তাকদা

তাকদা

যদি আপনি দার্জিলিং এর কাছাকাছি Offbeat place খুজছেন, তাহলে তাকদা স্থানটি আপনার এই চাহিদা মেটাতে পারে

তবে আসুন জেনেনি এই তাকদা সম্পর্কে

তাকদা

তাকদা

পাহাড়ের কোলে অবস্থিত এই শান্ত নিরিবিলি গ্রামটি দার্জিলিং শহর থেকে মাত্র ৪৫ কিমি দূরে অবস্থিত, এবং শিলিগুড়ি থেকে মাত্র ৫৮ কিমি।

তাকদা

তাকদা

স্বাধীনতার পূর্বে এই তাকদা গ্রামটি ব্রিটিশ সেনাদের সেনানিবাস ছিল তাই এখানে ব্রিটিশ লোকেদের তৈরি বিভিন্ন নিদর্শন পেয়ে যাবেন এছাড়াও এখানকার শান্ত পরিবেশ  আপনাদের খুব ভালো লাগবে।

তাকদা

তাকদা

শান্ত পরিবেশে পাহাড়ের মাঝে ব্রিটিশদের তৈরি এই বাংলোতে থাকার অভিজ্ঞতা ও রাজকীয় অনুভুতি পেয়ে যাবেন  তাকদাতে, হাতে ২ দিন সময় থাকলে অনায়াসে এখানে থেকে কাটানো যাবে।

তাকদা

তাকদা

পাশাপাশি এখানের অর্কিড সেন্টারে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির নাম না জানা রং বাহারি অর্কিড ।

এছাড়াও স্থানটি থেকে আশেপাশের কিছু স্থান যেমন  তিনচুলে , লামাহাটা, রংলি চা বাগান কাছে পরে ফলে খুব সহজে ঘুরে নিতে পারেবেন .

তাকদা

তাকদা

তাকদা কিভাবে পৌছবেন ? ভাড়া কতো পরবে ? কথায় থাকবেন ? রুম খরচ কতো সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত ভাবে জানতে নিচে  Click করুন