদি বয়ে এসে মিলিত হয়েছে এবং এই ভ্যালির মাঝ বরাবর বয়ে চলেছে, তার সাথে পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলা শীতল বায়ু সব মিলিয়ে এক আলাদা অনুভুতির সৃষ্টি করে।
বন্ধুদের সাথে বা পরিবারের সাথে বা একাকি ছুটি কাটানোর জন্য এমন একটি স্থান অনেকের কাছেই আদর্শ হয়ে উঠতে পারে।
Table of Contents
Triveni Camping Distance | How To Reach Triveni Camping
শিলিগুড়ি থেকে ত্রিবেণীর দূরত্ব ৫৫ কিমি , এনজেপি থেকে ত্রিবেণীর দূরত্ব প্রায় ৬০ কিমি ও বাগডোগরা থেকে ত্রিবেণীর দূরত্ব প্রায় ৬৬ কিমি এই সকল স্থান থেকে ত্রিবেণী পৌছনোর জন্য সরাসরি গাড়ি পেয়ে যাবেন । ত্রিবেণীর জন্য সরাসরি গাড়ি বুক করলে ছোট গাড়ি নেবে ২০০০-২৫০০ টাকা (আনুমানিক) ও বড় গাড়ি নেবে ২৫০০-৩০০০ টাকা (আনুমানিক) , দরদাম করে গাড়ি বুক করে নেওয়াটা বেটার হবে।
এছাড়াও চাইলে শেয়ার গাড়ি করে পউছে যেতে পারেন ত্রিবেণীতে , শেয়ার গাড়ি করলে প্রথমে সেভক রোড ধরে তিস্তা বাজার পউছবেন , তিস্তা বাজার পউছে সেখান থেকে ত্রিবেণী যেতে হবে অন্য গাড়ি ভাড়া করে , তিস্তা বাজার থেকে তেমন গাড়ি নাও পেতে পারেন তার থেকে বেটার হবে সরাসরি গাড়ি ভাড়া করে ত্রিবেণী পউছে জাওয়া ।
Best Time to Visit Triveni Camping
এবার আসি ত্রিবেণী ভ্রমন করার সঠিক সময় কোনটি , বর্ষা কাল বাদ দিয়ে বছরের যেকোনো সময় আসতে পারেন ত্রিবেণীতে। বর্ষাকালে তিস্তা ও রঙ্গিত নদির জল ফুলেফেপে ওঠে তাই এই সময় টা এখানে এড়িয়ে চলাই শ্রেয়। বছরের বাদবাকি দিন এখানে আসতে পারেন।
where to Stay in Triveni | Triveni Camping Phone number
ত্রিবেণীতে রাত কাটানোর জন্য এখানে কাম্পিং এর বেবস্থা আছে তাছাড়া এখানে থাকার জন্য কোন রকম হোটেল বা হমস্তের পাবেননা।

উচু উচু পাহাড়ের মাঝে নদির ধারে কাম্পিং করে থাকার মজা ও তার সাথে বাব্রিকু-চিকেন এবং গান-বাজনা , নাচা -নাচি করা সব মিলিয়ে এক দারুন সন্ধে ও রাত আপানার কেটে যাবে এখানে।
এখানে কাম্পিং করে থাকার জন্য আপানাদের আগের থেকে বুকিং করে নিতে হবে ,অথবা সরাসরি ত্রিবেণী পৌঁছে কাম্প বুক করতে পারেন। এখানে ‘First Come First serve’ এর সুবিধা আছে, যত তাড়াতাড়ি আসবেন সেই হিসেবে পছন্দ অনুযায়ী কাম্প বেছে নিতে পারবেন।
এই কাম্পগুলিতে থাকার জন্য আপনাকে প্যাঁকেজ নিতে হবে যার খরচ পরবে প্রায় ১৫০০ টাকা প্রতিজন , এই প্যাকেজে থাকছে বিকালের চা বিস্কুট , সন্ধ্যের সময় বনফায়ারের সাথে বাব্রিকু-চিকেন , রাতের ডিনার ,পরের দিন সকালের ব্রেকফাস্ট । যেহেতু এখানে চেক-ইন টাইম বিকেল ৪ টা ও চেক-আউট টাইম সকাল ১০-১১ টা তাই এখানে দুপুরের খাবার দেওয়া হয়না , দুপুরের লাঞ্চ খেতে চাইলে আপনাকে এক্সট্রা খরচ পে করতে হবে।
এই কাম্পিংগুলি বুক করার জন্য নিচে দেওয়া নাম্বারে ফোন করে কাম্পিং টেণ্ট বুক করে নিতে পারেন।
Triveni Adventure Group :
- 8768808821
- 9647792784
- 8637094496
- 8388010443
- 9339130399
- 8101904683
- 7063385789
- 8670147307
এই সমস্ত নাম্বারে ফোন করে কাম্প বুকিং করা এছাড়াও বিভিন্ন খুঁটিনাটি শুনে নিতে পারেন।
Triveni outdoor Activity to do
ত্ত্রিবেণীতে করার মত অনেক কিছু আছে আপানি চাইলে এখানে নদির ধারে চেয়ার টেবিলে বসে বসে সময় কাটিয়ে দিতে পারেন বা বন্ধুদের সাথে গেলে এখানে বালুর চরের উপর ভলিবল বা ব্যাডমিন্টন এসব খেলতে পারেন।
পাশে বয়ে চলা নদির উপর বোটিং করতে পারেন , বোটিং করার জন্য এখানে আলাদা ভাবে চার্জ দিতে হয় যার খরচ পরবে ১৫০-২০০ টাকা প্রতিজন। এছাড়া রিভার-রাফতিং ও করে নিতে পারেন এখানে যার খরচ পরবে জনপ্রতি প্রায় ১০০০ টাকা।

এই নদিতে ফিশিং ও করা হয় আপানারা চাইলে ফিশিং ও করতে পারেন এর জন্যও এক্সট্রাভাবে ৪০০ টাকা দিতে হবে আপনাকে ।
Triveni Shightseeing
ত্রিবেণীতে থেকে বা ত্রিবেণীতে থেকে চেকআউট করে বারি ফেরার পথে ত্রিবেণীর আশেপাশে দেখে নিতে পারেন কিছু স্থান যে গুলি নিচে বর্ণনা করা হল…।
- পেশক চা বাগান: ত্রিবেণী থেকে মাত্র ১০ কিমি দূর অবস্থিত এই চা বাগান থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও কালিম্পং শহরের পাহাড় খুব সহজেই দেখা যায় এবং এই চা বাগানের প্রাকৃতিক দৃশ্যও মনরম।
- লাভারস মিট ভিউ পয়েন্ট : ত্রিবেণী থেকে কাছাকাছি এইস্থানটিও দেখে নিতে পারেন, এই স্থান থেকে ত্রিবেণীর দুটি নদির মিলন স্থল ও গোটা ত্রিবেণীকে পাখির চোকে দেখা যায় ।
- লামহাট্টা ইকো পার্ক : ত্রিবেণী থেকে মাত্র ১৫ কিমি দূরে এই স্থানটিও দেখে নিতে পারেন , চারদিকে উচু উচু পাইনের জঙ্গলে ঘেরা প্রাকৃতিক সুন্দরযে মোড়া এই পার্কটি । এই পার্কে এখানে পেয়ে যাবেন নানা ধরনের ফুল প্রজাতপতি প্রভৃতি এছাড়াও এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়।
- তাকদা : স্বাধীনতার পূর্বে ব্রিটিশ সেনাদের সেনানিবাস ছিল এই তাকদা , স্বাধীনতার পর ব্রিটিশরা চলে গেলেও তাদের তৈরি বাংলো ও বিভিন্ন চিহ্ন এখানে রয়ে গেছে এছাড়াও এখানে আছে একটি অর্কিড সেন্টার যেখানে দেখতে পাবেন নানা প্রজাতির দুর্লভ সব অর্কিড । ত্রিবেণী থেকে প্রায় ২২ কিমি দূরে হওয়ায় এই স্থানটিও দেখে নিতে পারেন।
- তিনচুলে : তাকদার পাশাপাশি তিনচুলে গ্রামটিও দেখে নিতে পারেন তাকদা থেকে মাত্র ৫ কিমি দূরে অবস্থিত এবং ত্রিবেণী থেকে প্রায় ১৫ কিমি , এই গ্রামটির ও প্রাকৃতিক সৌন্দর্য মনকে প্রফুল্লিত করে তুলবে।
আশা করি উপরে দেওয়া তথ্য আপনাদের কাজে লাগবে এবং আপনাদের ভ্রমনে সাহায্য করবে । যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকে তবে আর্টিকেলটি অবশ্যই বন্ধুবান্ধব বা প্রিয়জনদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ।
We wanted to express our heartfelt thanks for choosing Triveni Camping. Your visit meant a lot to us, and we hope you had an enjoyable time. Your presence added to the charm of our campsite, and we look forward to welcoming you back soon.
thank You