ইয়েলবং |Yelbong Kalimpong – A Hidden River Canyon of North Bengal

Yelbong হয়ত এই নামটির সাথে অনেকেই হয়তো পরিচিত নয় বা অনেকেই হয়তো Yelbong River Canyon Trek এই নামের সাথে পরিচিত হতে পারেন । আজকে এই ইয়েলবং গ্রামের সাথে আপনাদের পরিচয় করাবো , কালিম্পং জেলার একটি ছোটো গ্রাম এই ইয়েলবং , এই ইয়েল্বং গ্রামের আসল আকর্ষণ হল এখানকার River Canyon ( নদী গিরিখাত ) , উত্তরবঙ্গের এই ইয়েলবং হল এমন একটি স্থান যেখানে এই নদী গিরিখাত দেখতে পাওয়া যায় ।

এই রিভার ক্যানিয়ন এ ট্রেক করা যায় যা খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ ,পাহাড়ের ফাটলের মাঝে দিয়ে বয় চলা ২ কিমি লম্বা নদী পথ প্রকৃতির এক অপরুপ সৃষ্টি যা দেখে আপ্লুত যাবেন এবং এই স্থানটি আপনাকে গ্র্যান্ড ক্যানিয়ন এর ফিল এনে দিবে । ভারতের খুব কম জাগায় এই সমস্ত গিরিখাত দেখতে পাওয়া যায় , ফলত কালিম্পং এর এই গাম্রটি একটি লুকোনো খাজানার থেকে কম নয় যা এখনো পর্যন্ত পর্যটকদের কাছে অজানা ।

শিলিগুড়ি থেকে এই স্থানের দূরত্বও খুব কম প্রায় ৫০ কিমি । ইয়েলবং এর এই নদী গিরিখাতটি খুজে পান ইয়েলবং গ্রামের এক স্থানিয় বাসিন্দা ফ্রাঞ্চিস । ইয়েলবং এ কয়লা খনি আছে ফলে এখানে হিরে পাওয়ার সম্ভাবনা বেশি , ফ্রাঞ্চিস এই হীরের খোজ করতে করতেই এই রিভার ক্যানিয়ন এর খোজ পান । বলা কি যায় আপনীয় হয়তো ইয়েলবং এসে হীরে পেয়ে যান ।

rumti river side yelbong

এই ছাড়াও এই ইয়েলবং এ দেখতে পাবেন প্রচুর প্রজাতির রং-বিরঙ্গের প্রজাপতি , ছোটো বড় পাহাড়ি ঝর্না এদের মধ্যে বিশেষ হল রেইনবো ওয়াটার যেখানে ঝর্নার জ্বলে আলো প্রতিফলিত হয়ে রং-ধনুর সৃষ্টি করে ও অপরটি হল থ্রী স্টেপ ওয়াটার ফল । শান্ত নিরিবিলি পরিবেশ ,পাহাড়ের ভিউ, রুমতি নদী সব মিলিয়ে এক দুর্দান্ত সময় কাটানোর স্থান ।

যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের কাছে এই স্থানটি আদর্শ এখানে আপনি রিভার সাইড নাইট ক্যাম্পিং করতে পারবেন , রিভার ক্যানিয়নের মাঝে অ্যাডভেঞ্চারপূর্ণ ট্রেক করতে পারবেন , পাহাড়ি জঙ্গলের মাঝে ট্রেক করতে পারবেন ইত্যাদি । চলুন এবার দেখে নেই কীভাবে এখানে পৌছবেন , কোথায় থাকবেন ইত্যাদি ।

Yelbong Location | Where Is Yelbong Located | Yelbong Distance From Siliguri

ইয়েলবং গ্রামটি কালিম্পং জেলার দক্ষিন প্রান্তে অবস্থিত একটি ছোটো , কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব প্রায় ৬০ কিমি । এবং শিলিগুড়ি থেকে বাগ্রকোট হয়ে এই স্থানের দূরত্ব প্রায় ৫০ কিমি ।

How to Reach Yelbong River Canyon | NJP to Yelbong Car Fare

ইয়েলবং পৌছনোর জন্য আপনারা শিলিগুড়ি থেকে বা এনজেপি স্টেশন থেকে সরাসরি গাড়ি ভাড়া করে ফেলতে পারনে যার খরচ পরবে আনুমানিক ২৫০০-৩০০০ টাকা এবং সময় লাগবে প্রায় ২ ঘণ্টা । এছাড়াও আপনারা শিলিগুড়ি থেকে বাস/শেয়ার গাড়ি করে বাগ্রাকোট এবং সেখান থেকে ইয়েলবং এর জন্য গাড়ি ভাড়া করে নিতে পারেন ।

অপর রাস্তাটি হল নিউ মাল জংশন এ নেমে সেখান থেকে সরাসরি গাড়ি ভাড়া করে নেওয়া , এক্ষেত্রে ভাড়া পরবে প্রায় ১৫০০ টাকা ও সময় ও প্রায় এক থেকে দেড় ঘণ্টা লাগবে ।

Best time to visit Visit Yelbong River camp

বছরের প্রায় সবদিন এখানে আসতে পারেন । তবে রিভার ক্যানিয়ন ট্রেক করতে চাইলে গ্রীষ্মকালে এলে সব থেকে ভালো কারন রিভার ক্যানিয়নএর ভেতরে নদীর জলের তাপমাত্রা কম থাকে ফলে গরমকালে তা আরামদায়ক ।

বর্ষাকালে এখানে নদীর জল বেরে যায় ফলে ট্রেক করতে অসুবিধা হতে পারে এবং বর্ষাকালে নইর ধারে ক্যাম্পিং এ সমস্যা হতে পারে । ফলে বর্ষাকালে আসার আগে ভালো ভাবে খোজ নিয়ে আসলে ভালো হবে ।

Yelbong Homestay Number | Yelbong Francis Rai Homestay | Where to stay in Yelbong

ইয়েলবং একটি ছোটো গ্রাম হাতে গোনা কয়েকটি পরিবার নিয়ে এই গ্রাম । এখানে থাকার জন্য হমস্টে পেয়ে যাবেন, তাদের মধ্যে বেশি খ্যাত ফ্রাঞ্চিস রাই এই ইয়েলবং হমস্টে (যিনি এই ইয়েলবং রিভার ক্যানিয়ন এর খোজ করেছেন)। তাছাড়াও এখানে আরও কিছু হমস্টে আছে , নিচে এই সমস্ত হমস্টে এর নাম্বার দেওয়া হল আপনারা ফোন করে বুক করতে পারবেন ।

Yelbong Homestay(Francis rai)8250847197
Yelbong Gopal Homestay9339126613/7550279863
Joseph Homestay7074513587
AlafiaYelbong Homestay7407700920

এখানে আপানরা হমস্টের রুম বা নদীর ধারে ক্যাম্পিং করেউ থাকতে পারবেন । হমস্টে গুলির খরচ প্রায় ১২০০-১৪০০ টাকা তিন বেলা থাকা ও খাওয়া মিলিয়ে ।

Yelbong River Cave Treking & River Side Camping Cost

ইয়েলবং এ রিভার কেভ ক্যাম্পিং করার জন্য এখানকার হমস্টে মালিকরা প্যাকেজ সিস্টেম দিয়ে থাকে। সাধারনত দুই রাত ৩ দিন এর প্যাকেজ হয় যার মধ্যে থাকা খাওয়া , রিভার কেভ ট্রেকিং ও গাইড সমস্ত অন্তর ভুক্ত থাকে এই প্যাকেজ এর খরচ প্রায় ৩০০০ টাকা প্রতিজন ।আপনি যদি নদীর ধারে ক্যাম্প এ রাত কাটাতে চান তবে তার খরচ আলাদা, সেক্ষেত্রে ২ রাত ৩ দিন এর প্যাকেজ পরবে ৩৫০০০-৪০০০ টাকা ।

আপানরা যদি এক দিন থাকেন ও রিভের ক্যানিয়ন ট্র্যাক করতে চান তবে আপনারা হমস্টে খরচ ও সাথে গাইড চার্জ এক্সট্রা ৪০০ টাকা দিয়ে সেটা করতে পারেন । এক্ষেত্রে যেখানে যে হমস্টে এ আপনি থাকবেন সেখানে কথা বলে নিলে সব থেকে ভালো হবে ।

Yelbong Oudoor Activity

ইয়েলবং এ করার মতো অনেক কিছু আছে , তার মধ্যে মুল আকর্ষণ হল এই রিভের ক্যানিয়ন ট্রেক দুর্দান্ত অ্যাডভেঞ্চারপূর্ণ এই ট্রেক আপনাকে এক আলাদা অনুভুতি যোগাবে । এছারাও এখানে রাতে নদীর ধারে ক্যাম্পিং করে বারবিকু চিকেন এর সাথে এক অনবদ্য রাত কাটাতে পারবেন । বিভন্ন প্রজাপতি দেখা যায় এই স্থানে সেগুলি দেখতে পাবেন । রুমতি নদীর ধারে বসে লাঞ্চ সারতে পারবেন । পাহাড়ি জঙ্গলে ট্রেক করে চলে যেতে পারেন পাশাপাশি অবস্থিত Chuikhim গ্রাম এ ।

Yelbong Sighseeing

ইয়েলবং থেকে আশেপাশের যেসব স্থান ঘুরে দেখতে পারেন …

  • Chuikhim এই গ্রামটি ইয়েলবং থেকে সামান্য দুরত্তে অবস্থিত ।
  • Lava & Loyegaon
  • Rishop
  • Kolakham
  • Charkhole

এই সব স্থান গুলি ইয়েলবং থেকে ২০-৩০ কিমি দুরত্তে অবস্থিত তাই চাইলে এই স্থানগুলি ঘুরে দেখতে পারেন ।

আশা করি আপনাদের ইয়েলবং সম্পর্কে এই আর্টিকেলটি ভালো লেগে থাকবে , যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তবে অবশ্যই নিজেদের প্রিয়জনদের মাঝে এটি শেয়ার করতে ভুলবেননা ।

আরও দেখুন-

Siliguri/NJP to Yelbong Distance ?

শিলিগুড়ি থেকে বাগ্রাকোট হয়ে ইয়েলবং এর দূরত্ব প্রায় ৫০ কিমি

Kalimpong to Yelbong Distance ?

কালিম্পং থেকে এই গ্রামের দূরত্ব প্রায় ৬০ কিমি

Malbazar to Yelbong distance ?

মালবাজার থেকে ইয়েলবং এর দূরত্ব প্রায় ১৯ কিমি ।

Leave a Comment