পাহাড়ে কাম্পিং করা কী আপনার শখ বা নদিতে বোটিং ও রাফটিং করা বা সমুদ্রের বিচের ধারে বসে সময় কাটানো যদি এক সাথে এক স্থানে পান তবে মন্দ হয় কী ? এই সব কিছু পেয়ে যাবেন ত্রিবেণীতে
এখনে তিস্তা ও রঙ্গিত নদির ধারে কাম্পিং করে থাকার বেবস্থা আছে
চাইলে সাদা বালুর চরে চেয়ার টেবিলে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে সময় কাটাতে পারেন
উচু উচু পাহাড়ের মাঝে কাম্পিং করে সাথে বাব্রিকু চিকেন ও নাচ গানের মধ্যে দিয়ে অনায়াসে এখানে রাত কেটে যাবে
বন্ধু-বান্ধবদের সাথের বা ফামিলের সাথে সময় কাটানোর এক দুর্দান্ত স্থান হয়ে উঠতে পারে এই ত্রিবেনী
সমস্ত কিছু জানতে নিচে দেখুন
ত্রিবেণীতে ক্যাম্প বুক করবেন কিভাবে ?
ক্যাম্প বুক করার খরচ কত ?