দার্জিলিং এর আশেপাশে ঘোরার জন্য অফবিট স্থান খুজছেন ?

যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সহজে দেখতে পাবেন

এবং শান্ত নিরিবিলি পরিবেশে প্রকৃতিকে উপভোগ করতে পাবেন 

চলুন আজকে এমনি একটি অফবিট স্থান লামাহাট্টা সম্পর্কে জেনে নেই

এমনি একটি স্থান এই লামাহাট্টা  দারজীলিং থেকে এই স্থানের দূরত্ব মাত্র  ২০ কিমি ও উচ্চতা প্রায় ৫৭০০ ফিট ।

লামাহাট্টা

এই স্থানের মুল আকর্ষণ হল এখানকার সবুজ পাইনের জঙ্গলে ঘেরা ইকো-পার্ক ও এখান থেকে দেখতে পাওয়া কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত দৃশ্য

এই ইকো-পার্কের মধ্যে দেখতে পাবেন নানা ধরনের ফুল ও বিভিন্ন প্রজাতির প্রজাপতি ও অনেক কিছু যা দেখতে আপনাদের মন্দ লাগবে না

এছাড়াও  এই পার্কের মধ্যে দেখতে পাবেন পাইনের জঙ্গলের মাঝে অবস্থিত এক সুন্দর হ্রদ  

যারা পাহাড়ে শান্ত নিরিবিলি স্থানের খোজ করছেন তাদের কাছে এই লামাহাট্টা একটি আদর্শ স্থান হতে পারে

এই স্থনে কীভাবে আসবেন ? কোথায় থাকবেন ? কী কী দেখার আছে বিস্তারিতভাবে জানতে নিচে Click করুন