Mahaldiram

চা বাগানের মধ্যেএক টুকরো সর্গ

শিলিগুড়ির আশেপাশে ঘুরে যেতে চাইছেন

সেটা যদি পাহাড় হয় ও তার সাথে সবুজ চা বাগান তবে মন্দ হয় কী

এমনি একটি  স্থান এই মহালদিরাম

চারিদিকে  সবুজে ঘেরা চা বাগান ও সাথে পাহাড়ের দুর্দান্ত ভিউ । আকাশ পরিষ্কার থাকলে দেখা মেলে   কাঞ্চনজঙ্ঘার

শিলিগুড়ি থেকে   মাত্র 70 কিমি দূরে অবস্থিত এই স্থানটি , কোলহল মুক্ত নিরিবিলি অফবিট স্থান । যারা শান্তিতে পাহাড়ী গ্রামে থাকতে চান তাদের জন্য আদর্শ স্থানটি ।

শুধু তাই নয় এখান থেকে   আশেপাসে ঘুরে দেখা যায় করশিয়ঙ্গ , চটকপুর , সিটঙ এই সমস্ত স্থান গুলিও      বিস্তারিত ভাবে দেখুন

পরবর্তী স্টোরী দেখুন   চটকপুর