অহলদারা ভিউ পয়েন্ট

যদি শিলিগুড়ি থেকে খুব অল্প দূরত্বের মধ্যে পাহাড়ের সৌন্দর্য ও কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে চান তবে অহলদারা ভিউ পয়েন্ট আপনার কাছে এক আদর্শ স্থান হয়ে উঠতে পারে।

শিলিগুড়ি থেকে প্রায় ৪৫ কিমি দূরে পাহাড়ের চুরার উপরে অবস্থিত এই স্থানটির প্রাকৃতিক সুন্দরজ অতুলনিয় যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়

এখান থেকে দেখতে পাবেন চারিদিকের পাহাড়ের ৩৬০ ডিগ্রি ভিউ ও তার সাথে দূরে অবস্থিত তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা এবং সমতলে বয়ে চলা তিস্তা নদি

পরিবার নিয়ে পাহাড়ে ছুটি কাটাতে চাইলে এবং শান্ত পরিবেশে প্রকৃতি উপভোগ করতে চাইলে  হাতে দু-এক দিন সময় নিয়ে  চলে আসতে পারেন এই স্থানটিতে

এই অহলদারা ভিউ পয়েন্ট এ কিভাবে পউছাবেন , কোথায় থাকবেন , কি কি দেখবেন প্রভৃতি বিস্তারিত জানুন নিচে

Arrow