সিটং / Sittong

শীতকালে কমলালেবু খেতে কার না ভালো লাগে , তবে এই কমলালেবু যদি সরাসরি গাছ থেকে পেড়ে খাওয়া যায় তবে তার মজাই আলাদা । ঠিক এমনি করতে পারেন এই ছোট পাহাড়ি গ্রাম সিটং এ

দার্জিলিং থেকে ৬০ কিমি দূরে অবস্থিত হলেউ সিটং কে দার্জিলিং এর কমলালেবুর হৃদয় বলা হয়  কারন দার্জিলিং এর বেশীরভাগ কমলালেবু এখানে উৎপন্ন হয়।

শুধু তাই নয় কমলালেবু বাগান ছাড়াও এখানে দেখার মত আছে এখানকার চারপাশের সৌন্দর্য  এমনকি এখান থেকে পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা ও দেখতে পাবেন।

নিরিবিলিতে পাহাড়ে কিছু দিন সময় কাটানোর জন্য ও মানসিক শান্তি প্রাপ্তির জন্য এই সিটং গ্রামটিকে বেছে নিতেই পারেন  যেখানে প্রকৃতি তার রুপ মেলে ধরেছে  বিভিন্ন গাছ-গাছালী ,ফুল প্রজাপতি ,পাখি প্রভৃতির মধ্যে দিয়ে

কিভাবে সিটং আসবেন ? কোথায় থাকবেন সিটং এ ? থাকার খরচ বা কত ? সিটং ও তার আশেপাশে কী কী দেখবেন ? এসব বিস্তারিতভাবে জানতে নিচে দেখুন